ফজিলাতুন্নেছা মুজিব মহিলা প্রশিক্ষণ একাডেমী সরকারি প্রশিক্ষণ কোর্স সার্কুলার 2024

ফজিলাতুন্নেছা মুজিব মহিলা প্রশিক্ষণ একাডেমীর সরকারি প্রশিক্ষণ কোর্স সার্কুলার 2024 প্রকাশিত হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত “শহীদ শেখ মুজিব মহিলা প্রশিক্ষণ একাডেমী” জিরানী, গাজীপুর।

এপ্রিল-জুন/২০২৪ সেশনে প্রশিক্ষণার্থী ভর্তির নিমিত্তে বাংলাদেশের যে কোন এলাকার শুধুমাত্র ১৬ হতে ৪০ বছর বয়স সীমার (অসহায়, দুঃস্থ, সুবিধা বঞ্চিত নারীদের অগ্রাধিকার) নিকট হতে নিম্নোক্ত  শর্তে সাদা কাগজে স্বহস্তে লিখিত/অফিস লিংক হতে সংগৃহীত নির্দিষ্ট ভর্তি ফর্মে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা প্রশিক্ষণ একাডেমী ট্রেনিং কোর্স সার্কুলার ২০২৪

ক্রঃ নং ট্রেড কোর্সের নাম আসন সংখ্যা কোর্সের মেয়াদ শিক্ষাগত যোগ্যতা পরীক্ষা গ্রহণের তারিখ ও সময়
কম্পিউটার অফিস অ্প্লিকেশন ৬০  ৩৬০ ঘন্টা SSC ০১/০৪/২৪ *সকাল ১০ টা
 

ড্রেস মেকিং এন্ড টেইলরিং ৩০  ঐ SSS/JSC
মোবাইল ফোন সার্ভিসিং ২০
সার্টিফিকেট-ইন-বিউটিফিকেশন ৩০
ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিন অপারেশন্স অ্যান্ড মেইনটেন্যান্স ৩০

ফজিলাতুন্নেছা মুজিব মহিলা প্রশিক্ষণ একাডেমীর সরকারি প্রশিক্ষণ কোর্স সার্কুলার 2024

 

Application Deadline: 31 March 2024

সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর সবার আগে পাবেন newjobscircular.com ওয়েবসাইটে।

আবেদন ও ভর্তি সংক্রান্ত নিয়মাবলী/শর্তাবলী :

  1. প্রার্থীর বয়স ১৬-৪০ বৎসর, নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা, প্রার্থী ও অভিভাবকের নাম ও মোবাঃ নম্বর উল্লেখপূর্বক নিম্ন সাক্ষরকারী বরাবরে আবেদন করতে হবে । সকল সনদ, জন্মনিবন্ধন/জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, প্রশিক্ষণার্থীর ২ কপি ছবি, অভিভাবকের ১ কপি ছবি জমা দিতে হবে। প্রশিক্ষণার্থীদের ভর্তির দিন হতেই হোস্টেলে অবস্থান করতে হবে এবং এ দিন হতে প্রশিক্ষণ শুরু হবে।
  2. ট্রেড উল্লেখপূর্বক নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। আবেদনপত্র https://ssfmwta.blogspot.com/ লিংক হতে ডাউনলোড করা যাবে।
  3. আবেদনপত্র আগামী ৩১/০৩/২০২৪ তারিখের মধ্যে সরাসরি/ডাকযোগে/ই-মেইলে  পাঠাতে হবে । ভর্তি পরীক্ষার দিনেও সকাল ১০.০০ ঘটিকার মধ্যে আবেদন করা যাবে । আবেদনপত্র একাডেমীর প্রধান ফটকের সিকিউরিটি গার্ডরুমে পাওয়া যাবে।
  4. বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশন এর জন্য নির্ধারিত ফি বাবদ ৪৫০/- টাকা কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে (সরকারি বাজেটপ্রান্তি সাপেক্ষে প্রশিক্ষণ শেষে ৪৫০/- টাকা ফেরত দেয়া হবে)। ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের জন্য টিএ/ডিএ দেয়া হবে না।
  5. সকালে কৃষির বিভিন্ন বিষয়ে হাতে-কলমে বাস্তব প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
  6. প্রশিক্ষণার্থীদেরকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক, স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে হবে।
  7. প্রশিক্ষণ চলাকালীন সময়ে (৩ মাস) ক্যাম্পাসের বাইরে অবস্থান করা যাবে না। অসুস্থ (জ্বর/হাচি/কাশি) এবং অন্তঃসত্তা নারীদের না আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো ।
  8. প্রশিক্ষণার্থীদের জনপ্রতি মাসিক ৩০০ টাকা ভাতা প্রদান, সম্পূর্ণ বিনা মূল্যে থাকা ও খাওয়ার সুব্যবস্থা রয়েছে।
  9. বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বোর্ড কর্তৃক সনদপত্র প্রদান করা হবে।
বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com