টেলিফোন শিল্প সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) হল বাংলাদেশের সরকারি মালিকানাধীন টেলিকম কোম্পানি। এ কোম্পানি বাংলাদেশে টেলিফোন, মোবাইল, ল্যাপটপ তৈরি ও সংযোজন করে।ডাক ও টেলিযোগাযোগ বিভাগ-এর আওতাধীন টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড (টেশিস) এর শূন্য পদে নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে আহব্বান করা হচ্ছে।
১।পদের নামঃ কোম্পানি সচিব
পদের সংখ্যাঃ ০১ জন
শিক্ষাগত যোগ্যতাঃ স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর/এমবিএ ও ১০ বছরের কর্ম অভিজ্ঞতা
বেতন স্কেলঃ ৫৫৯০০-৮৬০৫১ টাকা
২।পদের নামঃ উপ মহাব্যবস্থাপক (কারিগরি)
পদের সংখ্যাঃ ০৩ জন
শিক্ষাগত যোগ্যতাঃ স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়/কলেজ হতে স্নাতক (বাণিজ্য)/স্নাতকোত্তর (বাণিজ্য) ডিগ্রি
বেতন স্কেলঃ ৫৫৯০০-৮৬০৫১ টাকা
৩।পদের নামঃ উপ মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব)
পদের সংখ্যাঃ ০১ জন
শিক্ষাগত যোগ্যতাঃ স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়/কলেজ হতে কম্পিউটার সায়েন্স প্রকৌশলে স্নাতক
বেতন স্কেলঃ ৫৫৯০০-৮৬০৫১ টাকা
৪।পদের নামঃ প্রোগ্রামার
পদের সংখ্যাঃ ০১ জন
শিক্ষাগত যোগ্যতাঃ স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়/কলেজ হতে কম্পিউটার সায়েন্স প্রকৌশলে স্নাতক ও সফটওয়্যার ও এপস এ ৪ বছরের অভিজ্ঞতা
বেতন স্কেলঃ ৪৬১৫০-৭৬৮৩৬ টাকা
৫।পদের নামঃ সহকারি প্রোগ্রামার
পদের সংখ্যাঃ ০১ জন
শিক্ষাগত যোগ্যতাঃ স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়/কলেজ হতে কম্পিউটার সায়েন্স প্রকৌশলে স্নাতক ও সফটওয়্যার এ অভিজ্ঞতা আবশ্যক
বেতন স্কেলঃ ২৮৬০০-৬৫৫৪৪ টাকা
৬।পদের নামঃসহকারি ব্যবস্থাপক (কারিগরি)
পদের সংখ্যাঃ ১১ জন
শিক্ষাগত যোগ্যতাঃ স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়/কলেজ হতে তড়িৎ ও ইলেকট্রনিক্স, যান্ত্রিক/কম্পিউটার সায়েন্স, ইসিই, ইটিই বিষয়ে স্নাতক
বেতন স্কেলঃ ২৮৬০০-৬৫৫৪৪ টাকা
৭।পদের নামঃ সহকারি ব্যবস্থাপক (সাধারণ)
পদের সংখ্যাঃ ১১ জন
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোন বিষয়ে স্নাতক/এমবিএ
বেতন স্কেলঃ ২৮৬০০-৬৫৫৪৪ টাকা
৮।পদের নামঃ কনিষ্ঠ সহকারি ব্যবস্থাপক
পদের সংখ্যাঃ ১৮+১+২+১ জন
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/বিবিএ/ডিপ্লোমা
বেতন স্কেলঃ ২০৮০০-৪৭৬৬৩ টাকা
৯।পদের নামঃ কনিষ্ঠ হিসাব রক্ষক ও ষ্টোর কিপার
পদের সংখ্যাঃ ০২ জন
শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি (বাণিজ্য বিভাগ) ও দুই বছরের অভিজ্ঞতা
বেতন স্কেলঃ ১৪৬৯০-৩৩৬৫৯ টাকা
১০।পদের নামঃকম্পিউটার অপারেটর
পদের সংখ্যাঃ ০১ জন
শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি (বিজ্ঞান বিভাগ) ও কম্পিউটার বিষয়ে ০১ বছরের অভিজ্ঞতা
বেতন স্কেলঃ ১৩২৬০-৩০৩৮০ টাকা
১১।পদের নামঃ অফিস সহকারি ও বিক্রয় সহকারি
পদের সংখ্যাঃ ২+৫ জন
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোন বিভাগে এইচএসসি পাশ ও ০১ বছরের বাস্তব অভিজ্ঞতা
বেতন স্কেলঃ ১৩২৬০-৩০৩৮০ টাকা
১২।পদের নামঃ টেকনিশিয়ান
পদের সংখ্যাঃ ০৫ জন
শিক্ষাগত যোগ্যতাঃ বিজ্ঞান বিভাগে এইচএসসি পাশ
বেতন স্কেলঃ ১২০৯০-২৭৬৯৭ টাকা
সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর সবার আগে পাবেন এই ওয়েবসাইটে birbangla.com । তাই যেকোনো ধরনের চাকরির খবর পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে ।টেশিস জব সার্কুলার ২০২৩ সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে নিচের ছবিটি লক্ষ্য করুন -বিস্তারিত তথ্য দেখুন নিচের ছবিতে।
টেলিফোন শিল্প সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
Source: Observerbd, 10 August 2023
Application Deadline: 09 September 2023
To Apply: tss.teletalk.com.bd
Telephone Shilpa sangstha job circular
