গণ উন্নয়ন কেন্দ্র নিয়োগ

গণ উন্নয়ন কেন্দ্র নিয়োগ ২০২৪-গাক নিয়োগ বিজ্ঞপ্তি

গণ উন্নয়ন কেন্দ্র নিয়োগ 2023-Gana Unnayan Kendra Job Circular 2023 প্রকাশিত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় নারী পুরুষের সমতারভিত্তিতে দারিদ্রমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা হিসাবে গাইবান্ধা জেলা সদরের নশরৎপুর গ্রামে প্রতিষ্ঠিত হয় গণ উন্নয়ন  কেন্দ্র। সম্প্রতি প্রকাশিত গণ উন্নয়ন কেন্দ্র চাকরি বিজ্ঞপ্তি র যাবতীয় তথ্য নিচে তুলে ধরা হলো। আগ্রহী ও যোগ্য ব্যক্তিদের বাংলাদেশের প্রকৃত নাগরিক হওয়া শর্তে আবেদন করার আহব্বান করা হচ্ছে।

গণ উন্নয়ন কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তির যাবতীয় তথ্য

প্রতিষ্ঠানের নামঃ গণ উন্নয়ন কেন্দ্র
চাকরির ক্যাটাগরিঃ বেসরকারি  চাকরি
পদের সংখ্যা ০৬
বয়স ১৮ -৩০ বছর
আবেদন শুরু ০৫ অক্টোবর ২০২৩
আবেদন শেষ ১৮ ডিসেম্বর  ২০২৩
অফিসিয়াল ওয়েবসাইটঃ https://www.gukbd.net/

সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর সবার আগে পাবেন এই ওয়েবসাইটে newjobscircular.com তাই যেকোনো ধরনের চাকরির খবর পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে ।জীবন বীমা কর্পোরেশন জব সার্কুলার  সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে নিচের ছবিটি লক্ষ্য করুন -বিস্তারিত তথ্য দেখুন নিচের ছবিতে।

গণ উন্নয়ন কেন্দ্র নিয়োগ 2023

জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (GUK) যা MRA, কর্তৃক লাইসেন্স প্রাপ্ত (লাইসেন্স নং ০৩৭৩০-০১৭৪৬-০০০৯১) এর অধীনে কর্মী নিয়োগের লক্ষ্যে স্থায়ী বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাত্ত আহবান করা যাচ্ছে।

পদের নামঃ  ফিল্ড ফ্যাসিলিটেটর
পদের সংখ্যাঃ  ০১
শিক্ষাগত যোগ্যতাঃ নূন্যতম স্নাতক

চাকরির দায়িত্বসমূহ
* উপকারভোগীদের দুর্যোগে ঝুঁকি হ্রাস বিষয়ক সেশন পরিচলনা;
* প্রকল্প সম্পর্কিত বিভিন্ন ইউনিয়ন স্ট্যান্ডিং কমিটি সক্রিয়করণে সহায়তা;
* উপকারভোগী নির্বাচনে বেজলাইন সার্ভে;
* উপকারভোগী এবং বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থার সাথে সংযোগ স্থাপন;
* প্রারস্তিক সতর্কতা সিস্টেম চালুকরণে সহায়তা;

আবেদনের নিয়ম ও শর্তঃ

আগ্রহী প্রার্থীগণকে আগামী ডিসেম্বর ১৮, ২০২৩ খ্রিষ্টাব্দ বিকাল ৫ টার মধ্যে পূর্ণ জীবন বৃত্তান্তসহ আবেদনপত্র সংস্থার ইমেইল
এ প্রেরণের জন্য আহবান করা যাচ্ছে। ইমেইল এর ” SUBJECT LINE” এ অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে মোবাইল/ এসএমএস/ ইমেইলের মাধ্যমে পরীক্ষার জন্য ডাকা হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ / ডিএ প্রদান করা হবে না।নারী, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী আদিবাসীদের অগ্রাধিকার দেয়া হবে;

 

 

আবেদনের ওয়েবসাইটঃ  https://bdjobs.com

সুযোগ সুবিধা ও শর্তাবলী :
শিক্ষানবীশকাল (৬ মাস) শেষে মূল্যায়নের ভিত্তিতে প্রতিষ্ঠানের নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী সকল সুবিধা প্রদান করা হবে;
কম্পিউটার (এম. এস ওয়ার্ড, এম. এস এক্সেল) জানা থাকতে হবে;
অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে;
শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে মোবাইল/এসএমএস/ইমেইলের মাধ্যমে পরীক্ষার জন্য ডাকা হবে;
পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না;
নিয়োগ সংক্রান্ত বিষয়ে যে কোন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংস্থা সংরক্ষণ করে।

gana unnayan kendra job circular 2023

আগ্রহী প্রার্থীদেরকে মার্চ ২৫, ২০২৩ তারিখ বিকাল ৫ টার মধ্যে নিমোক্ত স্বাক্ষরকারী বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত, সদ্যতোলা ২ কপি পাসপোর্ট সাইজ ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ (সকল শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতার সনদের ফটোকপি) নশরৎপুর, গাইবান্ধা-৫৭০০ এই ঠিকানায় সরাসরি/ডাক/কুরিয়ার যোগে প্রেরণের জন্য আহবান করা যাচ্ছে।
(আবু সায়েম মোঃ জান্নাতুন নূর)
ব্যবস্থাপনা পরিচালক
GUK Inclusive Enterprises Limited

GUK job circular 2023

বর্তমানে গণ উন্নয়ন কেন্দ্রে গাইবান্ধা জেলা ছাড়াও দেশের ১৩টি জেলায় বাংলাদেশ সরকার, দেশিয় ও আন্তর্জাতিক দাতা সংস্থার সহায়তায় নানামূখী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। দীর্ঘ ৩৬ বছরের পথচলায় সংস্থাটি নিজস্ব উদ্যোগে সামাজিক উন্নয়নমূলক বেশকিছু কার্যক্রমগ্রহণ করেছে। প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি প্রতিষ্ঠান গড়ে তুলে শিক্ষারগুণগত মান উন্নয়নের পাশাপাশি সরকারের মৌলিক সাক্ষরতা ও ঝড়েপড়া শিক্ষার্থীদের নিয়ে সেকেন্ড চান্স এডুকেশন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এছাড়া দক্ষ জনগোষ্ঠী তৈরিতে যুব নারী-পুরুষদের কারিগরি প্রদান করে প্রাতিষ্ঠানিক ও আত্ম-কর্মসংস্থানে সম্পৃক্ত করে যাচ্ছে। ইতোমধ্যে সংস্থাটির মাধ্যমে অন্ততপক্ষে ১৫ হাজার যুব প্রশিক্ষণ পেয়ে আয়-উপার্জনের সাথে সম্পৃক্ত রয়েছে।

 


গণ উন্নয়ন কেন্দ্র নিয়োগ 2023,গণ উন্নয়ন কেন্দ্র নিয়োগ ২০২৩,এনজিও জব সার্কুলার,এনজিও নিয়োগ ২০২৩,এস কে এস ফাউন্ডেশন নিয়োগ,guk এনজিও নিয়োগ ২০২৩,এন জি ও নিয়োগ,এস কে এস নিয়োগ বিজ্ঞপ্তি,all ngo job circular 2023,gana unnayan kendra job circular 2023,guk ngo job circular

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *