আকিজ ফুড জব সার্কুলার প্রকাশিত হয়েছে। আকিজ ফুড আ্যা্ড বেভারেজ লিঃ এর বিক্রয় বিভাগে নিম্রলিখিত শর্তাবলী পূরণ সাপেক্ষে কিছু সংখ্যক দক্ষ ও পরিশ্রমী টেরিটরি সেলস ম্যানেজার (টিএসএম) ও সেলস অফিসার (এস ও) নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য ব্যক্তিদের আবেদন করার আহব্বান করা হচ্ছে।
সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর সবার আগে পাবেন নিউ জব সার্কুলার ওয়েবসাইটে। তাই যেকোনো ধরনের চাকরির খবর পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে। আকিজ ফুড জব সার্কুলার 2024 সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে নিচের ছবিটি লক্ষ্য করুন।
আকিজ ফুড অ্যান্ড বেভারেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ পদসমুহ
পদের নামঃ সেলস অফিসার (এসও)
যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক পাশ, ডিগ্রি,অনার্স পাস
অভিজ্ঞতাঃ ০-২ বছরের বাস্তব অভিজ্ঞতা (এসও অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে)
বয়সঃ ১৮ থেকে ৩০ বছর
কর্মস্থলঃ বাংলাদেশের যে কোন স্থানে
মূল কাজ
- রুট প্লান অনুযায়ী কাজ করা।
- দোকানদারদের কাছ থেকে পন্যের অর্ডার নেওয়া।
- মাসিক সেলস রিপার তৈরী করা।
- মাসিক সেলস লক্ষ্যমাত্রা অর্জন করা।
আবেদনের শর্তাবলী
- ➢ প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউ-এর পরের দিন থেকে সংশ্লিষ্ট রিজিয়নে ৩ দিন ব্যাপী ফিল্ড ট্রেনিং প্রদান করা হবে। ট্রেনিং এর পর নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যে কোন স্থানে কোম্পানীরন নিয়ম অনুযায়ী পোস্টিং দেয়া হবে।
- ➢ ফিল্ড ট্রেনিং চলাকালীন সময় থাকা ও খাওয়ার ব্যবস্থা নিজ দায়িত্বে করতে হবে। এ সময়ে কোম্পানী থেকে কোন প্রকার টিএ/ডিএ, প্রদান করা হবে না।
- ➢ আগ্রহী প্রার্থীদের বাংলায় বায়োডাটা, দুই কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগতযোগ্যতার মূল সনদপত্র ও ভোটার আইডি কার্ড এর ফটোকপিসহ পদবী অনুসারে ইন্টারভিউ-এর জন্য উল্লেখিত নিদিষ্ট তারিখে নির্দিষ্ট স্থানে উপস্থিত হতে হবে।
- ➢ সতকীকরণ: নিয়োগ প্রক্রিয়ায় কোন প্রকার সুপারিশ ও আর্ধিক লেনদেনের জন্য কর্তৃপক্ষ দায়-দায়িত্ব বহন করবে না।
আকিজ ফুড জব সার্কুলার ২০২৪ ইমেজ
Source: Bangladesh Pratidin, 21 June 2024
Application Deadline: 28 June 2024
পদের নামঃ টেরিটরি সেলস অফিসার/সেলস অফিসার
যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক পাশ, ডিগ্রি,অনার্স পাস
অভিজ্ঞতাঃ ১-৩ বছরের বাস্তব অভিজ্ঞতা (টি এস এম পদ্দে অভিজ্ঞদের অগ্রাধীকার দেয়া হবে)
বয়সঃ ২৬ থেকে ৩৪ বছর
কর্মস্থলঃ বাংলাদেশের যে কোন স্থানে
মূল কাজঃ
- রুট প্লান অনুযায়ী কাজ করা।
- দোকানদারদের কাছ থেকে পন্যের অর্ডার নেওয়া।
- মাসিক সেলস্ রিপার তৈরী করা।
- মাসিক সেলস্ লক্ষ্যমাত্রা অর্জন করা।
আকিজ ফুড জব সার্কুলার 2024,আকিজ ফুড এন্ড বেভারেজ নিয়োগ ২০২৪,আকিজ ফুড এন্ড বেভারেজ ডিলার নিয়োগ,আকিজ গ্রুপ ময়মনসিংহ,আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেড,আকিজ ফুড এন্ড বেভারেজ এর পণ্য তালিকা,স্কয়ার ফুড এন্ড বেভারেজ নিয়োগ ২০২৪,আকিজ গ্রুপ রংপুর