বিজ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ BEES NGO Job Circular 2023 প্রকাশিত হয়েছে। ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে দেশের পিছিয়ে পড়া জনগনের উন্নয়নে,আন্তরিকতা ও নিষ্ঠার সাথে ভূমিকা রাখতে হলে বিজ টিম এ যোগদান করুন। বিজ ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত জাতীয় পর্যায়ের একটি বেসরকারি,অরাজনৈতিক ও অলাভজনক সংস্থা।সম্প্রতি প্রকাশিত বিজ এনজিও চাকরি বিজ্ঞপ্তির যাবতীয় তথ্য নিচে তুলে ধরা হল। আগ্রহী প্রার্থীদের পুরো লেখাটি পড়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
বিজ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ নতুন তথ্য |
|
প্রতিষ্ঠানের নামঃ | বিজ এনজিও |
চাকরির ক্যাটাগরিঃ | বেসরকারি NGO চাকরি |
বিজ্ঞপ্তি প্রকাশ | ০২ জুন ২০২৩ |
পদের সংখ্যা | ৭০০ |
বয়স | ২২-৩২ |
শিক্ষাগত যোগ্যতা | HSC,Honors |
আবেদনের মাধ্যম | ডাকযোগে |
আবেদন ফি | ফ্রী |
আবেদন শুরু | ০৩ জুন ২০২৩ |
আবেদন শেষ | ১৮ জুন ২০২৩ |
অফিসিয়াল ওয়েবসাইট | www.beesbd.com |
সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর সবার আগে পাবেন এই ওয়েবসাইটে newjobscircular.com । তাই যেকোনো ধরনের চাকরির খবর পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে। বিজ এনজিও জব সার্কুলার সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে নিচের ছবিটি লক্ষ্য করুন -বিস্তারিত তথ্য দেখুন নিচের ছবিতে।
১।পদের নামঃ মাঠ কর্মকর্তা গ্রেড-১ (৪০০ জন)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যুনতম স্নাতক পাশ। ক্ষুদ্র অর্থায়নে অভিজ্ঞতা থাকা ভালো । ৩০-০৬-২০২৩ তারিখে বয়স ২২ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে।বেতন ভাতা ও প্রারস্তিক সুবিধা সমূহ: বাড়ি-ভাড়া, চিকিৎসা-ভাতা এবং অন্যান্য ভাতাসহ এ পদের জন্য মাসিক বেতন ভাতা ছ্থায়ী করনের পর স্থান ভেদে প্রায় ২৫,০০০/- টাকা হতে ৩০,০০০/- টাকা ।
২।পদের নামঃ মাঠ কর্মকর্তা গ্রেড-২(৩০০ জন)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যুনতম এইচ এস সি পাশ। ক্ষুদ্র অর্থায়নে অভিজ্ঞতা থাকা ভালো । ৩০-০৬-২০২৩ তারিখে বয়স ২২ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে। বেতন ভাতা ও প্রারস্তিক সুবিধা সমূহ : বাড়ি-ভাড়া, চিকিৎসা-ভাতা এবং অন্যান্য ভাতাসহ এ পদের জন্য মাসিক বেতন স্থায়ী করনের পর স্থান ভেদে প্রায় ২৪,০০০ টাকা হতে ২৯,০০০/- টাকা।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের উল্লেখিত পদে নিয়োগের জন্য স্বহত্তে লিখিত আবেদন পত্র আহবান করা যাচ্ছে। আবেদন করতে হবে বরাবর পরিচালক (প্রশিক্ষণ ও মানবসম্পদ),বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) প্রধান কার্যালয়,বাড়ী নং-৮/বি।রোড নং-২৯,গুলশান-১, ঢাকা-১২১২ আবেদনে নিজ নাম, পিতা/স্বামীর নাম স্থারী ও পত্র যোগাযোগের ঠিকানা শিক্ষাগত যোগ্যতা এনআইডি/স্মার্ট কার্ড/জন্ম নিবন্ধন নং রক্তের গ্রুপ ইত্যাদি উল্লেখ করতে হবে । আবেদনে সংযুক্ত করতে হবে: আবেদনকারীর সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি,শিক্ষাগত যোগ্যতার সনদ এর ফটোকপি.প্রশিক্ষণ থাকলে তার সনদ, এনআইডি/স্মার্ট কার্ড/জন্ম নিবন্ধন সনদ অভিজ্ঞতা সনদ প্রথম শ্রেনীর সরকারি গেজেটেড কর্মকর্তা দিয়ে সত্যায়িত করতে হবে । আবেদন খামের উপর আবেদনকৃত পদের নাম এবং যে বিভাগে নিয়োজিত হতে চান তা উল্লেখ করতে হবে। আবেদন জমা দানের শেষ তারিখ ১৮-০৬-২০২৩ ।
Source: Prothom Alo, 02 June 2023
Application Deadline: 18 June 2023
কিওয়ার্ডঃ