আইবিবি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দ্য ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ হচ্ছে বাংলাদেশের একটি পেশাজীবী সংগঠন যা বাংলাদেশে কর্মরত সকল ব্যাংকের কর্মকর্তাদের দক্ষ এবং যোগ্য পেশাদার হিসেবে গড়ে তোলার উদ্দেশ্য নিয়ে গঠিত হয়রছে।সম্প্রতি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশএ নিমোক্ত পদসমূহের বর্ণিত সংখ্যক পদ প্রতিযোগীতামূলক পরীক্ষার মাধ্যমে অস্থায়ী ভাবে পূরণের লক্ষে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহব্বান করা হচ্ছে।
১।পদের নামঃ অফিসার
পদ সংখ্যাঃ ০১
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতোকোত্তর বা সমমানের ডিগ্রী
বেতনঃ ১৬,০০০-৩৮,৬৪০
২।পদের নামঃ অফিসার (আইটি)
পদ সংখ্যাঃ ০১
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতোকোত্তর বা সমমানের ডিগ্রী
বেতনঃ ১৬,০০০-৩৮,৬৪০
সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর সবার আগে পাবেন এই ওয়েবসাইটে birbangla.com । তাই যেকোনো ধরনের চাকরির খবর পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে । আইবিবি জব সার্কুলার সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে নিচের ছবিটি লক্ষ্য করুন -বিস্তারিত তথ্য দেখুন নিচের ছবিতে।
ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ আইবিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
৯২ তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার বিজ্ঞপ্তি
আবেদনের শেষ তারিখঃ ১৫ সেপ্টেম্বর ২১
The Institute of Bankers Bangladesh Job Circular
আবেদনের নিয়ম ও শর্তঃ
১।পরীক্ষার ফি বাবদ অফেরতযোগ্য টা. ৫০০/- (পাঁচশত টাকা) মান ব্যাংক ড্রাফট/পেমেন্ট অডরি মহাসচিব, আইবিবি বরাবরে বাংলাদেশের যেকোন তফসিলি ব্যাংকের শাখা হতে আইএফআইসি ব্যাংক লিঃ, প্রিন্সিপল শাখা, ঢাকার উপর ইস্যু করে তা আবেদনপত্রের সাথে প্রেরণ করতে হবে।
২। মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে উপযুক্ত দলিল দাখিল করতে হবে।
৩। তারিখ ও ইস্যুকারী ব্যাংকের নামসহ ব্যাৎক ড্রাফট/পেমেন্ট অর্ডার নং উল্লেখ করতে হবে ।
৪। আবেদনপরে প্রার্থীকে যথাযথভাবে স্বাক্ষর করতে হবে ।
৫।অসমপূ্ণ/তুল তথ্য স্থিত আবেদন বাতিল বলে গণ্য হবে।
৬। চাকুরিরত প্রার্থীরা কর্তৃপক্ষের অনুমতিত্রমে আবেদন করতে পারবেন।
৭। পরারীদেরকে নিবচিনী পরীক্ষায় অংশখহণ করতে হবে ॥ পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবতীতে জানানো হবে।
৮।আবেদনপত্র এবং খামের উপরে আবেদনকৃত পদের নাম অবশ্যই স্পষ্টভাবে উল্লেখ করতে হবে ॥
আইবিবি জব সার্কুলার
জব সার্কুলারের অন্যান্য তথ্য
|
|
প্রতিষ্ঠানের নামঃ | ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ |
চাকরির ধরণঃ | স্থায়ী – পূর্ণকালীন চাকরি |
চাকরির ক্যাটাগরিঃ | সরকারি চাকরি |
আবেদনকারীর লিঙ্গঃ | পুরুষ /মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। |
আবেদনের বয়স সীমাঃ | বিস্তারিত বিজ্ঞপ্তি থেকে দেখে নিন |
অন্যান্য সুযোগ সুবিধাঃ | প্রতিষ্ঠানের বিধি মোতাবেক |
প্রতিষ্ঠানের ধরণঃ | সরকারি প্রতিষ্ঠান |
অফিসিয়াল ওয়েবসাইটঃ | http://www.ibb.org.bd/ |
আইবিবি পরিচিতি
১৯৭২ সালের ২ জুলাই বাংলাদেশের কয়েকজন বিশিষ্ট ব্যাংকার এবং অন্যান্য পেশার কয়েকজন বিশিষ্ট ব্যক্তি মিলে একটি বৈঠক করেন। ঐ বৈঠকে বাংলাদেশের ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তাদের পেশাগত দক্ষতার উন্নতির জন্য একটি পেশাজীবী সংগঠন হিসাবে দ্য ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়।
আইবিবি’র পরিচালনা একটি কাউন্সিল বা পরিষদের উপর নাস্ত থাকে। পরিষদের সভাপতি থাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এছাড়া, সংগঠনটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন একজন মহাসচিব। বর্তমানে এটির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন নওশাদ আলী চৌধুরী।
দেশ ও বিদেশের দর্শনীয় স্থান সম্পর্কে জানতে ক্লিক করুন এখানেঃ ভ্রমণ ও দর্শনীয় স্থান
স্বাস্থ্য সম্পর্কে যেকোন পরামর্শ পেতে ক্লিক করুন এখানেঃ স্বাস্থ্য কর্নার
সরকারি বেসরকারি যেকোনো ধরনের চাকরির খবর পেতে ক্লিক করুন এখানেঃ চাকরির খবর
পড়াশোনার ব্যাপারে বিভিন্ন পরামর্শ পেতে ক্লিক করুন এখানেঃ স্টাডি পয়েন্ট
আইবিবি নিয়োগ বিজ্ঞপ্তি, ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি , বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট,Institute of Bankers, Bangladesh,INSTITUTE of BANKERS, Bangladesh Website,www.ibb.org.bd notice,ibb.org.bd address,www.ibb.org.bd certificate,Institute of Bankers, Bangladesh new Address,IBB,আইবিবি জব সার্কুলার