চালনা পৌরসভা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগের ১৫-১২-২০২৩ খি. তারিখের ৪৬.০০.০০০০.০৬৪.১১.১০৯.১৫-১২৯৮নং স্মারকে প্রদত্ত ছাড়পত্রের প্রেক্ষিতে খুলনা জেলাধীন চালনা পৌরসভা কার্যালয়ে নিম্নবর্ণিত শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্ত পৌরসভা চাকুরী বিধিমালা, ১৯৯২ এবং এত দ্বারা সম্পর্কিত আইনমতে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে ছকে বর্ণিত যোগ্যতার ভিত্তিতে বর্ণিত শর্তসাপেক্ষে আবেদন আহ্বান করা যাচ্ছে।
চালনা পৌরসভা কার্যালয় জব সার্কুলার এর যাবতীয় তথ্য
|
|
প্রতিষ্ঠানের নামঃ | চালনা পৌরসভা কার্যালয় |
চাকরির ক্যাটাগরিঃ | সরকারি চাকরি |
চলমান বিজ্ঞপ্তি | ০১ |
পদের সংখ্যা | ০১ টি |
বয়স | বিজ্ঞপ্তি অনুযায়ী |
শিক্ষাগত যোগ্যতা | উচ্চ মাধ্যমিক/মাধ্যমিক |
আবেদনের মাধ্যম | অনলাইন |
আবেদন ফি | বিজ্ঞপ্তি অনুযায়ী |
আবেদন শুরু | ১৫ জানুয়ারি ২০২৩ |
আবেদন শেষ | ০২ মার্চ ২০২৩ |
অফিসিয়াল ওয়েবসাইটঃ | http://dakop.khulna.gov.bd/ |
চালনা পৌরসভা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
chalna dc office job circular 2023 ছাড়াও সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর সবার আগে পাবেন newjobscircular.com ওয়েবসাইটে।চালনা পৌরসভা কার্যালয় জব সার্কুলার এর আবেদন পক্রিয়া,আবেদনের সময়সীমা, যোগ্যতাসহ যাবতীয় তথ্য দেখতে নিচের ছবিটি লক্ষ্য করুন। Chalna DC office Job Circular 2023 apply এ উল্লিখিত পদে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী নিয়ে উল্লেখ করা হলোঃ
১।পদের নামঃ কার্য সহকারী
পদের সংখ্যাঃ ০১
শিক্ষাগত যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক বা সমমান
বেতনঃ ৯,৩০০-২২,৪৯০ টাকা
আবেদনের শর্তাবলী :
০১. প্রার্থীকে নিম্নে উল্লেখকৃত শর্তাবলী অনুযায়ী স্বহস্তে লিখিত আবেদন করিতে হইবে: ক) নিজ নাম খ) পিতার নাম গ) মাতার নাম ঘ) স্থায়ী ঠিকানা উ) বর্তমান ঠিকানা চ) জন্ম তারিখ ছ) ০১-০১-২০২৩ইং তারিখে প্রর্থীর বয়স (বছর, মাস. দিন উল্লেখপূর্বক) জ) জাতীয়তা ঝ) ধর্ম ঞ) নিজ জেলার নাম, ট) নারী/পুরুষ 5) শিক্ষাগত যোগ্যতার বিবরণ (ক্র: নং, স্কুল/কলেজের নাম, পরীক্ষার নাম, পরীক্ষার সন. প্রাপ্ত বিভাগ/সিজিপিএ) ড) বিশেষ যোগাতা/অতিরিক্ত যোগ্যতা ড) বিশেষ শ্রেণী (যদি থাকে)।
০২. প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও স্থায়ী বাসিন্দা হতে হবে।
০৩. ০১-০১-২০২৩ ইং তারিখে প্রার্থীর বয়স ১৮-৩০ হইতে হবে। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২২ সেপ্টেম্বর/২০২৩ তারিখের
০৫.০০.০০০০,১৭০.১১.০১৭.২০১৪৯ স্মারক মোতাবেক আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়স ২৫-০৩-২০২৩ তারিখে সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে উক্ত প্রার্থীগণ আবেদন করার সুযোগ পাবেন । এতে মুক্তিযোদ্ধার সন্তান বা সন্তানের সন্তান বা প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য নহে।
০৪.আবেদনপত্রে মেয়র, চালনা পৌরসভা, খুলনাকে সম্বোধন করে আগামী ২০-০২-২০২৩ তারিখের মধ্যে অফিস চলাকালীন, মেয়র, চালনা পৌরসভা, খুলনা এর কার্যালয়ে সরাসরি অথবা ডাকযোগে পৌছাতে হবে । খামের উপর মোটা অক্ষরে পদের নাম, নিজ জেলার নাম এবং নিজের নাম ঠিকানা ও বিশেষ কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) উল্লেখ করতে হবে।
০৫. আবেদন পত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে :
ক) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে । সত্যায়নকারী কর্মকর্তার নাম:
(খ) সকল শিক্ষাগত যোগাতা ও সকল অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সীল দ্বারা সত্যায়িত।
(গ) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নামযুক্ত সীল দ্বারা চারিত্রিক সনদপত্র ।
(ঘ) স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ পৌরসভার মেয়র/ সিটি কর্পোরেশনের মেয়র/ ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত জাতীয়তা/ নাগরিকত্ব সনদের সত্যায়িত ফটোকপি
(ঙ) আবেদনপত্রের সাথে যে কোন তফশিলী ব্যাংক হতে ২০০/- (দুইশত) টাকার ব্যাংক ড্রাফট/ পে অর্ডার (অফেরতযোগ্য) মেয়র চালনাপৌরসভার নামে দাখিল/ সংযুক্ত করতে হবে।
(চ)পদের নাম, জেলার নাম ও প্রার্থীর নাম ঠিকানা সম্বলিত ১০ (দশ) টাকার ডাক টিকেট লাগানো ০১ (এক) টি ১০ ইঞ্চি % 8.৫ ইঞ্চি ফেরত খাম আবেদনের সাথে সংযুক্ত করতে হবে
Source: Samakal, 19 January 2023
Application Deadline: 20 February 2023
কিওয়ার্ডঃ