কৃষি মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।কৃষি মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি কৃষিবিষয়ক মন্ত্রণালয় যা যা নীতি নির্ধারন, পরিকল্পনা প্রণয়ন, তদারকী ও প্রশাসনিক ব্যবস্থাপনার দায়িত্বসমূহ সম্পাদন করে থাকে। সম্প্রতি প্রকাশিত কৃষি মন্ত্রণালয়ে চাকরি বিজ্ঞপ্তি র যাবতীয় তথ্য নিচে তুলে ধরা হল ।আগ্রহী ও যোগ্য ব্যক্তিদের আবেদন করার আহব্বান করা হচ্ছে।
কৃষি মন্ত্রণালয় জব সার্কুলারের যাবতীয় তথ্য
|
|
প্রতিষ্ঠানের নাম | কৃষি মন্ত্রণালয় |
চাকরির ক্যাটাগরি | সরকারি চাকরি |
চলমান বিজ্ঞপ্তি | ০১ |
পদের সংখ্যা | ১২৫ |
বয়স | সর্বোচ্চ ৩০ বছর |
শিক্ষাগত যোগ্যতা | ৮ম শ্রেনি,এসএসসি,স্নাতক স্নাতোকোত্তর |
আবেদনের মাধ্যম | অনলাইন |
আবেদন ফি | ১১২/৫৬ টাকা |
আবেদন শুরু | ২২ ডিসেম্বর ২০২২ |
আবেদন শেষ | ১৮ জানুয়ারি ২০২৩ |
অফিসিয়াল ওয়েবসাইট | www.moa.gov.bd |
সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর সবার আগে পাবেন এই ওয়েবসাইটে newjobscircular.com । তাই যেকোনো ধরনের চাকরির খবর পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে । Ministry of Agriculture Job Circular সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে নিচের ছবিটি লক্ষ্য করুন -বিস্তারিত তথ্য দেখুন নিচের ছবিতে।
কৃষি মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
বাংলাদেশ মৃত্তিকা সম্পদ ইন্সটিটিউট এর রাজস্ব খাততুক্ত নিমোক্ত স্থায়ী/অস্থায়ী শুন্য পদসমূহে অস্থায়ীভাবে নিয়োগেরজন্য প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন আগ্রহী বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে দরখাস্ত আহবান করা যাচ্ছেঃ-

Source: Daily Observerbd, 22 December 2023
Application Deadline: 18 January 2023
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://moa.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেন করতে পারবেন।
Apply Online: moa.teletalk.com.bd
কৃষি মন্ত্রণালয়ে আবেদনের নিয়ম
১।আবেদনের সাথে সদ্য তােলা ০২ (দুই) কপি পাসপাের্ট সাইজের সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে;
২।। আবেদনের সাথে জাতীয় পরিচয়পত্র, বার কাউন্সিল এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের তালিকাভুক্তির সনদপত্রসহ সকল শিক্ষাগত যােগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে;
Ministry of Agriculture MOA Job Circular 2022
৩। পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের তারিখে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্তিসহ হাইকোর্ট বিভাগে মামলা পরিচালনার ক্ষেত্রে কমপক্ষে ১২ (বার) বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
কৃষি নিয়োগ ২০২২
৪। সরকার কর্তৃক নির্ধারিত হারে ভ্যাট/ট্যাক্স কর্তন করে ফি পরিশােধ করা হবে এবং এ ক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত সংশ্লিষ্ট বিধি-বিধান প্রযােজ্য হবে;
৫। অন্য কোন প্রতিষ্ঠানে আইনজীবী হিসেবে নিয়ােজিত থাকলে তা আবেদনে উল্লেখ করতে হবে
কৃষি মন্ত্রণালয় চাকরির খবর
৬। কোন কারণ দর্শানাে ব্যাতিরেকে কর্তৃপক্ষ যে কোন আবেদনপত্র অথবা সকল আবেদনপত্র গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। বেসরকারি প্যানেল আইনজীবী নিয়ােগ/তালিকাভুক্তির বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে
আবেদনের নিয়মঃ
প্রথম SMS: MOA<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: MOA ABCDEF
Reply: Applicant’s Name, Tk-………… will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type MOA<Space>Yes<Space>PIN and send to 16222.
দ্বিতীয় SMS: MOA<space>Yes<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: MOA YES 12345678
Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for MOA Application for post XXXXXXXXX User ID is
(ABCDEF) and Password (XXXXXXXX).
moa job circular 2022
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাংলাদেশে কৃষি বিষয়ক সেবা প্রদান কারী সর্ববৃহৎ সরকারি প্রতিষ্ঠান। এই অধিদপ্তরের দায়িত্ব হলো সকল শ্রেণির চাষিদেরকে তাদের চাহিদা ভিত্তিক ফলপ্রসূ ও কার্যকর সম্প্রসারণ সেবা প্রদান করা যাতে তারা তাদের সম্পদের সর্বোত্তম ব্যবহার করে স্হায়ী কৃষি ও আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মূল কাজ কৃষি উৎপাদন বৃদ্ধি করা, মানব সম্পদ উন্নয়ন ও কৃষি বিষয়ক প্রযুক্তি হস্তান্তর কার্যক্রম পরিচালনা করা।
রুপকল্পঃ
টেকসই, নিরাপদ ও লাভজনক কৃষি।
অভিলক্ষ্যঃ
ফসলের উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি, শস্য বহুমূখীকরণ, পুষ্টিসমৃদ্ধ নিরাপদ ফসল উৎপাদন ও বিপণন ব্যবস্থা আধুনিকায়নের মাধ্যমে কৃষিকে লাভজনক করা এবং জনসাধারণের পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।
বাংলাদেশ কৃষি মন্ত্রণালয় (MOA)
ক্ষুদ্রসেচ কার্যক্রমে এক বৈপ্লবিক ভূমিকা পালনের লক্ষ্যে ১৯৬১ সালে বাংলাদেশ কিৃষি সম্প্রসারণ প্রতিষ্ঠিত হয়। বিংশ শতাব্দীর আশির দশকের মধ্যম পর্যায় থেকে সরকার কৃষি উপকরণ পরিচালনা, সংগ্রহ ও সরবরাহ কার্যক্রম দ্রুততার সঙ্গে সংকুচিত করা শুরু হয়। ১ম এ কীটনাশক, সার এবং বিএডিসি’র ক্ষুদ্রসেচের সকল কার্যক্রম প্রত্যাহার করা হয়। শুধুমাত্র বিএডিসিতে আশিংকভাবে বিশেষ ধরনের কতিপয় বীজ উৎপাদন ও সরবরাহ কার্যক্রম বহাল রাখা হয়েছে।
কৃষি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি, কৃষি মন্ত্রণালয় চাকরির খবর, কৃষি মন্ত্রণালয় জবস সার্কুলার , Ministry of Agriculture MOA Job Circular , Ministry of Agriculture MOA Job Circular www.moa.gov.bd, MOA Job Circular – www.moa.gov.bd, Ministry of Agriculture Job Circular , Ministry of Agriculture Job Circular, Ministry of Agriculture Job Circular Application Form, MOA Job Circular Apply , Ministry of Agriculture (MOA) Job Circular,বাংলাদেশ কৃষি মন্ত্রণালয় নিয়োগ, কৃষি মন্ত্রণালয় জব সার্কুলার, কৃষি মন্ত্রণালয় নিয়োগ পরীক্ষার ফলাফল, কৃষি মন্ত্রণালয় প্রবেশপত্র
Ami korte chai plzz saput me