জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি -Jagannath University Job Circular 2023 প্রকাশ করেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজধানী ঢাকার সদরঘাটে অবস্থিত একটি স্বায়ত্তশাসিত সরকারি বিশ্ববিদ্যালয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ/বিষয়-এ নিম্নবর্ণিত শূন্যপদ পূরণের লক্ষ্যে যোগ্যতাসম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফরমে Omline এ(বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.job.jnu.ac.bd আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তির যাবতীয় তথ্য
|
|
প্রতিষ্ঠানের নামঃ | জগন্নাথ বিশ্ববিদ্যালয় |
চাকরির ক্যাটাগরিঃ | সরকারি চাকরি |
পদের সংখ্যা | ০২ |
বয়স | বিজ্ঞপ্তি থেকে দেখে নিন |
আবেদন শুরু | ২৭ এপ্রিল ২০২৩ |
আবেদন শেষ | ২৩ মে ২০২৩ |
অফিসিয়াল ওয়েবসাইটঃ | www.job.jnu.ac.bd |
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর সবার আগে পাবেন এই ওয়েবসাইটেbirbangla তে। তাই যেকোনো ধরনের চাকরির খবর পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে । জগন্নাথ বিশ্ববিদ্যালয় জব সার্কুলার সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে নিচের ছবিটি লক্ষ্য করুন -বিস্তারিত তথ্য দেখুন নিচের ছবিতে।
১।পদের নামঃ অধ্যাপক
পদের সংখ্যাঃ ০৫
শিক্ষাগত যোগ্যতাঃ ক)প্রার্থীদের স্নাতক (সম্মান)/স্নাতোকোত্তর-এর যে কোন এক পর্যায়ে ন্যুনতম ১ম শ্রেণী/সিজিপিএ ৩.৬০ এবং এসএসসি/এইচএসসি-এর যে কোন এক পর্যায়ে ন্যুনতম ১ম বিভাগ/জিপিএ ৪.০০ থাকতে হবে।
খ) প্রার্থীদের পি-এইচ.ডি/সমমান ডিগ্রীসহ ন্যুনতম ১২ বছরের তন্মধ্যে সহযোগী অধ্যাপক/সমমান পদে ন্যুনতম ০৪
) বছরের স্নাতক (সম্মান)/স্নাতোকোত্তর পর্যায়ে সীট বিষয়ে শিক্ষকতার অথবা স্বীকৃত উচ্চতর গবেষণা প্রতিষ্ঠানে গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে।
গ) শিক্ষাজীবনে কোন স্তরে ৩য় বিভাগ/শ্রেণী বা সমতুল্য জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয় ।
ঘ) স্বীকৃত জার্নালে ন্যুনতম ১০ (দশ) টি প্রকাশনা (এর মধ্যে সহযোগী অধ্যাপক হিসেবে ন্যুনতম ০৪টি) থাকতে হবে ।
জাতীয় বেতন স্কেলঃ ৫০,০০০-৭১,২০০ টাকা
২।পদের নামঃ সহযোগী অধ্যাপক
পদের সংখ্যাঃ ০২
শিক্ষাগত যোগ্যতাঃ ক)প্রার্থীদের স্নাতক (সম্মান)/স্নাতোকোত্তর-এর যে কোন এক পর্যায়ে ন্যুনতম ১ম শ্রেণী/সিজিপিএ ৩.৬০ এবং এসএসসি/এইচএসসি-এর যে কোন এক পর্যায়ে ন্যুনতম ১ম বিভাগ/জিপিএ ৪.০০ থাকতে হবে।
খ) প্রার্থীদের পি-এইচ.ডি/সমমান ডিগ্রীসহ ন্যুনতম ০৭ বছরের তন্মধ্যে সহকারী অধ্যাপক/সমমান পদে ন্যুনতম ০৪
বছরের স্নাতক (সম্মান)/স্নাতোকোত্তর পর্যায়ে সীট বিষয়ে শিক্ষকতার অথবা স্বীকৃত উচ্চতর গবেষণা প্রতিষ্ঠানে গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে।
গ) শিক্ষাজীবনে কোন স্তরে ৩য় বিভাগ/শ্রেণী বা সমতুল্য জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয় ।
ঘ) স্বীকৃত জার্নালে ন্যুনতম ০৪ টি প্রকাশনা (এর মধ্যে সহকারী অধ্যাপক হিসেবে ন্যুনতম ০৪টি) থাকতে হবে ।
জাতীয় বেতন স্কেলঃ ৫০,০০০-৭১,২০০ টাকা
৩।পদের নামঃ সহকারী অধ্যাপক
পদের সংখ্যাঃ ০৩
শিক্ষাগত যোগ্যতাঃ ক)প্রার্থীদের স্নাতক (সম্মান)/স্নাতোকোত্তর-এর যে কোন এক পর্যায়ে ন্যুনতম ১ম শ্রেণী/সিজিপিএ ৩.৬০ এবং এসএসসি/এইচএসসি-এর যে কোন এক পর্যায়ে ন্যুনতম ১ম বিভাগ/জিপিএ ৪.০০ থাকতে হবে।
খ) প্রার্থীদের পি-এইচ.ডি/সমমান ডিগ্রীসহ ন্যুনতম ০১ বছরের তন্মধ্যে সহকারী অধ্যাপক/সমমান পদে ন্যুনতম ০৪
বিভাগ/বিষয় ও পদসংখ্যা 8 বছরের স্নাতক (সম্মান)/স্নাতোকোত্তর পর্যায়ে সীট বিষয়ে শিক্ষকতার অথবা স্বীকৃত উচ্চতর গবেষণা প্রতিষ্ঠানে গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে।
গ) শিক্ষাজীবনে কোন স্তরে ৩য় বিভাগ/শ্রেণী বা সমতুল্য জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয় ।
ঘ) স্বীকৃত জার্নালে ন্যুনতম ০১ টি প্রকাশনা থাকতে হবে ।
জাতীয় বেতন স্কেলঃ ৩৫,৫০০-৫৩,০৬০ টাকা

Application Deadline:
আবেদন করতে ভিজিট করুন www.job.jnu.ac.bd
JNU job circular 2023
আবেদনের শর্তাবলীঃ
- শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও নম্বরপত্র এবং অভিজ্ঞতার প্রমাণপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)-এর সত্যায়িত প্রতিলিপি, সকল গবেষণা প্রবন্থ/প্রকাশনার কপি (প্রোযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত প্রতিলিপি এবং সদ্য তোলা পাসপোর্ট আকারের ৩ (তিন) কপি সত্যায়িত রঙিন ছবি যুক্ত করে Online-এ দাখিলকৃত আবেদন ফরম-এর প্রিন্ট কপিসহ (অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদের জন্য ১১ (এগার) সেট এবং সহকারীঅধ্যাপক ও প্রভাষক পদের জন্য ৮ (আট) সেট) পূর্ণাঙ্গ আবেদনপত্র ১৫/০৫/২০২৩ তারিখের মধ্যে (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত অফিস চলাকালীন সময় সকাল ৮.০০টা হতে বিকাল ৪.০০টা পর্যন্ত) নিযস্বাক্ষরকারীর দপ্তরে (ডোকযোগে/কুরিয়ার সার্ভিস-এর মাধ্যমে/সরাসরি) পৌছাতে হবে।
- সর্বমোট সক্রির চাকরিকাল/অভিজ্ঞতা নিরূপন করার সময় অন্য শিক্ষা/গবেষণা প্রতিষ্ঠানের চাকরিকাল নিম্নরূপভাবে গণনা করা হবে ৪
ক) পাবলিক বিশ্ববিদ্যালয়ে চাকরিকালের ৭৫% তবে স্ব-পদের/ফিডার পদের পূর্ণ চাকরিকালসহ সর্বোচ্চ ১২ বছর;
খ) সরকারি কলেজে শিক্ষকতার ৬০% তবে সর্বোচ্চ ১০ বছর গ) অন্যান্য সকল স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান যেখানে স্নাতক (সম্মান)/স্নাতকোত্তর পর্যায়ে পাঠদান করা হয় সেখানে শিক্ষকতার/স্বীকৃত উচ্চতর গবেষণা প্রতিষ্ঠানে গবেষণার অভিজ্ঞতার ৫০% তবে সবেচ্চি ১০ বছর। - উল্লেখ্য, গত ০৩/১২/২০১৫ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৭০-তম সভার পূর্বে যে সকল শিক্ষক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চাকরিতে যোগদান করেকর্মরত আছেন তাদের ক্ষেত্রে ২ নং শর্ত প্রযোজ্য হবে না।
- চাকুরীরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে।
- অসম্পূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।
- কর্তৃপক্ষ কোন কারণ প্রদর্শন ব্যাতিরেকে যে কোন আবেদনপত্র গ্রহণ বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন এবং নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের কারণে কর্তৃপক্ষনিয়োগ প্রদান করতে কিংবা ইন্টারভিউ কার্ড ইস্যু করতে বাধ্য থাকবে না। আবেদনপত্রের সাথে দাখিলকৃত কোন কাগজপত্র ফেরত প্রদান করা হবে না।
- নিয়োগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের বিধি-বিধান প্রতিপালিত হবে ।
- লিখিত পরীক্ষায়/সাক্ষাৎকার-এ অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।
- অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদের জন্য ৯০০.০০ নেয়শত) টাকা এবং সহকারী অধ্যাপক ও প্রভাষক পদের জন্য ৬০০.০০ (ছয়শত) টাকা Surecash এর মাধ্যমে Payment করতে হবে।
Jagannath University Job Circular 2023
জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজধানী ঢাকার সদরঘাটে অবস্থিত একটি স্বায়ত্তশাসিত সরকারি বিশ্ববিদ্যালয়। ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজের দক্ষিণ পশ্চিমে অবস্থিত। জগন্নাথ কলেজ কে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু। অধ্যাপক ড: এ. কে. এম. সিরাজুল ইসলাম খান এই বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে ১৮৫৮ সালে এবং ২০০৫ সালে বাংলাদেশের জাতীয় সংসদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫ পাশ করার মাধ্যমে এই প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপ নেয়।
সরকারি বেসরকারি যেকোনো ধরনের চাকরির খবর পেতে ক্লিক করুন এখানেঃ চাকরির খবর
পড়াশোনার ব্যাপারে বিভিন্ন পরামর্শ পেতে ক্লিক করুন এখানেঃ স্টাডি পয়েন্ট
জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চাকরি বিজ্ঞপ্তি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় জব সার্কুলার, www.jnu.ac.bd job circular ,jagannath university job circular , ,dhaka university job circular ,jahangirnagar university job circular ,jnu job circular ,jagannath university teacher recruitment circular, all jobs circular bd,best job circular website in bangladesh,all job circular website in bangladesh, birbangla.com,
job opportunities in Bangladesh,top jobs in Bangladesh,news paper jobs, bangladesh job news, job news Bangladesh, chakrir khobor ,saptahik chakrir khobor,ajker chakrir khobor,chakrir potrika,ajker chakrir potrika, weekly job newspaper in bangladdesh,recent job circular,bd job news com, job news bd, bd job news today, recent job circular in Bangladesh, bd job ,all jobs circular bd,best job circular website in bangladesh,all job circular website in bangladesh,