BAF Shaheen College Jashore Job Circular

বিএএফ শাহীন কলেজ যশোরে নিয়োগ দিবে ০৩ টি ক্যাটাগরিতে! বিজ্ঞপ্তি প্রকাশ!

বিএএফ শাহীন কলেজ যশোর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে।বি এ এফ শাহীন কলেজ যশোরে নিম্নবর্ণিত পদে নিয়োগের উদ্দেশ্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে। আগ্রহী ও যোগ্য ব্যক্তিদের আবেদন করার আহবান করা হচ্ছে। আবেদন করা যাবে আগামী ২৬ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত।

বিএএফ শাহীন কলেজ যশোর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

প্রতিষ্ঠানের নাম বিএএফ শাহীন কলেজ যশোর
চাকরির ক্যাটাগরি সরকারি কলেজ নিয়োগ
বিজ্ঞপ্তি প্রকাশ ১২/০১/২৫
পদের সংখ্যা ০৩
বয়স বিজ্ঞপ্তি অনুযায়ী
শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেনী
আবেদনের মাধ্যম ডাকযোগে
আবেদন ফি ২০০
আবেদন শুরু ১২ জানুয়ারি ২০২৫
আবেদন শেষ ২৬ জানুয়ারি ২০২৫
ওয়েবসাইট
https://bafsj.edu.bd

BAF Shaheen College Jashore Job Circular 2025

BAF Shaheen College Job Circular 2025 ছাড়াও সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর সবার আগে পাবেন newjobscircular.com ওয়েবসাইটে। বিএএফ শাহীন কলেজ যশোর জব সার্কুলার এর আবেদন পক্রিয়া,আবেদনের সময়সীমা, যোগ্যতাসহ যাবতীয় তথ্য দেখতে নিচের ছবিটি লক্ষ্য করুন।

Application Deadline: 26 January 2025

বিএএফ শাহীন কলেজ যশোর জব সার্কুলার এর আবেদনের শর্তঃ

  1.  শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বেতন স্কেল : বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এম. পি. ও নীতিমালা-২০২৫ অনুযায়ী।
  2. অন্যান্য সুবিধাদি ৪ বি এ এফ শাহীন কলেজ রেগুলেশন-২০২৫ অনুযায়ী বাড়ি ভাড়া,চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এবং চাকরি স্থায়ীকরণ সাপেক্ষে বার্ষিক ইনক্রিমেন্ট, ১০% কন্টিবিউটরি প্রভিডেন্ট ফাল্ড ও গ্রাচ্যুইটি সুবিধা ।
  3. আবেদনের নিয়মাবলী £ আগহী প্রার্থীদের অধ্যক্ষ.বি এ এফ শাহীন কলেজ যশোর-এর অনুকূলে অগ্রণী ব্যাংকের যে কোন শাখা হতে ক নং পদের জন্য ৬০০/-খ নং পদের জন্য ৩০০/- টাকা এবং গ নং পদের জন্য ২০০/- টাকা মূল্যের ব্যাংক ড্রাফ্ট (অফেরতযোগ্য), শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদ (যদি থাকে) ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি রডিন ছবি, মোবাইল নম্বর এবং জীবন বৃত্তান্ত স্বহস্তে লিখিত আবেদনপত্র বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে অধ্যক্ষ, বি এ এ যশোর-এর বরাবরে পৌছাতে হবে। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
  4. নির্বাচনী পরীক্ষা 8 লিখিত, ক্লাস ডেমোনেসট্শন/ব্যবহারিক ও মৌখিক এই তিন পর্যায়ে পরীক্ষা গ্রহণ করা হবে। মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে। নির্বাচনী পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে এসএমএস-এর মাধ্যমে জানানো হবে। বিস্তারিত তথোর জন্য- https://bafsj.edu.bd/
  5. শর্তাবলী  প্রার্থীকে উল্লিখিত পরীক্ষায় অংশ গ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। কোনো কারণ দর্শানো ব্যাতিরেকে কর্তৃপক্ষ যে কোনো আবেদন বাতিল কিংবা নিয়োগ কার্যক্রম পরিবর্তন, সংশোধন ও বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।

বিএএফ শাহীন কলেজ চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫,স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫,যশোর কালেক্টরেট স্কুল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫,baf shaheen school admission 2025,baf shaheen college job exam result 2025,baf shaheen college job application form,www.bafsd.edu.bd notice board,bafsd student notice

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com