জাগরণী চক্র ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি – Jagorani Chakra Foundation (JCF) Job Circular 2022

জাগরণী চক্র ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২- Jagorani Chakra Foundation (JCF) Job Circular 2022 ।জাগরনী চক্র ফাউন্ডেশন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের একটি জাতীয় সামাজিক কল্যাণ প্রতিষ্ঠান হিসেবে ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয়। বছরের পর বছর ধরে, জাগরনী চক্র ফাউন্ডেশন তাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের উপর মনোযোগ নিবদ্ধ করে, কমিউনিটি অনগ্রসর ও অসহায় মানুষের চাহিদা মোকাবেলার করতে প্রতিশ্রুতিবদ্ধ হয় যে একটি প্রতিষ্ঠান হিসেবে খ্যাতি প্রতিষ্ঠিত করেছে।

জাগরণী চক্র ফাউন্ডেশন চাকরি বিজ্ঞপ্তির যাবতীয় তথ্য

প্রতিষ্ঠানের নামঃ জাগরণী চক্র ফাউন্ডেশন
চাকরির ক্যাটাগরিঃ   বেসরকারি  চাকরি
পদের সংখ্যা ০৩
বয়স  সর্বোচ্চ ৩২ বছর
আবেদন শুরু
আবেদন শেষ   ০৫ জুলাই
 অফিসিয়াল ওয়েবসাইটঃ http://jcf.org.bd/

সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর সবার আগে পাবেন এই ওয়েবসাইটে birbangla.com । তাই যেকোনো ধরনের চাকরির খবর পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে ।জাগরনী চক্র ফাউন্ডেশন জব সার্কুলার   সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে নিচের ছবিটি লক্ষ্য করুন -বিস্তারিত তথ্য দেখুন নিচের ছবিতে।

জাগরনী চক্র ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

পদের নামঃ  উপ-পরিচালক

চাকরির ধরন: ফুল টাইম

কর্মক্ষেত্রঃ অফিসে

শিক্ষাগত যোগ্যতাঃ ন্যুনতম স্নাতক পাশ।

চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ

  • * বয়স সর্বোচ্চ ৩৫ বছর
  •  শিক্ষকতা পেশায় অভিজ্ঞ এবং প্রাথমিক শিক্ষা কার্যক্রমের প্রি-প্রাইমারী, অ্যাডভোকেসি মবিলাইজেশন ও বিভিন্ন প্রশিক্ষণ পরিচালনায় অভিজ্ঞদের অগ্রাধিকার।
  • * চর এলাকায় শিক্ষকতা করার মানসিকতা থাকতে হবে। মোটরসাইকেল চালনায় সক্ষম হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

কর্মস্থলঃ রংপুর

বেতনঃ  মাসিক বেতন সর্বসাকুল্যে 16,500 টাকা এছাড়া প্রকল্পের বাজেট বরাদ্দ অনুযায়ী অন্যান্য সুবিধাদি।

 জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন (জেসিএফ)  Save the childrenএর সহায়তায়  প্রকল্প বাস্তবায়ন করছে। উক্ত প্রকল্পের আওতায় নিন্নলিখিত পদে নিয়োগের জন্য উপযুক্ত প্রার্থীর নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

 

পদের নামঃ  প্রোগ্রাম অর্গানাইজার

চাকরির দায়িত্বসমূহ
* প্রকল্পের শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের জন্য কম্যুনিটিভিত্তিক উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নির্বাচন, কেন্দ্র নির্বাচন ও স্থাপন এবং শিক্ষা ও শিক্ষাদান বিষয়ক কার্যক্রমে সহায়তা করা

* স্কুল ম্যানেজমেন্ট কমিটি ও শিক্ষক-অভিভাবক কমিটির দক্ষতা উন্নয়নে সহায়তা করা;

* প্রকল্পের বিভিন্ন প্রশিক্ষণ ও প্রশিক্ষণ জাতীয় কার্যাবলী গ্রহণ ও গ্রহণে সহায়তা প্রদান এবং প্রশিক্ষণ প্রদানে যোগ্যতা প্রদর্শন করা;

* প্রকল্পের উপকারভোগীসহ বিভিন্ন পক্ষকে সহযোগিতা প্রদান ও টিম ওয়ার্কে সক্রিয় ভূমিকা রাখা

* প্রকল্পের প্রয়োজনানুষায়ী নিজস্ব পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়ন এবং সফলতা অর্জনে সদা সচেষ্ট থাকা এবং তদানুযারী নিয়মিত প্রতিবেদন দাখিল করা;

* প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন সহায়ক শক্তিকে কাজে লাগাতে সর্বদা সচেষ্ট থাকা;

* প্রকল্পের উদ্দেশ্য, লক্ষ্য ও সংস্থার প্রয়োজনে যে কোন দায়িত্ব গ্রহণে ইতিবাচক মনোভাব প্রদর্শন ও পদক্ষেপে সাড়া প্রদান করা।

চাকরির ধরনঃ ফুঁল টাইম

কর্মক্ষেত্রঃ অফিসে

শিক্ষাগত যোগ্যতাঃন্যুনতম স্নাতক পাশ

আভিজ্ঞতাঃ সর্বনিম্ন ২ বছর

চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ
* বয়স সর্বোচ্চ ৪০ বছর
* এনজিও এর শিক্ষা প্রকল্পে ন্মনতম ২ বছর কাজের অভজ্ঞিতা থাকতে হবে।

 

 

Application Deadline :  

If CV send through E-mail please give CV in PDF Format
নির্বাহী পরিচালক, জাগরণী চক্র ফাউন্ডেশন বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে মোবাইল নম্বর এবং খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে।
ইতোপূর্বে সংস্থা হতে অব্যাহতি প্রাপ্ত হয়েছেন, নারী ও শিশু নির্যাতন, যৌন শোষন এবং যৌন হয়রানী ও যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই। যে কোন ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে। নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে।
বাছাইপূর্বক সংক্ষিপ্ত তালিকাভূক্ত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য ডাকা হবে। নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লেখিত তথ্যাবলীর সত্যতা যাচাই সংস্থার নিজস্ব প্রক্রিয়ায় করা হবে। প্রাক্ নিয়োগ স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ত হতে হবে।
বিশেষ দ্রষ্টব্য: নিয়োগ জালিয়াতির ঝুঁকি হতে সাবধান। সাম্প্রতিক জাগরণী চক্র ফাউন্ডেশন (জেসিএফ) এ চাকরি দেয়ার কথা বলে একটি অসাধু চক্র অর্থ গ্রহণ করছে। সুতরাং আর্থিক লেনদেন হতে বিরত থাকুন।

 

 

 

আবেদন করার প্রক্রিয়াঃনির্বাহী পরিচালক, জাগরণী চক্র ফাউন্ডেশন বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে মোবাইল নম্বর এবং খামের উপরে/ ই-মেইলের ক্ষেত্রে Subject লাইনে পদের নাম উল্লেখ করতে হবে।

ইতোপূর্বে সংস্থা হতে অব্যাহতি প্রাপ্ত হয়েছেন, নারী ও শিশু নির্যাতন এবং যৌন হয়রানীর অভিযোগে অভিযুক্ত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই। যে কোন ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে। নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে।

বাছাইপূর্বক সংক্ষিপ্ত তালিকাভূক্ত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য ডাকা হবে। নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লেখিত তথ্যাবলীর সত্যতা যাচাই সংস্থার নিজস্ব প্রক্রিয়ায় করা হবে। প্রাক্ নিয়োগ স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ত হতে হবে।

জাগরনী চক্র ফাউন্ডেশন জব সার্কুলার ২০২২

চাকরির দায়িত্বসমূহ

  • বিভিন্ন পরিকল্পনা প্রনয়ণ ও বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিত প্রদান করা;
  • নিয়োগ সংক্রান্ত বিভিন্ন কার্যাবলী সম্পাদনে ও বিভাগীয় বিভিন্ন নথি সংরক্ষণে সহায়তা করা;
  • কর্মী সংক্রান্ত বিভিন্ত তথ্যাদি সফটওয়ারে পোস্টিং দেয়া;
  • বিভাগীয় বিভিন্ন চিঠি পত্র তৈরীতে সহায়তা করা;
  • বিভিন্ন চিঠিপত্র এবং ফাইল যথাযথভাবে সংরক্ষণ করা;
  • নির্দেশনা অনুযায়ী বিভিন্ন আলোচনা সভা, সেমিনার ও কার্মশালায় অংশগ্রহণ করা;

কোম্পানীর সুযোগ সুবিধাদি

  • সুযোগ সুবিধাসমূহ: বেতন ভাতা ছাড়াও সংস্থার নিয়মানুযায়ী বাৎসরিক ইনক্রিমেন্ট, উৎসবভাতা, সিপিএফ, গ্রাচুইটি, বৈশাখী ভাতা, ইনসেনটিভ বোনাস, লাঞ্চ ভাতা ইত্যাদিসহ অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। এছাড়াও নির্ধারিত মেয়াদান্তে যোগ্যতা, দক্ষতা ও কর্ম মূল্যায়নেরভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতির সুযোগ রয়েছে।

২।পদের নামঃশাখা হিসাব রক্ষক/সহকারী ম্যানেজার

পদের সংখ্যাঃ ৮০ জন

বেতনঃ ২৪,৪৪৭/- টাকা

শিক্ষাগত যোগ্যতাঃহিসাববিজ্ঞান/ব্যবস্থাপনায় স্নাতোকোত্তর ।ঋণ কার্যক্রমের হিসাবরক্ষকের কাজে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

৩।পদের নামঃ শাখা হিসাব রক্ষক/সিনিয়র অফিসার 
পদের সংখ্যাঃ ৭০ জন
মাসিক বেতনঃ  ২২,৩০২/- টাকা
শিক্ষাগত যোগ্যতাঃ হিসাববিজ্ঞান/ব্যবস্থাপনায় স্নাতকোত্তর। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার।

৪।পদের নামঃ অফিসার 
পদের সংখ্যাঃ ৩০০ জন
বেতনঃ  ১৬,০০০/- টাকা,
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/সমমান।মাঠ পর্যায়ে বাইসাইকেল/মটরসাইকেল চালিয়ে ঋণ কার্যক্রম পরিচালনা করার মানসিকতা থাকতে হবে।

৫।পদের নামঃ পিয়ন কাম গার্ড 
পদের সংখ্যাঃ ১০০ জন
বেতনঃ  ৯,০০০/- টাকা

শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম এসএসসি/ সমমান পাশ। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার।

জাগরণী চক্র ফাউন্ডেশন জব সার্কুলার 2022

জব সার্কুলারের অন্যান্য তথ্য

প্রতিষ্ঠানের নামঃ জাগরনী চক্র
চাকরির ধরণঃ স্থায়ী পূর্ণকালীন চাকরি
চাকরির ক্যাটাগরিঃ বেসরকারি চাকরি
আবেদনকারীর লিঙ্গঃ  পুমহিলা উভয়ই আবেদন করতে পারবেন।
আবেদনের বয়স সীমাঃ বিস্তারিত বিজ্ঞপ্তি থেকে দেখে নিন
অন্যান্য সুযোগ সুবিধাঃ প্রতিষ্ঠানের বিধি মোতাবেক
প্রতিষ্ঠানের ধরণঃ বেসরকারি প্রতিষ্ঠান
অফিসিয়াল ওয়েবসাইটঃ www.jcf.org.bd

 

আবেদনের নিয়ম

আবেদনের নিয়ম ও বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে প্রতিষ্ঠানটির ওয়েবসাইট www.jcf.org.bd  দেখুন।

ই- মেইলে আবেদন পাঠানোর ঠিকানা: job.jcf@gmail.com।আবেদন করার প্রক্রিয়াঃআবেদন পাঠানোর ঠিকানা: জাগরণী চক্র ফাউন্ডেশন, 46 মুজিব সড়ক, যশোর-7400নির্বাহী পরিচালক, জাগরণী চক্র ফাউন্ডেশন বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, দুইকপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি, মূল নাগরিকত্ব সনদপত্র, সকল সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র এবং অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে) এর সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে মোবাইল নম্বর এবং খামের উপরে/ই- মেইলের ক্ষেত্রে সাবজেক্ট লাইনে পদের নাম উল্লেখ করতে হবে।

Jagorani Chakra Foundation (JCF) Job Circular 2022

জাগরনী চক্র ফাউন্ডেশন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের একটি জাতীয় সামাজিক কল্যাণ প্রতিষ্ঠান হিসেবে ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয়. বছরের পর বছর ধরে, জাগরনী চক্র ফাউন্ডেশন তাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের উপর মনোযোগ নিবদ্ধ করে, কমিউনিটি অনগ্রসর ও অসহায় মানুষের চাহিদা মোকাবেলার করতে প্রতিশ্রুতিবদ্ধ হয় যে একটি প্রতিষ্ঠান হিসেবে খ্যাতি প্রতিষ্ঠিত করেছে.

JCF Job Circular 2022

লক্ষ্যঃ জাগরনী চক্র ফাউন্ডেশন সামাজিকভাবে কেবল একটি দৃষ্টি আছে; দারিদ্র্য পরাজিত করে এবং মানুষ হয়েছে যেখানে অর্থনৈতিকভাবে টেকসই এবং পরিবেশগতভাবে সুষম সম্প্রদায়, মর্যাদা ও নিরাপত্তা বাস. ##-মিশন -জাগরনী চক্র ফাউন্ডেশন তাদের আস্থা লালনপালন চাহিদা এবং অতি দরিদ্র, দরিদ্র ও অনগ্রসর সম্প্রদায়ের উপর ভিত্তি করে সম্ভাব্য স্থানীয়, আঞ্চলিক ও জাতীয় প্রোগ্রাম কাজ চালিয়ে এবং সম্পদ ভাগ করার ক্ষমতা তৈরী করে এবং বিকাশ, নিয়ন্ত্রণ এবং খুঁজে তাদের চেষ্টা বজায় রাখা হবে বৃহত্তর সমৃদ্ধি এবং তাদের জীবনের উপাদান অবস্থার উন্নতি.

দেশের ও বিদেশের দর্শনীয় স্থান সম্পর্কে জানতে ক্লিক করুন এখানেঃ ভ্রমণ ও দর্শনীয় স্থান

স্বাস্থ্য সম্পর্কে যেকোন পরামর্শ পেতে ক্লিক করুন এখানেঃ স্বাস্থ্য  কর্নার

সরকারি বেসরকারি যেকোনো ধরনের চাকরির খবর পেতে ক্লিক করুন এখানেঃ চাকরির খবর

পড়াশোনার ব্যাপারে বিভিন্ন পরামর্শ পেতে ক্লিক করুন এখানেঃ স্টাডি পয়েন্ট


চাকরির খবর ২০২২, সরকারি,সরকারী চাকরির খবর,চাকরির খবর প্রথম আলো,চাকরির বাজার,আজকের চাকরির খবর,চাকরির ডাক, আজকের চাকরির পত্রিকা,চাকরির পত্রিকা আজকের, নিয়োগ বিজ্ঞপ্তি,নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২,নিয়োগ বিজ্ঞপ্তি 2021,daily education, চাকরির খবর পত্রিকা,চাকরির খবর ২০২২ সরকারি, চাকরির খবর ২০২২,চাকরির খবর apk,চাকরির খবর bd jobs,চাকরির খবর.com,daily চাকরির খবর,e চাকরির খবর,চাকরির খবর govt, ,চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২,চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি,চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি 2022,চাকরী নিয়োগ বিজ্ঞপ্তি,চাকরীর নিয়োগ বিজ্ঞপ্তি,new চাকরির খবর,চাকরির খবর paper,চাকরির খবর পত্রিকা, চাকরির ডাক পত্রিকা, চাকরির বাজার পত্রিকা,সাপ্তাহিক চাকরির পত্রিকা,birbangla.com,

জাগরণী চক্র ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, সকল এনজিও চাকরির খবর ২০২২, বাংলাদেশের চাকরির খবর, জব সার্কুলার বাংলাদেশ, আজকের চাকরি, অগ্রণী ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, সকল চাকরির খবর, টুডে জব সার্কুলার, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, জাগরণী চক্র নিয়োগ বিজ্ঞপ্তি, জাগরণী চক্র চাকরির খবর ২০২২, সকল ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, বেসরকারি চাকরি, সকল কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি, বিভিন্ন ফাউন্ডেশন জব সার্কুলার, সাপ্তাহিক চাকরির পত্রিকা, jagoroni job circular 2022, jagorani chakra foundation (JCF) job circular 2022, all ngo job circular 2021, jagoroni foundation job circular 2022, jagoroni foundation job circula

জাগরণী চক্র ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি,জাগরণী চক্র ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২,জাগরণী চক্র ফাউন্ডেশন এর নিয়োগ বিজ্ঞপ্তি,জাগরণী চক্র ফাউন্ডেশন এর নিয়োগ বিজ্ঞপ্তি2022,birbangla.com,জাগরণী চক্র ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২,জাগরণী চক্র ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি 2022,জাগরণী চক্র ফাউন্ডেশন নিয়োগ 2022,জাগরণী চক্র ফাউন্ডেশন নতুন নিয়োগ 2022,জাগরণী চক্র ফাউন্ডেশন জব সার্কুলার,জাগরণী চক্র ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি 2022,জাগরণী চক্র ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২,জাগরণী চক্র ফাউন্ডেশন নিয়োগ মার্চ ২০২২,jagorani chakra foundation job circular march 2022,jagorani chakra foundation loan,www.jcf.org.bd job,jagorani chakra job circular 2022,www.jcf.org.bd application form, jcf job circular 2022,

One thought on “জাগরণী চক্র ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি – Jagorani Chakra Foundation (JCF) Job Circular 2022

Leave a Reply

Your email address will not be published.