ঘাসফুল এনজিও নিয়োগ 2025 প্রকাশিত হয়েছে। মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির রেজিস্ট্রেশনভূক্ত (এম.আর.এ সনদ নং: ০০৩৯৯-০১২০৯-০০১৬০) ও পিকেএসএফ এর সহযোগী সংস্থা ঘাসফুল কর্তৃক থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
এইচএসসি, অনার্স, মাস্টার্স পাসে আবেদন করতে পারবেন। Ghashful NGO Job Circular 2025 Apply সহ বিভিন্ন পদের আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী নিয়ে উল্লেখ করা হলোঃ
ঘাসফুল এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ তথ্য
|
|
প্রতিষ্ঠানের নাম | ঘাসফুল এনজিও |
চাকরির ক্যাটাগরি | এনজিও চাকরি |
বিজ্ঞপ্তি প্রকাশ | ২৭ ডিসেম্বর প্রথম আলো |
পদের সংখ্যা | ০৬ ধরনের অসংখ্য |
বয়স | বিজ্ঞপ্তি অনুযায়ী |
শিক্ষাগত যোগ্যতা | স্নাতক/ উচ্চ মাধ্যমিক/মাধ্যমিক |
আবেদনের মাধ্যম | অনলাইন |
আবেদন ফি | বিজ্ঞপ্তি অনুযায়ী |
আবেদন শুরু | ২৫ ডিসেম্বর ২০২৫ |
আবেদন শেষ | ১০ জানুয়ারি ২০২৫ |
ওয়েবসাইট | https://rmu.ac.bd |
ঘাসফুল এনজিও নিয়োগ 2025
Ghashful NGO job circular 2025 ছাড়াও সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর সবার আগে পাবেন newjobscircular.com ওয়েবসাইটে ।ঘাসফুল এনজিও জব সার্কুলার এর আবেদন পক্রিয়া,আবেদনের সময়সীমা, যোগ্যতাসহ যাবতীয় তথ্য দেখতে নিচের ছবিটি লক্ষ্য করুন।
আবেদনের নিয়ম ও শর্ত
- আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সদ্য তোলা দুই কপি রঙ্গিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপিসহ আবেদন করতে হবে।
- খামের উপর পদের নাম ও মোবাইল নম্বর উল্লেখপূর্বক আবেদনপত্র আগামী ১০-০১-২০২৫ তারিখের মধ্যে বরাবর মানবসম্পদ বিভাগ, ঘাসফুল, বাড়ি নং # ৬২, রোড # ৩, ব্লক-বি, চান্দগাঁও আবাসিক এলাকা, চট্টগ্রাম এই ঠিকানায় ডাকযোগে / কুরিয়ার / সরাসরি পৌঁছাতে হবে।
- ই-মেইলেও আবেদন পাঠানো যাবে । ই-মেইলঃ Ghashfulrecruitment@gmail.com প্রাথমিক বাছাইয়ে পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হলে প্রার্থীদেরকে পরীক্ষার স্থান, তারিখ ও সময় আবেদনপত্রে উল্লেখিত মোবাইল নম্বরে জানানো হবে।
- উল্লেখ্য যে ঘাসফুলে নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোন ধরনের তদবির কিংবা আর্থিক লেনদেন অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে এবং কোন ধরনের আর্থিক লেনদেনের ব্যাপারে ঘাসফুল কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
Ghashful NGO Job Circular 2025 Apply
আবেদনের সময়সীমাঃ ১০ জানুয়ারি ২০২৫
কিওয়ার্ডঃ
ঘাসফুল এনজিও নিয়োগ ২০২৫,ঘাসফুল এনজিও শাখা,প্রশিকা এনজিও নিয়োগ ২০২৫,উদ্দীপন এনজিও নিয়োগ ২০২৫,এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫,প্রত্যাশী এনজিও নিয়োগ ২০২৫,ভার্ক এনজিও নিয়োগ ২০২৫,রুপান্তর এনজিও নিয়োগ