প্রাণ সেলস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (SSC, HSC পাসে আবেদন করুন)

প্রাণ সেলস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছে। প্রাণ গ্রুপ-এ আপনার ক্যারিয়ার বিকশিত ও সাফল্যমন্ডিত করার সুবর্ণ সুযোগ রয়েছে। ক্রমবর্ধমান বাজারের চাহিদা পূরণে সারা দেশে শুধুমাত্র প্রাণ পণ্য সুষ্ঠুভাবে বিক্রয় ও বাজারজাতকরণে সম্পূর্ণ নতুন বেতন কাঠামোয় আপনাকে আমরা স্বাগত জানাই। আগ্রহী ও যোগ্য ব্যক্তিদের আবেদন করার আহবান করা হচ্ছে।

প্রাণ সেলস জব সার্কুলারের যাবতীয় তথ্য

প্রতিষ্ঠানের নাম প্রাণ সেলস
চাকরির ক্যাটাগরি বেসরকারি চাকরি
চলমান বিজ্ঞপ্তি ০১
পদের সংখ্যা নির্দিষ্ট নয়
বয়স বিজ্ঞপ্তি অনুযায়ী
শিক্ষাগত যোগ্যতা স্নাতক/উচ্চ মাধ্যমিক
আবেদনের মাধ্যম অনলাইন/অফলাইন
আবেদন ফি বিজ্ঞপ্তি অনুযায়ী
আবেদন শুরু ০৭ সেপ্টেম্বর ২০২৩
আবেদন শেষ ২৫ সেপ্টেম্বর ২০২৩
অফিসিয়াল ওয়েবসাইট www.pranfoods.net 

প্রাণ সেলস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর সবার আগে পাবেন newjobscircular ওয়েবসাইটে। তাই যেকোনো ধরনের চাকরির খবর পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে। প্রাণ সেলস চাকরি বিজ্ঞপ্তি ২০২৩  সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে নিচের ছবিটি লক্ষ্য করুন -বিস্তারিত তথ্য দেখুন নিচের ছবিতে।

১। পদের নামঃ সেলস ইন্টার্ন

যোগ্যতা ও শর্তাবলি

  • উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পাশ, ন্যুনতম জিপিএ ২.০০ থাকতে হবে * বয়স: ২০-৩০ বছর (অভিজ্ঞদের ক্ষেত্রে ৩৫ বছর পর্যন্ত গ্রহণযোগ্য)
  • প্রার্থীর ন্যুনতম উচ্চতা: ৫ ফুট ২ ইঞ্চি ,সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে
  • সেলস ইন্টার্নশিপ প্রোথামের ব্যান্তিকাল হবে পূর্ণ ১ (এক) মাস
  • সেলস ইন্টার্নশিপ প্রোথামে চাকরিপ্রার্থীর প্রাথমিক পদবি হবে “সেলস ইন্টার্ন’ * প্রত্যেক সেলস ইন্টার্ন
  • সেলস রিপ্রেজেন্টেটিভ পদে চূড়ান্ত নিয়োগের পর চাকুরির প্রথম ৩ (তিন) মাস শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে + সফলতার সাথে শিক্ষানবিশকাল সম্পন্ন হওয়া সাপেক্ষে চাকুরি স্থায়ী করা হবে
  •  বাংলাদেশের যেকোনো জেলায় ও কোম্পানির যেকোনো সেলস টিমে কাজ করার মানসিকতা থাকতে হবে

২। পদের নামঃ এসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার 

যোগ্যতা ও শর্তাবলিঃ

  • সরকারি স্বনামধন্য বেসরকারি/জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে বিবিএ/এমবিএ পাশ * অর্থনীতি, ইংরেজি, গণিত,পরিসংখ্যান, পদার্থ ও লোকপ্রশাসন প্রার্থীগণকেও আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে * উল্লেখিত বিষয় সমূহের মাস্টার্স ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীগণও আবেদন করতে পারবেন।
  •  শিক্ষাজীবনে ৩য় বিভাগ/শ্রেণি প্রাপ্তদেরকে আবেদন করতে নিরুৎসাহিত করা হচ্ছে।
  •  বয়সঃ সর্বোচ্চ ৩২ বছর
  •   চমৎকার যোগাযোগ পারদর্শিতা
  •  মোটরবাইক চালানোর দক্ষতা ও ইচ্ছা থাকতে হবে।
  • বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে
  •  ইন্টার্নশিপ ভাতা (শুধুমাত্র ইন্টার্নশিপ সময়কালীন)+ মাসিক বেতন  বছরে ২টি বোনাস

আবেদনের নিয়ম ও শর্তঃ যোগ্য ও আগ্রহী প্রার্থীদের সদ্যতোলা পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি, সকল পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও পাশের মূল সনদ, জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও ফটোকপি, অভিজ্ঞতার সনদ ও জীবন-বৃত্তান্তসহ উল্লিখিত যেকোনো ঠিকানায় সকাল ১০টায় উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগহণের জন্য অনুরোধ করা যাচ্ছে।

Source: Bangladesh Pratidin, 01 September 2023

Interview Date: 07 September-25 September 2023

প্রাণ কোম্পানির ডিলার,প্রাণ কোম্পানির ইন্টারভিউ,প্রাণ আরএফএল নিয়োগ বিজ্ঞপ্তি,প্রাণ কোম্পানির বেতন কত,প্রাণ কোম্পানিতে চাকরি প্রশ্ন,প্রাণ কোম্পানি নিয়োগ

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com