Bpsc নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিপিএসসি নিয়োগ)

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন BPSC নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। সরকারী কর্ম কমিশন একটি স্বায়ত্বশাসিত সংস্থা যার দায়িত্ব সরকারি চাকুরীতে নিয়োগ সংক্রান্ত দায়িত্ব পালন করা। এটিকে ইংরেজিতেপাবলিক সার্ভিস কমিশন  হিসাবে উল্লেখ করা হয়। এটি একটি সাংবিধানিক ও স্বাধীন সংস্থা।

সম্প্রতি প্রকাশিত সরকারি কর্ম কমিশন BPSC ২০২৪ এর যাবতীয় তথ্য তুলে ধরা হল। আগ্রহী ও যোগ্য ব্যক্তিদের আগামী ৩০ এপ্রিলের মধ্যে আবেদন করার জন্য আহব্বান করা হচ্ছে। BPSC Teletalk ওয়েবসাইট ব্যাবহার করে অনলাইনে আবেদন করতে হবে। 

Bpsc নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

প্রতিষ্ঠানের নাম সরকারি  কর্ম  কমিশন
পদের সংখ্যা ২৬২৪ টি
বয়সসীমা ৩৫,৪০,৪৫ বছর
যোগ্যতা স্নাতক, স্নাতকোত্তর
আবেদন শুরু ০১ এপ্রিল ২০২৪
 আবেদন শেষ ৩০ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠানের ধরণ সরকারি প্রতিষ্ঠান
ওয়েবসাইট www.bpsc.gov.bd

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নিয়োগ ২০২৪

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নিয়োগ ২০২৪ সার্কুলারের সংক্ষিপ্ত বিবরন তথা শূণ্য পদের নাম, নিয়োগ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, গ্রেড, বয়সসীমা ইত্যাদি নিচে দেয়া হলোঃ

আবেদন করার পদ্ধতিঃ  প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এর আবেদনের ওয়েবসাইটে (bpsc.teletalk.com.bd) গিয়ে আবেদন ফরম পূরণ করে সাবমিট করতে হবে।

অনলাইনেআবেদনপত্র পূরণ ও ফি জমাদান

  1. অনলাইনে_আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০১ এপ্রিল ২০২৪ খ্রিঃ, সন্ধ্যা ০৬ টা
  2. অনলাইনে_আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৩০ এপ্রিল ২০২৪ খ্রিঃ, রাত ১১.৫৯ মিনিট।
  3. কেবল User ID প্রাপ্ত প্রার্থীগণ আবেদনের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে সন্ধ্যা ৬.০০ মিনিট পর্যন্ত sms এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোন আবেদন গ্রহণ করা হবে না।
  4. উচ্চতর বেতন স্কেলের পদে আবেদনকারী প্রার্থীদের শুধু ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তবে প্রার্থী সংখ্যা অত্যধিক হলে কমিশনের সিদ্ধান্তমতে বাছাই/লিখিত পরীক্ষা গ্রহণ করা হতে পারে।

 BPSC বিপিএসসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

 

 

Application Deadline: 30 April 2024  

Application Deadline: 30 April 2024

Bpsc নিয়োগের জাতীয়তার শর্ত 

প্রার্থীকে অবশ্যই বাংলাদশের নাগরিক হতে হবে। যেসকল প্রার্থী কোন অ-বাংলাদেশী নাগরিককে বিবাহ করেছেন অথবা বিবাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন সেসকল প্রার্থীরা সরকারের লিখিত অনুমতি ব্যতিরেকে আবেদন করার যােগ্য বলে বিবেচিত হবেন। সরকারের অনুমতিপত্র লিখিত পরীক্ষার পর BPSC Form-5A এর সাথে অবশ্যই কমিশনে জমা দিতে হবে

বিপিএসসি ডিক্লারেশন

প্রার্থীকে অনলাইন আবদেনপত্রের (BPSC Form-5A) ডিক্লারেশন অংশে এই মর্মে ঘােষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য বা তার অংশবিশেষ অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযােগ্যতা ধরা পড়লে বা কোন দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে পরীক্ষার পূর্বে বা পরে যেকোন পর্যায়ে প্রার্থীতা বাতিল হবে এবং ভবিষ্যতে কমিশন কর্তৃক গৃহীত যেকোন নিয়ােগ পরীক্ষায় আবেদন করার অযােগ্য ঘােষণাসহ প্রার্থীর বিরুদ্ধে যেকোন আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

ছবি (Picture): BPSC Form-5A সাফল্যজনকভাবে পূরণ সম্পন্ন হলে Application preview দেখা যাবে। Preview এর নির্ধারিত স্থানে প্রার্থীকে (দৈৰ্ঘXপ্রস্থ) ৩০০X৩০০ pixel এর কম বা বেশি নয় এবং ফাইল সাইজ ১০০ KB এর বেশি নয় এরূপ মাপের সদ্য (দুই মাসের মধ্যে) তােলা রঙ্গীন ছবি jpg format এ upload করতে হবে। সাদাকালাে ও পুরাতন ছবি গ্রহণযােগ্য নয়। ছবি উল্লিখিত মাপের না হলে আবেদনপত্র বাতিল হবে। সানগ্লাসসহ ছবি গ্রহণযােগ্য হবে না। Home page এর Help Menu তে ক্লিক করলে Photo এবং Signature সম্পর্কে বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে। স্বাক্ষর (Signature) : Application Preview তে স্বাক্ষরের জন্য নির্ধারিত স্থানে (দৈর্ঘ্যxপ্রস্থ) 300×80 pixel এর কম বা বেশি নয় এবং ফাইল সাইজ 60 KB এর বেশি নয়, এরূপ মাপের প্রার্থীর স্বাক্ষর Scan করে jpg format এ upload করতে হবে। স্বাক্ষর উল্লিখিত মাপের না হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

পরীক্ষার ফি প্রদান

অনলাইনে আবেদনপত্র (BPSC Form-5A) যথাযথভাবে পূরণপূর্বক নির্দেশমতে ছবি এবং Signature upload করে প্রার্থী কর্তৃক আবেদনপত্র submission সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID সহ ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। উক্ত Applicant’s copy প্রার্থীকে প্রিন্ট অথবা download করে সংরক্ষণ করতে হবে। Applicant’s copy-তে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং এই User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বর থেকে SMS করে পরীক্ষার ফি বাবদ ৬০০/-(পাঁচশত) টাকা জমা দিবেন।

প্রথম SMS : BPSC<space>User ID লিখে send করুন 16222 নম্বরে।
Example : BPSC NCRPQBCR send to 16222 Reply: Applicant’s Name, TK-500 will be charged as application fee. Your PIN is (8 digit number). To pay fee Type BPSC<space>yes<space>PIN and send to 16222.

দ্বিতীয় SMS : BPSC<space>yes<space> pin লিখে send করুন 16222 নম্বরে।
Example : BPSC yes (8 digit number) send to 16222 Reply: Congratulations! Applicant’s Name, payment completed successfully for Non-cadre examination. User ID is (xxxxxxxx) and Password (xxxxxxxx).

বিশেষ দ্রষ্টব্য : If password is lost, please type BPSC<Space> HELP<Space> SSC Board<Space> SSC Roll<Space>SSC Year and Send to 16222. অথবা টেলিটকের বর্ণিত ওয়েবসাইটে Home page এর Admit card Menu তে ক্লিক করলে User Recovery, Password Recovery ও Payment Status বাটন দেখা যাবে। উক্ত বাটনে ক্লিক করে প্রয়ােজনীয় তথ্য দিয়ে Submit করলে কাক্ষিত তথ্যাবলি পাওয়া যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com