বাংলাদেশ স্পাইন এন্ড অর্থোপেডিক হাসপাতাল নিয়োগ ২০২২ প্রকাশিত হয়েছে।আন্তর্জাতিক সংস্থা Asia Pacific Spine Society কতৃক ফেলে এর জন্য স্বীকৃতি প্রাপ্ত হাসপাতাল “বাংলাদেশ স্পাইন এন্ড হাসপাতাল” এর বিভিন্ন বিভাগের জন্য নিম্নবর্ণিত পদসমূহে পূরণের নিমিত্ত পদের পাশে বর্ণিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশী নাগরীক প্রার্থীদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
বাংলাদেশ স্পাইন এন্ড অর্থোপেডিক হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি এর যাবতীয় তথ্য
|
|
প্রতিষ্ঠানের নামঃ | বাংলাদেশ স্পাইন এন্ড অর্থোপেডিক হাসপাতাল |
চাকরির ক্যাটাগরিঃ | বেসরকারি চাকরি |
চলমান বিজ্ঞপ্তি | ০১ |
পদের সংখ্যা | নির্দিষ্ট নয় |
বয়স | বিজ্ঞপ্তি অনুযায়ী |
শিক্ষাগত যোগ্যতা | স্নাতক/ডিপ্লোমা |
আবেদনের মাধ্যম | অনলাইন |
আবেদন ফি | ফ্রী |
আবেদন শুরু | ০৯ নভেম্বর ২০২২ |
আবেদন শেষ | ১০ নভেম্বর ২০২২ |
অফিসিয়াল ওয়েবসাইটঃ | https://bangladesh-spine-and-orthopaedic-general-hospital.business.site/ |
বাংলাদেশ স্পাইন এন্ড অর্থোপেডিক হাসপাতাল নিয়োগ ২০২২
Bangladesh Spine and Orthopaedic General Hospital Job Circular ছাড়াও সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর সবার আগে পাবেন newjobscircular.com ওয়েবসাইটে।বাংলাদেশ স্পাইন এন্ড অর্থোপেডিক হাসপাতাল জব সার্কুলার এর আবেদন পক্রিয়া,আবেদনের সময়সীমা, যোগ্যতাসহ যাবতীয় তথ্য দেখতে নিচের ছবিটি লক্ষ্য করুন। Bangladesh Spine and Orthopaedic General Hospital Job Circular apply এ উল্লিখিত পদে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী নিয়ে উল্লেখ করা হলোঃ
১।পদের নামঃ আর এস
পদের সংখ্যাঃ ০১
শিক্ষাগত যোগ্যতাঃ ডিপ্লোমা ইন অর্থোপেডিক্স
২।পদের নামঃ মেডিকেল অফিসার (আইসিইউ)
পদের সংখ্যাঃ ০৫
শিক্ষাগত যোগ্যতাঃ বিএমডিসি কতৃক স্বীকৃত ও নিবন্ধিত মেডিকেল গ্রাজুয়েট সহ সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের অভিজ্ঞতা
৩।পদের নামঃ মেডিকেল অফিসার
পদের সংখ্যাঃ ২০
শিক্ষাগত যোগ্যতাঃ বিএমডিসি কতৃক স্বীকৃত ও নিবন্ধিত মেডিকেল গ্রাজুয়েট সহ সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের অভিজ্ঞতা
৪।পদের নামঃ একাউন্টস ম্যানেজার
পদের সংখ্যাঃ ২
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতোকোত্তর ইন একাউন্টিং
৫।পদের নামঃ কমার্শিয়াল অফিসার
পদের সংখ্যাঃ ০৩
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতোকোত্তর
৬।পদের নামঃ অফিস এক্সিকিউটিভ
পদের সংখ্যাঃ ০৩
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক
৭। পদের নামঃ ওটি নার্স/ফ্লোর নার্স
পদের সংখ্যাঃ ১৫
শিক্ষাগত যোগ্যতাঃ ডিপ্লোমা ইন নার্সিং
৮। পদের নামঃরিসেন্সনিস্ট/কাস্টমার কেয়ার
পদের সংখ্যাঃ২০
শিক্ষাগত যোগ্যতাঃ নূন্যতম স্নাতক পাশ
৯।পদের নামঃ ড্রাইভার
পদের সংখ্যাঃ ০৭
শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম-এইচএসসি পাশ
আবেদনের নিয়ম ও শর্তঃ
সত্যায়িত ছায়ালিপি সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবিসহ আবেদন পত্র আগামী ১০/১১/২০২২ ইং তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে (৯.০০-৩.০০), বাংলাদেশ স্পাইন এন্ড অর্থোপেডিক হাসপাতাল, ১০ মেইন রোড কল্যানপুর, ঢাকা-১২০৭, ঠিকানায় প্রেরণ করার জন্য বলা হল। ৩) খামের উপর আবেদনকৃত পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে।

কিওয়ার্ডঃ
বাংলাদেশ স্পাইন এন্ড অর্থোপেডিক হাসপাতাল নিয়োগ ২০২২,Bangladesh Spine and Orthopaedic General Hospital Job Circular
Leave a Reply