এইচএসসি/এমএ পাসে দেশ বন্ধু গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশ!

দেশবন্ধু গ্রুপ জব সার্কুলার ২০২৩ প্রকাশিত হয়েছে। দেশবন্ধু গ্রুপের অধীনে ফুড এণ্ড বেভারেজ লিঃ এর বিক্রয় বিভাগে নিম্নলিখিত শর্তাবলী পূরণ সাপেক্ষে কিছু সংখ্যক দক্ষ ও পরিশ্রমী টেরিটরি ম্যানেজার (টিএম) ও সেলস অফিসার (এসও) নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য ব্যক্তিদের আবেদন করার আহব্বান করা হচ্ছে।

সকল ধরনের নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিউ জব সার্কুলার ২০২৩ ওয়েবসাইটে পেয়ে যাবেন। তাই যেকোনো ধরনের চাকরির খবর পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে। দেশবন্ধু গ্রুপ জব সার্কুলার 2023 সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে নিচের ছবিটি লক্ষ্য করুন।

দেশবন্ধু গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ পদসমুহের বিস্তারিত

পদের নামঃ টেরিটরি সেলস অফিসার/সেলস অফিসার

যোগ্যতাঃ এমএ

অভিজ্ঞতাঃ ০-৩ বছরের বাস্তব অভিজ্ঞতা (টি এস এম পদ্দে অভিজ্ঞদের অগ্রাধীকার দেয়া হবে)
বয়সঃ ২২ থেকে ৩২ বছর

কর্মস্থলঃ বাংলাদেশের যে কোন স্থানে

মূল কাজঃ

  • রুট প্লান অনুযায়ী কাজ করা।
  • দোকানদারদের কাছ থেকে পন্যের অর্ডার নেওয়া।
  • মাসিক সেলস্‌ রিপার তৈরী করা।
  • মাসিক সেলস্‌ লক্ষ্যমাত্রা অর্জন করা।

➢ প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউ-এর পরের দিন থেকে সংশ্লিষ্ট রিজিয়নে ০২ দিন ব্যাপী ফিল্ড ট্রেনিং প্রদান করা হবে। ট্রেনিং এর পর নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যে কোন স্থানে কোম্পানীরন নিয়ম অনুযায়ী পোস্টিং দেয়া হবে।

➢ ফিল্ড ট্রেনিং চলাকালীন সময় থাকা ও খাওয়ার ব্যবস্থা নিজ দায়িত্বে করতে হবে। এ সময়ে কোম্পানী থেকে কোন প্রকার টিএ/ডিএ, প্রদান করা হবে না।

পদের নামঃ সেলস অফিসার (এসও) 

যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক পাশ, ডিগ্রি,অনার্স পাস
অভিজ্ঞতাঃ ০-৩ বছরের বাস্তব অভিজ্ঞতা (এসও অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে)
বয়সঃ ২২ থেকে ৩২ বছর (২১ আগস্ট ২০২৩ তারিখে)
কর্মস্থলঃ বাংলাদেশের যে কোন স্থানে
মূল কাজঃ

  • রুট প্লান অনুযায়ী কাজ করা।
  • দোকানদারদের কাছ থেকে পন্যের অর্ডার নেওয়া।
  • মাসিক সেলস রিপার তৈরী করা।
  • মাসিক সেলস লক্ষ্যমাত্রা অর্জন করা।

➢ প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউ-এর পরের দিন থেকে সংশ্লিষ্ট রিজিয়নে ০২ দিন ব্যাপী ফিল্ড ট্রেনিং প্রদান করা হবে। ট্রেনিং এর পর নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যে কোন স্থানে কোম্পানীরন নিয়ম অনুযায়ী পোস্টিং দেয়া হবে।

➢ ফিল্ড ট্রেনিং চলাকালীন সময় থাকা ও খাওয়ার ব্যবস্থা নিজ দায়িত্বে করতে হবে। এ সময়ে কোম্পানী থেকে কোন প্রকার টিএ/ডিএ, প্রদান করা হবে না।

দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

Source: Daily Bangladesh Pratidin, 16 August 2023

Interview Date: 18-25 August 2023

আগ্রহী প্রার্থীদের বাংলায় বায়োডাটা, দুই কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগতযোগ্যতার মূল সনদপত্র ও ভোটার আইডি কার্ড এর ফটোকপিসহ পদবী অনুসারে ইন্টারভিউ-এর জন্য উল্লেখিত নিদিষ্ট তারিখে নির্দিষ্ট স্থানে উপস্থিত হতে হবে।

সতকীকরণ: নিয়োগ প্রক্রিয়ায় কোন প্রকার সুপারিশ ও আর্ধিক লেনদেনের জন্য কর্তৃপক্ষ দায়-দায়িত্ব বহন করবে না।

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com