বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছে। বিসিএসআইআর বা বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত গবেষণা প্রতিষ্ঠান।বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে (বিসিএসআইআর) স্থায়ী পদসমূহে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিসিএসআইআর ০৪ টি পদে মোট ১১ জনকে নিয়োগ দেবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি( BCSIR job circular 2023) বিস্তারিত দেওয়া হল। 

বিসিএসআইআর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ
কোন ধরনের চাকরি? সরকারি চাকরি 
ক্যাটাগরি 23
পদের সংখ্যা 55
বয়স বিজ্ঞপ্তি অনুযায়ী
শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞপ্তি অনুযায়ী
আবেদনের মাধ্যম অনলাইন,সাক্ষাৎকার
আবেদন ফি বিজ্ঞপ্তি থেকে দেখে নিন
আবেদন শুরু ১৩ নভেম্বর ২০২৩
আবেদন শেষ ০৩ ডিসেম্বর ২০২৩
অফিসিয়াল ওয়েবসাইট www.bcsir.gov.bd

সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর সবার আগে পাবেন আমাদের ওয়েবসাইটে। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ জব সার্কুলার ২০২৩ সম্পর্কিত যাবতীয় তথ্য পেতে নিচের ছবিটি দেখতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে আপনার ফোনে সংরক্ষণ করতে পারেন।

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ  বিসিএসআইআর নিয়োগ বিজ্ঞপ্তি   প্রকাশিত হয়েছে। নতুন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বি সি এস আই আর এর অফিসিয়াল ওয়েবসাইট www.bcsir.gov.bd -এ। মোট ০৪ টি পদের বিপরীতে ১১ জন লোক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু হবে ০৩ ডিসেম্বর ২০২৩ তারিখ হতে। চলুন এই পোস্টের মাধ্যমে আরো বিস্তারিত জেনে নেই।

Source: Daily Financial Express, 09 November 2023

Application Deadline: 03 December 2023

ক.উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২(বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

খ. Online আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ ৮০ pixel) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।

গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়ােজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।

ঙ. SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদানঃ

Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে।

নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। Applicant’s কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২(দুই)টি SMS করে পরীক্ষার ফি বাবদ সার্ভিস চার্জসহ ক্রমিক নং-১-১১ এর পদের জন্য ৪৪৫/(চারশত পঁয়তাল্লিশ) টাকা এবং ক্রমিক নং-১২-১৫ এর পদের জন্য ২২৩/- (দুইশত তেইশ) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।

এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না”।

প্রথম SMS: BCSIR11<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: BCSIR11 ABCDEF

Reply: Applicant’s Name. Tk……… will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type BCSIR11<Space>Yes<Space>PIN and send to 16222.

দ্বিতীয় SMS: BCSIR11<space>Yes<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: BCSIR11 YES 12345678

Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for BCSIR Application for post XXXXXXXXX User ID is (ABCDEF) and Password (XXXXXXXX).  

চ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://bcsir11.teletalk.com.bd  ওয়েবসাইটে এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যােগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানাে হবে। 

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে আবেদনের নিয়মঃ

  1. আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ প্রস্থ ৮০) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ প্রস্থ ৩০০) স্ক্যান করে নির্ধারিত স্থানে দাখিল করবেন।
  2. আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদনপত্র দাখিল করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
  3. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
  4. এসএমএস-এ প্রেরিত আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী সংগ্রহ পূর্বক রঙ্গিন প্রিন্ট করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
  5. সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে (বিসিএসআইআর-এর ওয়েবসাইটে প্রকাশিত নমুনা মোতাবেক) নির্দিষ্ট ফরমে অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে।
  6. নিয়োগ সংক্রান্ত সরকারি নিয়মাবলী এবং কোটার ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসৃত হবে। আবেদনে উল্লিখিত তথ্য প্রমাণের জন্য মূল সার্টিফিকেট ও রেকর্ডপত্র মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে।
  7. নির্বাচনী পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। এ ধরনের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন ভাতা প্রদান করা হবে না। পরীক্ষার সময়সূচী বিসিএসআইআর এর সাইটে প্রকাশ করা হবে। কোন প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
  8. নিয়োগকৃতদের রাজশাহী, চট্টগ্রাম, জয়পুরহাটসহ বিসিএসআইআর-এর বিভিন্ন গবেষণাগার/ইউনিটে পদায়ন করা হবে। কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন আবেদনপত্র বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

ভিশন: 

বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণায় সেন্টার অফ এক্সেলেন্স অর্জন করা

মিশন :

আন্তর্জাতিকমানের গবেষণাগার স্থাপন, দক্ষ জনবল সৃষ্টি, প্রযুক্তি উদ্ভাবন ও হস্তান্তরের মাধ্যমে দেশের শিল্পায়ন ও উন্নয়নে সহায়তা প্রদান।