টেলিফোন শিল্প সংস্থা জব সার্কুলারের অন্যান্য তথ্য
|
|
প্রতিষ্ঠানের নামঃ | টেলিফোন শিল্প সংস্থা |
চাকরির ধরণঃ | স্থায়ী – পূর্ণকালীন চাকরি |
চাকরির ক্যাটাগরিঃ | সরকারি চাকরি |
আবেদনকারীর লিঙ্গঃ | পুমহিলা উভয়ই আবেদন করতে পারবেন। |
আবেদনের বয়স সীমাঃ | বিস্তারিত বিজ্ঞপ্তি থেকে দেখে নিন |
অন্যান্য সুযোগ সুবিধাঃ | প্রতিষ্ঠানের বিধি মোতাবেক |
প্রতিষ্ঠানের ধরণঃ | সরকারি প্রতিষ্ঠান |
অফিসিয়াল ওয়েবসাইটঃ | tss.teletalk.com.bd |
টেশিস জব সার্কুলার ২০২৩
১।বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি বা সমমান পরীক্ষার সনদ বিবেচ্য হবে এবং এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। প্রার্থী এসএসসি উত্তীর্ণ না হলে জন্ম নিবন্ধন সনদ বয়সের প্রমাণক হিসাবে গ্রহণ করা হবে। সকল ক্ষেত্রে ১০/০৮/২০২৩ তারিখের বয়স বিবেচনা করা হবে।
২।টেশিসের নিয়মিত এবং চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মচারী বিভাগীয় প্রার্থী মর্মে বিবেচিত হবেন। ০১ – ০৪ নং ক্রমিকের বিভাগীয় ও অভিজ্ঞ প্রার্থী এবং ০৫ -১৭ নং ক্রমিকের বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স ৫ বছর শিথিলযোগ্য।
৩।ক্রমিক ০১ নং থেকে ০৪ নং পদের জন্য আবেদন ফি : ১০০০ টাকা ও Taletalk এর সার্ভিস চার্জ ১২০ (একশত বিশ) টাকা সহ মোট ১,১২০ টাকা ।ক্রমিক ০৫ নং থেকে ০৭ নং পদের জন্য আবেদন ফি : ৮০০ (আটশত) টাকা ও সার্ভিস চার্জ ৯৬ ছেয়ানবাই) টাকা সহ মোট ৮৯৬ টাকা ।ক্রমিক ০৮ নং থেকে ১১ নং পদের জন্য আবেদন ফি : ৭০০ টাকা ও সার্ভিস চার্জ ৮৪ (ঢুরাশি) টাকা সহ মোট ৭৮৪ টাকা এবংক্রমিক ১২ নং থকে ১৭ নং পদের জন্য আবেদন ফি : ৫০০/- টাকা ও সার্ভিস চার্জ ৬০/- টাকা সহ মোট ৫৬০/- টাকা।
৪।সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে।
৫।পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন রকম ভ্রমণ বা দৈনিক ভাতা/টিএ/ডিএ প্রদান করা হবে না। নিয়োগপ্রাপ্তির জন্য কোনো প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।
৬।শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে সময় নিয়ে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদানের পরামর্শ দেয়া যাচ্ছে।
৭।অনলাইনে আবেদন এবং আবেদন ফি জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোন মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে কেউ প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
৮। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন রকম ভ্রমণ বা দৈনিক ভাতা/টিএ/ডিএ প্রদান করা হবে না।
৯। আবেদনপত্র গ্রহণ/বাতিল, বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হাস/বৃদ্ধি এবং নিয়োগের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চুড়ান্ত বলে গণ্য হবে।
১০। নিয়োগপ্রাপ্তির জন্য কোনো প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।
দেশের ও বিদেশের দর্শনীয় স্থান সম্পর্কে জানতে ক্লিক করুন এখানেঃ ভ্রমণ ও দর্শনীয় স্থান
স্বাস্থ্য সম্পর্কে যেকোন পরামর্শ পেতে ক্লিক করুন এখানেঃ স্বাস্থ্য কর্নার
সরকারি বেসরকারি যেকোনো ধরনের চাকরির খবর পেতে ক্লিক করুন এখানেঃ চাকরির খবর
পড়াশোনার ব্যাপারে বিভিন্ন পরামর্শ পেতে ক্লিক করুন এখানেঃ স্টাডি পয়েন্ট
বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা কোথায়,telephone shilpa sangstha circular,tss,টেশিস,TSS bd,টেলিযোগাযোগ বিভাগের,tss website,telephone shilpa sangstha circular,tss job circular,tss teletalk com bd,tss circular 2023,tss teletalk com bd apply,https tss teletalk com bd,dss teletalk com bd,shnibps teletalk com bd,http tss teletalk com bd,টেশিস জব সার্কুলার,টেলিফোন শিল্প সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩,টেলিফোন শিল্প সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি