চট্টগ্রাম সেনানিবাস প্রয়াস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছে। ২০৯/ প্রয়াস চট্টগ্রাম/নিয়োগ/জানুয়ারি/২০২৩ চট্টগ্রাম সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর পরিচালনাধীন প্রয়াস চট্টগ্রাম (বিশেষ শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান)’-এ নিম্নবর্ণিত পদসমূহে নিয়োগের নিমিত্তে যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে :
চট্টগ্রাম সেনানিবাস জব সার্কুলার এর যাবতীয় তথ্য
|
|
প্রতিষ্ঠানের নামঃ | চট্টগ্রাম সেনানিবাস |
চাকরির ক্যাটাগরিঃ | সরকারি চাকরি |
চলমান বিজ্ঞপ্তি | ০১ |
পদের সংখ্যা | ০১ টি |
বয়স | বিজ্ঞপ্তি অনুযায়ী |
শিক্ষাগত যোগ্যতা | স্নাতোকোত্তর/স্নাতক/ উচ্চ মাধ্যমিক/মাধ্যমিক |
আবেদনের মাধ্যম | অনলাইন |
আবেদন ফি | বিজ্ঞপ্তি অনুযায়ী |
আবেদন শুরু | ১৫ জানুয়ারি ২০২৩ |
আবেদন শেষ | ০২ মার্চ ২০২৩ |
অফিসিয়াল ওয়েবসাইটঃ |
চট্টগ্রাম সেনানিবাস প্রয়াস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
Proyash-Chattogram job circular 2023 ছাড়াও সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর সবার আগে পাবেন newjobscircular.com ওয়েবসাইটে।চট্টগ্রাম সেনানিবাস প্রয়াস কার্যালয় জব সার্কুলার এর আবেদন পক্রিয়া,আবেদনের সময়সীমা, যোগ্যতাসহ যাবতীয় তথ্য দেখতে নিচের ছবিটি লক্ষ্য করুন। Proyash-Chattogram office Job Circular 2023 apply এ উল্লিখিত পদে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী নিয়ে উল্লেখ করা হলোঃ
১।পদের নামঃ থেরাপিস্ট
পদের সংখ্যাঃ ০৩
শিক্ষাগত যোগ্যতাঃ বিপিটি/বিএসসি ইন (ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি ও ১ বছরের ইন্টার্নশিপ সম্পন্ন হতে হবে)।
বেতনঃ ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
২।পদের নামঃ এডমিনিস্ট্রেটিভ অফিসার
পদের সংখ্যাঃ ০১
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতোকোত্তর
বেতনঃ ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
৩।পদের নামঃশিক্ষক(শারিরীক শিক্ষক,জুনিয়র শিক্ষক,আইটি শিক্ষক)
পদের সংখ্যাঃ ০৫
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক
বেতনঃ ১২,৫০০-৩০,২৩০ টাকা
৪।পদের নামঃ হিসাব সহকারী
পদের সংখ্যাঃ ০১
শিক্ষাগত যোগ্যতাঃ বাণিজ্যে স্নাতক
বেতনঃ ৯,৩০০-২২,৪৯০ টাকা
৫।পদের নামঃ অফিস করণিক
পদের সংখ্যাঃ ০১
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক
বেতনঃ ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
আবেদনের নিয়ম ও শর্তঃ
আগামী ৯ ফেব্রুয়ারী ২০২৩ তারিখের মধ্যে স্বহস্তে লিখিত আবেদনপত্র এবং সদ্যতোলা পাসপোর্ট সাইজের ০২ কপি রঙ্গিন ছবি,
সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত (সত্যায়নকারীর নাম ও পদবীসহ্ সীল মোহর)
ফটোকপি এবং আবেদনপত্র ডাকযোগে “পরিপিপাল, পরয়াস-ট্টগাম, জাহাঙ্গীর লাইন, প্রয়াস চট্টগ্রাম সেনানিবাস” এই ঠিকানায় প্রেরণ করতে হবে।প্রয়াস চট্টগ্রাম এর অনুকূলে ক্রমিক ০১ থেকে ০৩ নং এ বর্ণিত পদসমূহের জন্য ৫০০/- টাকা, ক্রমিক ০৪ থেকে ৩০০ টাকা, ক্রমিক ০৬ থেকে ০৭ নং এ বর্ণিত পদসমূহের জন্য ২০০/- টাকা, ক্রমিক ০৮ এ বর্ণিত পদসমূহের জন্য ১০০/- টাকা আবেদন ফি বিকাশ মার্চেন্ট পেমেন্ট নাম্বার ০১৮৯৪-৯৫০১৫২ এর মাধ্যমে প্রদান করে ট্রানজকশন আইডি আবেদনপত্রে উল্লেখ করত হবে।
অসম্পূর্ণ এবং আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য করা হবে । সফলভাবে আবেদনকারীদের লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। ও মৌখিক পরীক্ষার তারিখ জীবন বৃত্তান্ত প্রদেয় যোগাযোগ নম্বরে কল ও এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

কিওয়ার্ডঃ