বাংলাদেশ ডাক বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪- Post Office Job

ডাক বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নগদ বাংলাদেশ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা।যা একটি অর্থ আদান-প্রদানের পরিষেবা। এটি থ্রার্ড ওয়েভ টেকনোলজি লিমিটেড কর্তৃক পরিচালিত। এটি বাংলাদেশ ডাক বিভাগের পূর্বে চালুকৃত পোস্টাল ক্যাশ কার্ড এবং ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম এর নতুন সংস্করণ।সম্প্রতি প্রকাশিত ডাক বিভাগে চাকরি বিজ্ঞপ্তি র যাবতীয় তথ্য তুলে ধরা হল। আগ্রহী ও যোগ্য ব্যক্তিদের আবেদন করার জন্য আহব্বান করা হচ্ছে।

বাংলাদেশ ডাক বিভাগ জব সার্কুলারের যাবতীয় তথ্য

প্রতিষ্ঠানের নামঃ  বাংলাদেশ ডাক বিভাগ
চাকরির ক্যাটাগরিঃ সরকারি চাকরি
 চলমান বিজ্ঞপ্তি  ০১
পদের সংখ্যা  ১২৩ জন
বয়স   বিজ্ঞপ্তি অনুযায়ী
শিক্ষাগত যোগ্যতা  স্নাতক/ উচ্চ মাধ্যমিক/মাধ্যমিক/অষ্টম শ্রেনী
আবেদনের মাধ্যম  অনলাইন
আবেদন ফি  ৫০০ টাকা
আবেদন শুরু ০২ডিসেম্বর ২০২৩
আবেদন শেষ   ১৪ ফেব্রুয়ারি ২০২৩
অফিসিয়াল ওয়েবসাইটঃ    www.bdpost.gov.bd 

সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর সবার আগে পাবেন এই ওয়েবসাইটে  newjobscircular.com । তাই যেকোনো ধরনের চাকরির খবর পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে । ডাক বিভাগ জব সার্কুলার সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে নিচের ছবিটি লক্ষ্য করুন -বিস্তারিত তথ্য দেখুন নিচের ছবিতে।

ডাক বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

ডাক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “বাংলাদেশ ডাক বিভাগের অধীনস্থ জরাজীর্ণ ডাকঘরসমূহের সংস্কার/পুনর্বাসন-২য় পর্যায় (২য় সংশোধিত)” শীর্ষক প্রকল্পের আওতায় সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে শুধুমাত্র প্রকল্প চলাকালে (সরকারি বিধি মোতাবেক) জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী মাসিক সাকুল্য বেতনে নিম্ন বর্ণিত শর্তে জনবল নিয়োগের জনা প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে আগামী ০৪-০১-২০২৩ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে দরখান্ত আহবান করা যাচ্ছে

 

 আবেদনের নিয়ম ও শর্তঃ 

১। ২৫-০৩-২০২৩ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়সসীমা অনুর্ধ ৩০ বছর হতে হবে এবং ০৫-১২-২০২৩ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮বছর হতে হবে। মুক্তিযোদ্ধা /শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা অনুর্ধ, ৩২ বছর। বয়স প্রমাণে ক্ষেত্রে কোনো প্রকার এফিডেডিট গ্রহণযোগ্য হবে না;

২। সরকারি/আধা-সরকারি-স্বায়নতশা সিতাঅনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীগণকে অবশাই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার দিন উক্ত অনুমোদনের কপি প্রদর্শন করতে হবে;

৩। নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারি সর্বশেষ নীতিমালা ও অন্যানা বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা হবে;

৪। আবেদনপত্রের সাথে সদ্য তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবিসহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন প্রদত্ত নাগরিকত সনদপত্রসনদপত্রের সত্যায়িত অনুলিপি, ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদন্ত চারিত্রিক সনদপত্রের কপি এবং ৫০০/-(পীচশত) টাকার পোস্টাল অর্ডার/ পে-অর্ডার, প্রকল্প পরিচালক, “বাংলাদেশ ডাক বিভাগের অধীনস্থ জরাজীর্ণ ভাকঘরসমূহের সংস্কার/পুনর্বাসন-২য় পর্যায় (২য় সংশোধিত)” শীর্ষক প্রকল্পের অনুকূলে প্রদান করতে হবে;

ডাক বিভাগে চাকরি বিজ্ঞপ্তি ২০২৩

৫।আবেদনপত্র   বরাবরে অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে ডাকযোগে প্রেরণ করতে হবে। নির্ধারিত সময়ের পরে কোনোভাবেই আবেদন গ্রহণযোগা হবে না।

৬। বর্ণিত পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে মাসিক সাকুল্য বেতনে উনয়ন প্রকল্পের মেয়াদকালীন সময়ের জন্য নিয়োগ করা হবে;   অসত্য বা অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে৷ প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, সংশ্লিষ্ট ্াথীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তাঁর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মৌখিক পরীক্ষার সময় সকল প্রকার সনদের মুলকপি প্রদর্শন করতে হবে এবং সনদসমূহের ফটোকপি জমা দিতে হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য নিয়োগ কার্যক্রমের যে কোনো পর্ধায়ে বা নিয়োগের পরেও অসত্যুিপূণ প্রমাণিত হলে তার আবেদনপত্রনির্বাচন বা নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে;

৮। উপরোক্ত তথ্যাদি মোতাবেক আবেদনপত্র বাছাইয়ের পর যোগ্য আবেদনকারীদের ডাকযোগে লিখিত পরীক্ষার জন্য প্রবেশপত্র ইস্যু করা হবে এবং কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত তারিখে মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণের অনুমতি দেয়া হবে;

৯ লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিও প্রদান করা হবে নাঃ

১০। নির্বাচিত প্রার্থীদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা উন্নয়ন প্রকল়ে নিয়োগ সংক্রান্ত সরকারি বিধি-বিধান দ্ারা নিয়ন্ত্রিত হবে।

১১। উন্নয়ন প্রকল্প সমান্তির সঙ্গে সঙ্গে চাকুরির অবসান হবে। সে অনুযায়ী সংশ্লিষ্ট নিয়োগগত্রই চাকুরি অবসানের নোটিশ হিসেবে গণ্য হবে।

১২। . অনিবার্য কারণে নিয়োগ প্রক্রিয়া স্থগিত/বাতিল প্রত্যাহার করার ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

১৩। অনাকাঞ্জিত ভুল-তুটি সংশোধনযোগ্য এবং নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চুড়ান্ত বলে গণ্য হবে।

 

ডাক বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

ওয়েবসাইটঃ pmgsck.teletalk.com.bd

ওয়েবসাইটঃ pmgsck.teletalk.com.bd


ডাক বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি ,উপজেলা পোস্টমাস্টার নিয়োগ বিজ্ঞপ্তি ,বাংলাদেশ পোস্ট অফিস নিয়োগ বিজ্ঞপ্তি,বাংলাদেশ ডাক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ,নগদ নিয়োগ বিজ্ঞপ্তি,ডাক বিভাগে নিয়োগ ,ডাক বিভাগে নিয়োগ ,বাংলাদেশ পোস্ট অফিস নিয়োগ বিজ্ঞপ্তি ,নগদ মোবাইল ব্যাংকিং জব সার্কুলার ,নগদ মোবাইল ব্যাংকিং চাকরি ,নগদ নিয়োগ বিজ্ঞপ্তি,নগদ মোবাইল ব্যাংকিং হেল্পলাইন নাম্বার,নগদ মোবাইল ব্যাংকিং কমিশন,নগদ মোবাইল ব্যাংকিং কি,নগদ মোবাইল ব্যাংকিং হেড অফিস,nogod job circular,nagad job vacancy,nagad bangladesh career,nogod logo,nagad bd career,career at nagad,nagad mobile banking,nagad interest rate,birbangla.com,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *