বাংলালিংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩-Banglalink Job Circular 2023

বাংলালিংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।বাংলালিংক, বাংলাদেশের তৃতীয় বৃহত্তম জিএসএম ভিত্তিক মোবাইল ফোন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান।২০০৬ সালের ডিসেম্বর পর্যন্ত বাংলালিংকের গ্রাহক সংখ্যা ছিল প্রায় ৩.৬৪ মিলিয়ন। প্রতিষ্ঠানটি ওরাসকম টেলিকম বর্তমান গ্লোবাল টেলিকম লিমিটেড এর মালিকানাধীন একটি কোম্পানি ছিল। সম্প্রতি বাংলালিংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।আগ্রহী ও যোগ্য ব্যক্তিদের আবেদন করার জন্য আহব্বান করা হচ্ছে।

বাংলালিংক নিয়োগ বিজ্ঞপ্তির যাবতীয় তথ্য

প্রতিষ্ঠানের নামঃ বাংলালিংক
চাকরির ক্যাটাগরিঃ বেসরকারি  চাকরি
পদের সংখ্যা 01
বয়স  সর্বোচ্চ ৩২ বছর
আবেদন শুরু
আবেদন শেষ ১১ ফেব্রুয়ারি ২০২৩
 অফিসিয়াল ওয়েবসাইটঃ  www.banglalink.net

বাংলালিংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বেসরকারি টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বাংলালিংকে “ইঞ্জিনিয়ার ” পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

 

ওয়েবসাইট: www.banglalink.net

Apply Online: https://ennovators.banglalink.net/

আবেদন করতে ভিজিট করুনঃ www.linkedin.com/company/banglalink/jobs

Banglalink Job Circular 2023

২০০৫ সালের ডিসেম্বর পর্যন্ত বাংলালিংকের গ্রাহক সংখ্যা ছিল প্রায় ১.০৩ মিলিয়ন। পরবর্তী বছরে এসংখ্যা ২৫৩ শতাংশ বেড়ে দাড়ায় ৩.৬৪ মিলিয়ন গ্রাহকে। ২০০৭ সালের জুন মাস পর্যন্ত প্রতিষ্ঠানটির মোট গ্রাহক সংখ্যা দাড়িয়েছে ৬.০৪ মিলিয়নে।

২০০৫ সালে যাত্রা শুরু করার এক যুগ পর বাংলাদেশে বাংলালিংক সংযোগ ব্যবহারকারীর সংখ্যা ৩ কোটি ছাড়িয়ে গেছে। মোবাইলে যোগাযোগকে বাংলাদেশের মানুষের কাছে সাশ্রয়ী করে তোলার ক্ষেত্রে বড় অবদান রেখেছে এই প্রতিষ্ঠানটি। বাংলালিংক-এর সাফল্যের মূলে ছিল একটি সাধারণ মিশন, ‘মোবাইলে যোগাযোগকে সবার নাগালে আনা’, যেটি বাংলালিংক-এর ভিত্তি হিসেবে কাজ করেছে।

বাংলালিংক নাম্বার চেক 

বাংলালিংক এর সিম নাম্বার জানার জন্য ওই সিম সংযুক্ত ফোন থেকে *৫১১# ডায়াল করে কল বাটন চাপুন । তাহলে স্ক্রিন এ সঙ্গে সঙ্গে ওই সিম নাম্বার দেখতে পাবেন । চলুন এছাড়া বাংলালিংক এর আরো কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোড আমরা জেনে নিই।

বাংলালিংক এমবি চেক

বাংলালিংক সিমে এমবি দেখার জন্য প্রথমেই আপনাদের *5000*500# . দিয়ে ডায়াল করতে হবে। *5000*500# দিয়ে ডায়াল করলে আপনাদের ফোনে কত এমবি বাকি রয়েছে সেটি আপনারা দেখতে পারবেন।

বাংলালিংক ব্যালেন্স চেক কোডঃ

কোড ডায়াল করে বাংলালিংক ব্যালেন্স চেক করতে চাইলে নিচের স্ক্রিনসট অনুযায়ী আপনার মোবাইলের ডায়াল অপশনে গিয়ে *124# কোড ডায়াল করবেন। *124# কোড ডায়াল করার পর আপনার বাংলালিংক সিমে থাকা ব্যালেন্স নিচের স্ক্রীনশটএর মত দেখতে পারবেন।

 


বাংলালিংক নিয়োগ বিজ্ঞপ্তি  ,বাংলালিংক নিয়োগ বিজ্ঞপ্তি,বাংলালিংক এ নিয়োগ বিজ্ঞপ্তি,বাংলালিংক জব সার্কুলার  ,এইমাত্র পাওয়া ২৫০ টি পদে সরকারি চাকরির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি,সরকারি চাকরির খবর ,বাংলালিংক টাওয়ারে নিয়োগ,বাংলালিংক নিয়োগ বিজ্ঞপ্তি  ,বেসরকারি চাকরির খবর,বাংলালিংক নিয়োগ বিজ্ঞপ্তি  ,গ্রামীণফোন নিয়োগ বিজ্ঞপ্তি  ,বাংলালিংক 4g টাওয়ারে চাকরি,banglalink customer care job circular  ,banglalink job circular  ,robi call center job circular ,grameenphone job circular,airtel job circular ,teletalk job circular ,bkash job circular  ,banglalink career internship,banglalink office job circular,banglalink recent job circular,banglalink call center job circular ,banglalink 4g job circular

2 Comments

Leave a Reply

Your email address will not be published.


*