চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (Chittagong Port Authority CPA)

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩, Chittagong Port Authority Job Circular 2023 প্রকাশিত হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়লিখিত রাজস্ব খাতভুক্ত নিম্ন স্থায়ী পদ পূরণের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অন-লাইনে দরখাস্ত আহবান করা হচ্ছে।চট্টগ্রাম বন্দর বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম শহরে অবস্থিত বাংলাদেশের প্রধান সামুদ্রিক বন্দর।আগ্রহী ও যোগ্য ব্যক্তিদের আবেদন করার জন্য আহব্বান করা হচ্ছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ তথ্য

প্রতিষ্ঠানের নাম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
চাকরির ক্যাটাগরি সরকারি চাকরি
 চলমান বিজ্ঞপ্তি ০১
পদের সংখ্যা ০২ জন
বয়স বিজ্ঞপ্তি অনুযায়ী
শিক্ষাগত যোগ্যতা স্নাতোকোত্তর/স্নাতক/উচ্চ মাধ্যমিক/ মাধ্যমিক
আবেদনের মাধ্যম  ডাকযোগে
আবেদন ফি  ৬০০/-  টাকা
আবেদন শুরু ১৮ নভেম্বর ২০২৩
আবেদন শেষ ০৬ ডিসেম্বর ২০২৩
অফিসিয়াল ওয়েবসাইট jobscpa.org

সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর সবার আগে পাবেন এই ওয়েবসাইটে  newjobscircular.com। তাই যেকোনো ধরনের চাকরির খবর পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জব সার্কুলার সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে নিচের ছবিটি লক্ষ্য করুন। 

 Chittagong Port Authority CPA Job Circular 2023

Chittagong Port Authority CPA Job Circular 2023 ছাড়াও সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর সবার আগে পাবেন newjobscircular.com ওয়েবসাইটে।চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চাকরি বিজ্ঞপ্তি ২০২৩ এর আবেদন পক্রিয়া,আবেদনের সময়সীমা, যোগ্যতাসহ যাবতীয় তথ্য দেখতে নিচের ছবিটি লক্ষ্য করুন।CPA Job Circular 2023 apply এ উল্লিখিত পদে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী নিয়ে উল্লেখ করা হলোঃ

Source: Ittefaq, 18 November 2023

Application Deadline: 06 December 2023

যোগাযোগের ঠিকানা

বন্দর ভবন, পোষ্ট বক্স-  ২০১৩

চট্টগ্রাম-৪১০০, বাংলাদেশ

ই-মেইল- info@cpa.gov.bd

টেলিফোন +৮৮০-৩১-২৫২২২০০-২৯ (পিএবিএক্স) ফ্যাক্স +৮৮০-০৩১-২৫১০৮৮৯

অনলাইনে আবেদন ফরম শর্তাবলী

  • আবেদনকারীকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েব সাইট jobscpa.org তে অন-লাইন চাকুরীর আবেদন ফরম পুরণ করে
    সাবমিট করতে হবে। অবশ্যই ইউনিকোড বাংলায় ফরমটি পূরণ করতে হবে;
  • অন-লাইন আবেদন ফর্মের নির্ধারিত স্থানে প্রার্থীর ৩০০*৩০০ রেজুলেশনে সর্বোচ্চ ২৫ কিলোবাইটের 198/7০8 ফরমেটে
    সদ্য তোলা রঙিন ছবি এবং ৩০০*৮০ সাইজের স্বাক্ষর আপলোড করতে হবে;
  • অন-লাইনে আবেদন ফরম সাবমিট করার পর প্রার্থীকে নিবন্ধন নঙ্বর সম্বলিত তীর আবেদনের একাখিক হিন্ট কণি হোর্ড কপি) ও একই নিবন্ধন নম্বর সন্থলিত সোনালী ব্যাংকের সোনালী সেবার পে-ল্ীপ ভাউনলোভ করে কি্ট নিতে হবে। সোনালী ব্যাংকেরযে কোন শাখায় (পোর্ট শাখা, চট্টগ্রাম ব্যতিত) উত্ত পে-ন্রীপ দিয়ে নিয়োগ পরীক্ষার ফি বাবদ নির্ধারিত অংকের ফি ও ব্যাংক চার্জ পরিশোধ করতে হবে ব্যোংক ডাফট/পে-অর্ডার/ভিটি গ্রহণযোগ্য নয়) এবং আবেদনের হার্ড কপি প্রার্থীকে সংরক্ষণ করতে হবে। নিয়োগ পরীক্ষার ফি ৬০০/- ছেয়শত) টাকা;
  • আবেদনকারী প্রার্থীকে অন-লাইন আবেদনের কপির সাথে, বয়স ও শিক্ষাগত যোগ্যতার প্রমান স্বরুপ সকল সনদ,
    মার্কশীট, ট্রেড কোর্স সনদ জাতীয়তা সনদ, জাতীয় পরিচয়পত্র, প্রযোজা ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ প্রভৃতির সত্যায়িত
    কলি সংযুক্ত করে এক সেট লিশিত/ট্রেড টেট/যোখিক পরীক্ষার দিন দাখিল করতে হবে এবং সকল প্রকার মূল সনদ প্রদর্শন করতে হবে;
  • কর্তৃপক্ষ কোন প্রার্থীর আবেদন কোন কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে, প্রার্থী সংখ্যা বেশী হলে
    আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, প্রাপ্ত নম্বর, কিংবা অন্য কোন মানসম্মত নির্ণায়কের ভিত্তিতে প্রাথমিক
    যোগ্যতা যাচাই পূর্বক প্রাথমিক তালিকা করতে পারবে। নিয়োগের ক্ষেত্রে চবক- এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে;
  • প্রার্থীদের অন-লাইন আবেদনের কপি আবশ্যিকভাবে সংরক্ষণ করতে হবে;
  • প্রার্থী যে পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদনের যোশ্য হবেন, সে পরীক্ষার ফলাফল অবশ্যই আবেদন প্রহশের শেষ তারিখের পর্বে প্রকাশিত হতে হবে;
  • অন-লাইনে আবেদনপত্র পুরণ ও সাবমিট করতে কোন সমস্যার সম্মুখীন হলে  ই-মেইল ঠিকানায়
    সমস্যাটির বিষয়ে যোগাযোগ করা যাবে;
  • সংশ্লিষ্ট আবেদনকারী উল্লেখিত তারিখ ও স্থানে লিখিত/ট্েড টেস্ট/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের নিমিত্তে উপস্থিত থাকবেন। ওয়েব সাইট হতে নিবন্ধন নম্বর দিয়ে পরীক্ষার প্রবেশপত্র/ইন্টারভিউ কার্ড ভাউনলোভ করে সংশ্রহ
    করবেন। ডাকযোগে কোন প্রবেশপত্র/ ইন্টারভিউ কার্ড প্রেরণ করা হবে না;
  • বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হাস! বৃদ্ধি হতে পারে;
  • বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ বাতিল/সংশোধন করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে;

এক নজরে প্রতিষ্ঠান পরিচিতি

এটি কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত। ইংরেজ শাসনের প্রথম দিকে ইংরেজ ও দেশীয় ব্যবসায়ীরা বার্ষিক এক টাকা সেলামির বিনিময়ে নিজ ব্যয়ে কর্ণফুলি নদীতে কাঠের জেটি নির্মাণ করেন।পরে ১৮৬০ খ্রিস্টাব্দে প্রথম দুটি অস্থায়ী জেটি নির্মিত হয়। ১৮৭৭ খ্রিস্টাব্দে চট্টগ্রাম পোর্ট কমিশনার গঠিত হয়। ১৮৮৮ খ্রিস্টাব্দে চট্টগ্রাম বন্দরে দুটি মুরিং জেটি নির্মিত হয়।

আইনঃ

চট্টগ্রাম সামুদ্রিক বন্দর কাস্টমস অ্যাক্ট ১৯৬৯-এর ৯ ধারা মোতাবেক জাতীয় রাজস্ব বোর্ড কতৃর্ক একটি শুল্ক বন্দর হিসাবে ঘোষিত। এটি আমদানী ও রপ্তানীর জন্য একটি সরকারী রুট।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষঃ
এটি একটি সরকারী স্বায়ত্তশাসিত সংস্থা যেটি চট্টগ্রাম সামুদ্রিক বন্দর পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত। এর শীর্ষে রয়েছে একজন চেয়ারম্যান ও চার জন সদস্যের সমবায়ে গঠিত একটি বোর্ড।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *