টিএমএসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি-TMSS NGO Job Circular 2023 প্রকাশিত হয়েছে।টিএমএসএস সুবিধাবঞ্চিত, বৈষম্যহীন, অবহেলিত, শোষিত ও নিপীড়িত মানুষের কল্যাণের জন্য অস্তিত্ব নিয়ে আসে। মৌলিক মানব প্রয়োজনগুলির মধ্যে চিকিৎসা সুবিধা সর্বাধিক গুরুত্বপূর্ণ।সম্প্রতি প্রকাশিত টিএমএসএস এনজিও জব সার্কুলার এর যাবতীয় তথ্য নিচে তুলে ধরা হল। আগ্রহী ও যোগ্য ব্যক্তিদের আবেদন করার আহব্বান করা হচ্ছে।
টিএমএসএস এনজিও জব সার্কুলারের যাবতীয় তথ্য
|
|
প্রতিষ্ঠানের নামঃ | টিএমএসএসএনজিও |
চাকরির ক্যাটাগরিঃ | বেসরকারি চাকরি |
চলমান বিজ্ঞপ্তি | ০১ |
পদের সংখ্যা | ০৬ জন |
বয়স | সর্বোচ্চ ৪০ বছর |
শিক্ষাগত যোগ্যতা | স্নাতক/স্নাতোকোত্তর/উচ্চ মাধ্যমিক/মাধ্যমিক |
আবেদনের মাধ্যম | অনলাইন |
আবেদন ফি | free |
আবেদন শুরু | |
আবেদন শেষ | ০৫ জানুয়ারি ২০২৩ |
অফিসিয়াল ওয়েবসাইটঃ | tmss.bd.ord |
সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর সবার আগে পাবেন এই ওয়েবসাইটে newjobscircular.com । তাই যেকোনো ধরনের চাকরির খবর পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে ।টিএমএসএস জব সার্কুলার সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে নিচের ছবিটি লক্ষ্য করুন -বিস্তারিত তথ্য দেখুন নিচের ছবিতে।
TMSS NGO Job Circular 2023
টিএমএসএস জাতীয় পর্যায়ের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা ।অত্র সংস্থা কর্তৃক পরিচালিত টিএমএসএস খ্যাভ হেল্থ সেন্টারের নিযন্ত্রনাধীন টিএমএসএস নার্সিং কলেজ (TMC) বগুড়া ও টিএমএসএস মেডিকেল কলেজ (TMC) বগুড়ায়-এর নিম্ন পদে জনবল নিয়োগের উদ্দেশ্যে উপযুক্ত প্রাধী্দের নিকট থেকে শর্তপূরণ সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

টিএমএসএস জব সার্কুলার ২০২৩
ওয়েবসাইটঃ tmss.bd.ord
আবেদনের নিয়মঃ
১। আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা ০৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি ই-মেইল এড্রেস, মোবাইল নম্মরসহ
জীবনবৃতান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদপত্র, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল এর রেজিস্ট্রেশন
সার্টিফিকেট এবং জাতীয় পারিচয় পত্রের সত্যায়িত অনুলিপিসহ আবেদন পত্র আগামী ২৩/০৮/২০২১
অফিস চলাকালীন সময়ের মধ্যে সরাসরি/ডাক /কুরিয়ার যোগে পরিচালক (এইচআর-এম এন্ড এডমিন ), টিএমএসএএস,
ফাউন্ডেশন অফিস, ঠেঙ্গামারা, রংপুর রোড, বশুড়া-৮০০ বরাবরে পৌছাতে হবে, অথবা আবেদন পত্রসহ জীবনবৃজান্ভ ও
চাহিদাকৃত নথিপত্রাদির স্ক্যান কপি পদত্ত ই-মেইল,jobstmss@gmail.com -এ প্রেরণ করতে হবে
২। নির্বাচনী পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে SMS/ই:মেইল/মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে ।
৩। আগ্রহী প্রার্থীগণ খামের উপর/ই-মেইলের মাধ্যমে প্রেরিত আবেদনে Subject এ পদের নাম স্পষ্ট করে উল্লেখ করতে হবে ।
৪ । নিবাচনী পরীক্ষায় অংশগহণের সময় শিক্ষাগত যোগ্যতা , অভিজ্ঞতা ও বিএমএন্ডডিসি মুল সনদপত্র সঙ্গে আনতে হবে ।
৫। নির্বাচনী পরীক্ষায় অংশখহণের জন্য কোন একার টিএ/ডিএ প্রদান করা হবে না।
টিএমএসএস ফিল্ড সুপারভাইজার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
ওয়েবসাইট: tmss.bd.ord
আবেদন করতে ভিজিট করুনঃ tmssmedicalcollege.com
আবেদনের নিয়মাবলী
১। আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, ই-মেইল আইডি, মোবাইল নম্বরসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপিসহ আবেদন পরিচালক (এইচআর-এম এ্যান্ড এ্যাডমিন) বরাবর করতে হবে এবং আবেদনপত্র আগামী ২৬/০৭/২০২২ ইং তারিখের মধ্যে টিএমএসএস ফাউন্ডেশন অফিস, ঠেঙ্গামারা, রংপুর রোড, বগুড়া-৫৮০০ ঠিকানায় পৌছাতে হবে । অথবা আবেদন পত্রসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ও চাহিদাকৃত নথিপত্রাদির স্ক্যান কপি প্রদত্ত ই-মেইল jobstmss@gmail.com/admin@tmss-ict.com-এ প্রেরণ করতে হবে।
২। নির্বাচিত প্রার্থীদেরকে যোগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত (লভ্যাংশসহ ফেরতেযোগ্য) প্রদান করতে হবে।
৩। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে।
৪। ইতিপূর্বে যারা টিএমএসএস-এর চাকরি হতে অব্যাহতি দিয়েছেন আবেদন করার ক্ষেত্রে তাদেরকে টিএমএসএস-এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে। তবে টিএমএসএস কর্তৃক চাকুরিচ্যুত কর্মীর আবেদন করার আবশ্যকতা নাই।
৫। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ দেওয়া হবে।
৬। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
৭। কর্তৃপক্ষ কোন কারণ বা ব্যাখ্যা ছাড়ায় আবেদনপত্র বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
টিএমএসএস শাখা
আরো কিছু এনজিও নিয়োগঃ
- পদক্ষেপ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
- ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি
- পপি এনজিও নিয়োগ
- আশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি
- এসকেএস ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
- কারিতাস বাংলাদেশ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি
- মানবিক সাহায্য সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি 2022
- হীড বাংলাদেশ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
- দিশা এনজিও নিয়োগ
- সেবা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি
- উদ্দীপন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
- সিসিডিবি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
শর্তাবলী:
১। আগ্রহী প্রার্থীগণকে ০১ ও ০২নং পদের জন্য TMSS এর ওয়েব সাইট tmss-bd.org-এর Career অপশন হতে “Job Application Form” ডাউনলােড পূর্বক যথাযথভাবে পূরণ করে আবেদন করতে হবে। এছাড়াও ০৩, ০৪, ০৫, ০৬ ও ০৭নং পদের জন্য সদ্য তােলা ০৩ (তিন) কপি রঙিন পাসপাের্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যােগ্যতা, অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত অনুলিপি, মােবাইল নম্বর ও ই-মেইল এ্যাড্রেস সম্বলিত পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ আবেদন পরিচালক (এইচআর-এম এ্যান্ড এ্যাডমিন) বরাবর করতে হবে।
TMSS NGO Job Circular
২। বাংলাদেশের যে কোন জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন। খামের উপর আবেদনকৃত পদের নাম উল্লেখ পূর্বক ০১, ০২, ০৩, ০৪ ও ০৭নং পদের প্রার্থীগণকে টিএমএসএস ফাউন্ডেশন অফিস, ঠেঙ্গামারা, রংপুর রােড, বগুড়া-৫৮০০ ঠিকানায় এবং ০৫ ও ০৬নং পদের প্রার্থীগণকে নিম্নবর্ণিত যে কোন ঠিকানায় আগামী ৩১/০৩/২০২১ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদন পত্র পৌছাতে হবে।
টিএমএসএস এনজিও জব সার্কুলার
যে সকল প্রার্থীগণ বৃগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ ও পাবনা জেলায় কাজ করতে ইচ্ছুক তাদেরকে টিএমএসএস ফাউন্ডেশন অফিস, ঠেঙ্গামারা, রংপুর রাড,
আবেদন করার পূর্বে ভালভাবে পড়ুন
১। পরীক্ষায় নির্বাচীত প্রার্থীকে জুন’২০২১ইং মাসের মধ্যে যোগদান করতে হবে।
২। উপযুক্ত প্রার্থীগণ পূর্ণাঙ্গ CV নিয়ে পরীক্ষার দিন স্বশরীরে উপস্থিত হয়েও নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
৩। নির্বাচিত প্রার্থীদেরকে যোগদানের সময় সংস্থা নিয়মানুযায়ী ০১ মাসের বেতনের সমপরিমাণ জামানত (লভ্যাংশসহ ফেরতেযোগ্য) প্রদান করতে হবে।
৪। ইতিপূর্বে যারা টিএমএসএস-এর চাকুরি হতে অব্যাহতি দিয়েছেন আবেদন করার ক্ষেত্রে তাদেরকে টিএমএসএস-এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে। তবে টিএমএসএস কর্তৃক চাকুরিচ্যুত কর্মীর আবেদন করার আবশ্যকতা নাই।
৫। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সময় সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র সঙ্গে আনতে হবে।
৬। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
৭। কর্তৃপক্ষ কোন কারণ বা ব্যাখ্যা ব্যতিরেকে আবেদন বাতিল করার অধিকার সংরক্ষণ করে
টিএমএসএস কি ধরনের প্রতিষ্ঠান
দেশের তৃণমূল পর্যায়ের ব্যাপক বিকাশের জন্য তিন দশকের হাজার হাজার নামকরা এনজিওর ধারাবাহিক প্রচেষ্টা সত্ত্বেও, এনজিওর প্রাপ্তি অর্থনীতিবিদদের অনেকের কাছেই সাফল্য এবং তুচ্ছ হিসাবে দেখা গিয়েছিল কারণ পশ্চাদপদ এবং সামনের যোগসূত্র এবং সুযোগের অভাব ছিল। টিএমএসএস একটি অলাভজনক সংস্থা এবং এই সংস্থার দর্শন জনহিতকর।
টিএমএসএসের লক্ষ্য অর্জনে এবং মূল দর্শনের অর্জনে সমস্যাগুলি সমাধান করার জন্য, টিএমএসএস তিনটি মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট, একটি নার্সিং কলেজ, তিনটি মেডিকেল সহকারী প্রশিক্ষণ প্রতিষ্ঠা ও পরিচালনার মাধ্যমে স্বাস্থ্য খাতে তার প্রচেষ্টাতে অবদান রাখার জন্য যে মহৎ প্রতিশ্রুতি দিয়েছে স্কুল, দুটি কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউট, একটি আয়ুর্বেদিক ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং টিএমএসএস মেডিকেল কলেজ যা সরকার অনুমোদিত। এজন্য আমরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সর্বশক্তিমান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
টি এম এস এস নিয়োগ,টি এম এস এস নিয়োগ বিজ্ঞপ্তি,টি এম এস এস চাকরি,টি এম এস এস জব,টি এম এস এস চাকরির খবর,টি এম এস এস চাকরি,টি এম এস এস নতুন নিয়োগ ,টি এম এস এস নিয়োগ ,টি এম এস এস নিয়োগ বিজ্ঞপ্তি ,tmss job circular ,tmss-bd.org job circular, tmss job circular.com, ngo tmss job circular, tmss circular, tmss recent job circular,
ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২,সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি,টি এম এস এস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২,আশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২,আজকের নিয়োগ বিজ্ঞপ্তি,পদক্ষেপ এনজিও নিয়োগ ২০২২,নিয়োগ বিজ্ঞপ্তি বগুড়া ২০২২
Please I need a job…
Please help me find this job.
phone no:01794881411