মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি (DSHE Job Circular 2024)

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ , মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা ব্যবস্থা পরিচালনার জন্যে গঠিত প্রতিষ্ঠান। শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধান ও নির্দেশনা অনুসারে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাধ্যমিক ও উচ্চতর শিক্ষা ব্যবস্থা পরিচালনা করে।

সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য ব্যক্তিদের আবেদন করার আহব্বান করা হচ্ছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে নিচের ছবিটি লক্ষ্য করুন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

প্রতিষ্ঠানের নাম মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর
চাকরির ধরণ স্থায়ী পূর্ণকালীন চাকরি
চাকরির ক্যাটাগরি সরকারি চাকরি
আবেদনকারীর লিঙ্গ  পুরুষ /মহিলা উভয়ই আবেদন করতে পারবেন।
আবেদনের বয়স সীমা ১৮-৩০ বছর
অন্যান্য সুযোগ সুবিধা প্রতিষ্ঠানের বিধি মোতাবেক
প্রতিষ্ঠানের ধরণ সরকারি প্রতিষ্ঠান
অফিসিয়াল ওয়েবসাইট www.dshe.gov.bd

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ শর্তাবলী

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে স্থায়ী, অস্থায়ী ও প্রকল্পে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখান্ত আহ্বান করা যাচ্ছে:

  • চাকুরির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত মডেল আবেদন ফরম প্রার্থী কর্তৃক যথাযথভাবে পূরণ করে আবেদন করতে হবে।আবেদনপত্রের সঙ্গে নিম্নোক্ত কাগজপত্রের সত্যায়িত অনুলিপি দাখিল করতে হবে ।
  • ক) শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র এবং জাতীয় পরিচয় পত্রের অনুলিপি।
  • খ) সম্প্রতি তোলা ০৩(তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যাধিত ছবি।
  • গ) আবেদনপত্রের সঙ্গে সকল প্রার্থীকে ২০০ টাকা অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফ্‌ট জমা দিয়ে মূল কপি আবেদনপত্রের সঙ্গে দাখিল করতে হবে।
  • ৩০/১০/২০২৪ খ্রিঃ তারিখে আবেদনকারীর বয়স ন্যুনতম ১৮(আঠার) বছর এবং সর্বোচ্চ ৩০(ত্রিশ) বছর এর মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধাদের পুত্র/কন্যা, শারীরিক প্রতিবন্ধী/এতিমদের ক্ষেত্রে অনূর্ধ্ব ৩২(বত্রিশ) বছর ।  এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। প্রার্থীদের বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণ করা হবে না
  • চাকুরিরত প্রার্থীদের যথাবথ কর্তৃপক্ষের মাধ্যমে দরখান্ত করতে হবে।

Directorate Of Secondary & Higher Education DSHE Job Circular 2024

Application Deadline: 18 February 2024

নিউ জবস সার্কুলার ফেসবুকে ফলো করতে পারেন

অনলাইনে আবেদনের নিয়মাবলী dshe.teletalk.com.bd

  • প্রার্থীকে Teletalk Bangladesh Ltd. এর Web address লিংক dshe.teletalk.com.bd অথবা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের Web address www.dshe.gov.bd গিয়ে ফরম পূরণ করতে হবে ।
  • আবেদন ফরমে তথ্য প্রদানে পাশাপাশি প্রার্থীকে নির্দিষ্ট মাপের ছবি ও স্বাক্ষর আপলোাড করতে হবে । সাদা কালাে ছবি গ্রহণযােগ্য হবে না।
  • ছবির আয়তন হবে দৈঘ্য ৩০০ x প্রস্থ ৩০০ Pixel কোনভাবেই এর কম বা বেশী নয় এবং File size হবে সর্বোচ্চ ১০০ KB। সাইভ ভিউ/সানগ্লাসসহ ছবি গ্রহণযােগ্য হবে না। স্বাক্ষরের ক্ষেত্রে দৈঘ্য ৩০০ x প্রস্থ ৮০ Pixel কোনভাবেই এর কম বা বেশী নয় এবং File size হতে হবে সবেচে ৬০ KB ।
  • সকল তথ্য যাচাই করার পর আবেদন ফরমটি সাবমিট করতে হবে ।
  • নির্ভুলভাবে আবেদ submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID সহ ছবি এবা স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবে। উক্ত Applicant’s copy প্রার্থীকে প্রিন্ট অথবা Download করে সংরক্ষণ করতে হবে।

টেলিটকে আবেদন ফি জমাদানের পদ্ধতি

Applicant’s কপিতে একটি User ID দেয়া থাকবে এবং এই User ID ব্যবহার করে Teletalk Bangladesh Ltd. কর্তৃক SMS এর মাধ্যমে প্রদত্ত নির্দেশনা অনুসারে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে SMS করে পরীক্ষার ফি প্রদান করতে হবে । এমএসএম করার পদ্ধতি নিচে দেওয়া হল :

প্রথম SMS: DSHE<space>User ID লিখে Send করুন 16222 নম্বরে।

Example : DSHE PQBCR Reply:

SMS Reply : Applicant’s Name, TK-112 or TK-56 will be charged as application fee. Your PIN is (8 digit number) 12345678.

দ্বিতীয় SMS:  DSHE <Space>Yes<Space>PIN  লিখে send করুন 16222

Example: DSHE YES 12345678

Reply: Congratulations! Applicant’s Name, payment completed successfully for DSHE Application for demostrator fost name). User ID: (*********) and Password: (*******).

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com