বাংলাদেশ পরমানু শক্তি কমিশনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩।বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বা বিএইসি বাংলাদেশের একটি বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠান ও অন্যতম নিয়ন্ত্রক সংস্থা। এর প্রধান উদ্দেশ্য হল, শান্তিপূর্ণ উদ্দেশ্যে আণবিক শক্তি উৎপাদন ও এটি নিয়ে গবেষণা করা।সম্প্রতি বাংলাদেশ পরমানু শক্তি কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।আগ্রহী ও যোগ্য ব্যক্তিদের আবেদন করার জন্য আহব্বান করা হচ্ছে।
১।পদের নামঃ সিনিয়র ইঞ্জিনিয়ার/কম্পিউটার অপারেটর
পদের সংখ্যাঃ ০৩
শিক্ষাগত যোগ্যতাঃ পিএইচডি/স্নাতক
বেতনঃ সরকারি বেতন কাঠামো অনুযায়ী
সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর সবার আগে পাবেন এই ওয়েবসাইটে birbangla.com । তাই যেকোনো ধরনের চাকরির খবর পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে ।বাংলাদেশ পরমানু শক্তি কমিশন জব সার্কুলার সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে নিচের ছবিটি লক্ষ্য করুন -বিস্তারিত তথ্য দেখুন নিচের ছবিতে।
বাংলাদেশ পরমানু শক্তি কমিশনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
আবেদনের শেষ তারিখঃ ২২ জানুয়ারি ২০২৩
Poromanu Shakti Niyontron Kortipokkho Job Circular 2023
Visit Official Website: www.baera.gov.bd
Apply Online: npcbl.teletalk.com.bd
আরো জানতে ভিজিট করুনঃ http://npcbl.portal.gov.bd
আবেদনপত্রের সাথে বাংলাদেশ পরমানুশক্তি কমিশনের অনুকুলে অফেরতযোগ্য ৫০০ টাকা ব্যাংক ড্রাফট করতে হবে। সাথে ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি ,সকল মার্কশিট ও সনদপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে।
আবেদনপত্র ফরম পুরোনের জন্য ভিজিট করুনঃ www.baec.gov.bd
আবেদনের নিয়ম: আবেদনপত্র অগামী ২১ এপ্রিল ২০২৩ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জিইপি/রেজিষ্ট্রি ডাক/কুরিয়ার সার্ভিসযোগে সচিব, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, পরমাণু ভবন, ই-১২/এ, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা ১২০৭ বরাবর পৌছাতে হবে।
Bangladesh Atomic Energy Commission job circular
প্রথমে বিএইসি পাট গবেষণা ইনিস্টিটিউটের ভবনে তাদের কার্যক্রম শুরু করে। এরপর স্থানান্তরিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৪ কাজী নজরুল ইসলাম এভিনিউতে কার্যক্রম শুরু করে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বর্তমানে শেরেবাংলা নগরের আগারগাঁও-এ অবস্থিত। ১৯৮৮ সালের পূর্বে প্রতিষ্ঠানটির নাম ছিল, বাংলাদেশ আণবিক শক্তি কমিশন (Bangladesh Molecular Energy Commission), এরপর নাম পরিবর্তন করে রাখা হয়, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। তিনটি শ্রেণীতে বিভক্ত হয়ে পরমাণু কমিশন তাদের সকল গবেষণা কার্যক্রম পরিচালনা করে থাকে, ভৌত বিজ্ঞান, জৈব বিজ্ঞান ও প্রকৌশল।
এর মধ্যে দেশের দরিদ্র জনগোষ্ঠির জন্য অত্যাধুনিক পরমাণু চিকিৎসা সেবা প্রদান, আমদানীকৃত সকল খাদ্যদ্রব্যের তেজস্ক্রিয়তা পরীক্ষণের মাধ্যমে জনস্বাস্থ্য ও পরিবেশ সংরক্ষণ, বিকিরণজনিত নিরাপত্তা চর্চা প্রতিষ্ঠা, পারমাণবিক রশ্মি প্রয়োগের মাধ্যমে চিকিৎসাসামগ্রী ও ঔষধ জীবাণুমুক্তকরণ, খাদ্য সংরক্ষণ, উন্নতমানের পলিমারসামগ্রী উদ্ভাবন, খাদ্য ও পরিবেশের নানা উপাদানের রাসায়নিক বিশ্লেষণ ইত্যাদি উল্লেখযোগ্য। সর্বোপরি দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য জ্বালানী নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে কমিশন কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ পরমানু শক্তি কমিশনের লক্ষ্য ও উদ্দেশ্যঃ
লক্ষ্য:
পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে অবদানের লক্ষ্যে পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি সাধন দ্বারা আত্ননির্ভরশীলতা অর্জন।
উদ্দেশ্য:
● ভৌত, জীব ও প্রকৌশল শাখার বিভিন্ন ক্ষেত্রে পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর মৌলিক, ব্যবহারিক ও উন্নত গবেষণা কর্মসূচীর অগ্রগতি সাধন;
● পারমাণবিক শক্তি (পারমাণবিক বিদ্যুৎ) বিষয়ক কর্মসূচীর বাস্তবায়ন;
● পারমাণবিক প্রযুক্তি নির্ভর সেবামূলক কর্মকান্ড ভিন্ন ভিন্ন প্রান্তিক ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেয়া;
● কৃষি, শিল্প, স্বাস্থ্য এবং পরিবেশ ক্ষেত্রে পরমাণু প্রযুক্তির প্রয়োগ;
● পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে মানবসম্পদ উন্নয়ন;
● বিকিরণজনিত নিরাপত্তা চর্চা প্রতিষ্ঠাকরণ;
● খনিজ সম্পদ অনুসন্ধান ও আহরণে পরমাণু প্রযুক্তির ব্যবহার।
নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানী বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি
দেশের ও বিদেশের দর্শনীয় স্থান সম্পর্কে জানতে ক্লিক করুন এখানেঃ ভ্রমণ ও দর্শনীয় স্থান
স্বাস্থ্য সম্পর্কে যেকোন পরামর্শ পেতে ক্লিক করুন এখানেঃ স্বাস্থ্য কর্নার
সরকারি বেসরকারি যেকোনো ধরনের চাকরির খবর পেতে ক্লিক করুন এখানেঃ চাকরির খবর
পড়াশোনার ব্যাপারে বিভিন্ন পরামর্শ পেতে ক্লিক করুন এখানেঃ স্টাডি পয়েন্ট
পরমাণু শক্তি কমিশনে নিয়োগ বিজ্ঞপ্তি,পরমাণু শক্তি কমিশনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩,পরমাণু শক্তি কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি,পরমাণু শক্তি কমিশন নিয়োগ,পরমাণু শক্তি কমিশনে চাকরি,বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি,পরমাণু শক্তি কমিশন চাকরির খবর,পরমাণু শক্তি কমিশনে নিয়োগ,বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে নিয়োগ বিজ্ঞপ্তি,পরমাণু শক্তি কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি,পরমাণু শক্তি কমিশন নিয়োগ ২০২৩,পরমাণু শক্তি কমিশন নিয়োগ,অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি,নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩,পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান,বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩,বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে নিয়োগ পরীক্ষার প্রশ্ন,বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জব সার্কুলার ২০২৩,বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন সাভার,bangladesh atomic energy regulatory authority job circular 2023,bangladesh atomic energy regulatory authority,bangladesh atomic energy commission job circular 2023,bangladesh atomic energy commission contact number,bangladesh atomic energy commission savar address,www.baec.gov.bd job circular 2023,bangladesh atomic energy commission chairman,bangladesh atomic energy center,bangladesh atomic energy commission job circular 2023,bangladesh atomic energy commission logo
চাকরির খবর ২০২৩, সরকারি,সরকারী চাকরির খবর,চাকরির খবর প্রথম আলো,চাকরির বাজার,আজকের চাকরির খবর,চাকরির ডাক, আজকের চাকরির পত্রিকা,চাকরির পত্রিকা আজকের, নিয়োগ বিজ্ঞপ্তি,নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩,নিয়োগ বিজ্ঞপ্তি 2023,daily education, চাকরির খবর পত্রিকা,চাকরির খবর ২০২৩ সরকারি, চাকরির খবর ২০২৩,চাকরির খবর apk,চাকরির খবর bd jobs,চাকরির খবর.com,daily চাকরির খবর,e চাকরির খবর,চাকরির খবর govt,চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩,চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি,চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি 2023,চাকরী নিয়োগ বিজ্ঞপ্তি,চাকরীর নিয়োগ বিজ্ঞপ্তি,new চাকরির খবর,চাকরির খবর paper,চাকরির খবর পত্রিকা, চাকরির ডাক পত্রিকা, চাকরির বাজার পত্রিকা,সাপ্তাহিক চাকরির পত্রিকা,birbangla.com,