বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, যা সাধারণত বিমান নামে পরিচিত, বাংলাদেশের একমাত্র সরকারি এবং জাতীয় পতাকাবাহী বিমান পরিবহন সংস্থা। এটি প্রধানত ঢাকায় অবস্থিত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্যক্রম পরিচালনা করে।সম্প্রতি প্রকাশিত বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিঃ চাকরি বিজ্ঞপ্তি র যাবতীয় তথ্য নিচে তুলে ধরা হল।আগ্রহী ও যোগ্য ব্যক্তিদের আবেদন করার জন্য আহব্বান করা হচ্ছে।
Biman Bangladesh Airlines Job Circular 2023
প্রতিষ্ঠান | Biman Bangladesh Airlines |
পদের সংখ্যা | ১১ জন |
বয়সসীমা | ১৮-৩০ বছর |
শিক্ষাগত যোগ্যতা | স্নাতকোত্তর/স্নাতক |
আবেদন শুরু | ৩০ জানুয়ারি, ২০২৩ |
আবেদনের শেষ | ১৩ ফেব্রুয়ারি ২০২৩ |
বিমান বাংলাদেশ এয়ারলাইনস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

Source: Ittefaq, 31 January 2023
Application Deadline: 13 February 2023
অনলাইনে আবেদনপত্র পূরণ করার নিয়মাবলি
আবেদনকারীকে মোবাইল ফোন নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি করে ‘ক’ শ্রেণিভূক্ত পদের আবেদন ফি অফেরতযোগ্য ৫৬০/- (পাঁচশত ষাট টাকা), ‘খ ও গ’শ্রেণিভূক্তপদের আবেদন ফি অফেরতযোগ্য ৩৩৬/(তিনশত ছবিশ টাকা) এবং ঘ শ্রেণিভূক্ত পদের আবেদন ফি অফেরতযোগ্য ১১২/-একশত বারো টাকা) অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দেবেন । এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, অনলাইনে আবেদনপবের সকল অংশ পুরণ করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পস্তি অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না”। অসম্পূর্ন তথ্য সংবলিত/ ত্রুটিপূর্ণ এবং চাকুরির বিজ্ঞপ্তিতে প্রকাশিত ন্যানতম যোগাতার সাথে যেমন -বয়স, শিক্ষাগত যোগাতা, কোটা, জেলা ইত্যাদি যে কোন বিষয়ে অসমাঞ্জস্যপূর্ণ তথ্য ছাড়া পূরণকৃত আবেদন নিয়োগের যে কোন পর্যায়ে বাতিল করা হবে ।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস চাকরি শতার্বলি
- বয়সসীমা ম্যাক্সিমাম ৬০ বছর। এসএসসি পাশের সনদপত্রের ভিভিতে বয়স নির্ধারিত হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গহদযোগ্য নয়।
- বিভিন্ন পদসমূহের পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হতে পারে। সেক্ষেত্রে পার্থ নিজ দায়িতে একাধিক পদে আবেদন করবেন ।
- কিছু পদসমূহের চুক্তিভিক্তিক নিয়োগ প্রাপ্ত হবেন। সন্তোষজনক ০৩ (তিন) বহর চুক্তিভিক্তিক চাকুরি সম্পন্ন হলে যোগদানের তারিখ হতে স্থায়ীভাবে আত্মীকরণ করা হবে ।
- নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোন সংশোধন, সংযোজন (যদি থাকে) বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড এর ওয়েব সাইটে প্রকাশ করা হবে ।
- বিমান বাংলাদেশ কতৃপক্ষ পদের সংখ্যা -বৃদ্ধি এবং পদ্নাম সংশোধন, পরিবর্তন এবং নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত কিংবা বাতিল করার অধিকার সংরক্ষণ করে ।
লিখিত পরীক্ষায় পাস প্রার্থীগনকে মৌখিক সাক্ষাৎকারের পূর্বে সনদ/দলিল/পমাণপত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবেঃ
(১) অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি, (২) প্রবেশপত্র ফটোকপি, (৩) সদ্য তোলা ৪ (চার) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি,৫) শিক্ষাগত সকল সনদ ও টর্ক্রিস্টের ফটোকপি, (৬) জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, (৭) নিজ জেলার সমর্থনে ইউনিয়ন পরিষদ/পৌরসভার মেয়র/সিটি কপোর্রেশন/ওয়ার্ড কমিশনারের পদ সনদ, (৭) অভিজ্ঞতার সনদ ও সনদের ফটোকপি (প্রযোজকের)
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, যা সাধারণত বিমান নামে পরিচিত, বাংলাদেশের একমাত্র সরকারি এবং জাতীয় পতাকাবাহী বিমান পরিবহন সংস্থা। এটি প্রধানত ঢাকায় অবস্থিত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্যক্রম পরিচালনা করে। এছাড়াও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও এর কার্যক্রম পরিচালিত হয়। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক রুটের পাশপাশি আভ্যন্তরীণ রুটেও যাত্রী এবং মালামাল পরিবহন করে। বিশ্বের প্রায় ৭০ টি দেশের সাথে বিমানের বিমান সেবা চুক্তি রয়েছে এবং বর্তমানে ১৬টি দেশে এর কার্যক্রম পরিচালনা করছে।
2
fabook
সার আমার চাকড়িটা অনেক দরকার পিলিচ সার একটা কিছু করেন
সার আমার চাকরিটা অনেক দরকার পিলিচ সার একটা কিছু করেন
Sir,Ami H.S.C pass. Cakri korte cai.
Kibabe ki korbo.Akto halp korle valo hoto.
৩।পদের নামঃ এয়ারক্রাফট ক্লিনার হেল্পার
18 years
yes
19
i need a job plese sir
আমি জব করতে চাই
লক্ষ্মীপুর জেলা থেকে বলছিলাম
মোবাইল নাম্বার
01894319876
আমাকে জানাবেন
hlo sir,
I am robin deb nath,i need job cleaner.
Plz sir help me
আমি ক্লিনার পদেচাকরিটা করতে চাই,,আমি ৮ম শ্রণি পাশ,আমার ফোন নঃ-০১৬০৮-৩৪২০৩১
স্যার আমাকে একটা হেল্পার বা লেবারের কাজ কি দেওয়া যায়
আবেদন করুন
Akno kita date ase ni abedon korar
স্যার,আমি এইচএসসি( সাইন্স বিভাগের) পাস।।একটা এয়ারলাইনস এর জবে এড করে দেন। আমি গরিবের ছেলে।বাবা নেই!!!
sir
I am robin debnath,i am class 8th pass,i need cleaner job,from- Chittagong.
Please sir help me
Sar ami h s c pas (manobik sakha) thika sar amar cakrita khob dorkan sar doya kore amay ei cakrita amay dite paren
I need a job … Please help me …
I’m facing so many problems in my life and family….
Please give me a job please 🙏🏻
Ami Science niye porasuna korechi … HSC exam dibo 2022 e …
Amr job ta khub dorkar… Onk problem e aci
hello sir I’m a student in BBA Honour’s 2nd year….i want a job for my family crisis … please you i need your help please take my matter
স্যার আমার একটা চাকরি খুবই দরকার দয়া করে আমাকে জানাবেন
I’m interest
বিমানবালা হতে চাই, বর্তমানে আমি এলএলবি করছি