গুড নেইবারস বাংলাদেশ নিয়োগ ২০২৪ (আবেদন ইমেইলে)

গুড নেইবারস বাংলাদেশ নিয়োগ ২০২৪, Good Neighbors Bangladesh Job Circular 2024 প্রকাশ করেছে। গুড নেবার্স হল একটি আন্তর্জাতিক মানবিক উন্নয়ন এনজিও যেটি ১৯৯১ সালে কোরিয়ায় প্রতিষ্ঠিত হয়েছিল।

বিভিন্ন ধরনের পদে গুড নেইবারস বাংলাদেশ নিয়োগ দিবে। ইমেইলের মাধ্যমে আপনিও আবেদন করতে পারেন। ৪০ বছর বয়স হলেও আবেদন করতে পারবেন।

গুড নেইবারস বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

প্রতিষ্ঠানের নাম গুড নেইবারস বাংলাদেশ
চাকরির ক্যাটাগরি NGO জব সার্কুলার
কত ধরনের পদ ০৪
বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর
আবেদন শুরু ২৭ মার্চ ২০২৪
আবেদন শেষ ০৮ এপ্রিল ২০২৪
ওয়েবসাইট https://www.goodneighbors.org

গুড নেইবারস বাংলাদেশ নিয়োগ ২০২৪

গুড নেইবারস বাংলাদেশ বিভিন্ন ধরনের পদে নিয়োগ দেয়া হবে। মাসিক বেতন ভাতাদি ৫০,০০০ থেকে ৬০,০০০/- টাকা পর্যন্ত। এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন।

বাংলাদেশে প্রথম কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট চালু করা হয়েছিল ১৯৯২ সালে এবং বর্তমানে গুড নেবারস ৪০ টি দেশের ১৯২ টি কমিউনিটিতে কাজ করছে।  কমিউনিটি ডেভেলপমেন্ট  এবং শিশু সুরক্ষার উপর গুড নেবারস জোর দিয়ে যাচ্ছে।

গুড নেইবারস বাংলাদেশ জব সার্কুলার ২০২৪ সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে নিচের ছবিটি লক্ষ্য করুন। সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর সবার আগে পাবেন ওয়েবসাইটে। তাই যেকোনো ধরনের চাকরির খবর পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে।

গুড নেইবারস নিয়োগ ২০২৪

আগামী ০৮ এপ্রিল ২০২৪ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক এফআইভি ডিবি খাদিমনগর সিলেট বরাবরে পাঠাতে হবে।

Good Neighbors Bangladesh Job Circular 2024

Application Deadline: 08 April 2024

Application Deadline: 08 April 2024

অন্যান্য শর্ত ও সুবিধাবলীঃ

  1. উপরোক্ত সকল পদে গ্যাঢুইটি, প্রভিডেন্ড ফান্ড, উৎসব ভাতা ২টি, কমপেনসেটরি এলাউন্স, ক্রেডিট রিষ্ক এলাউন্স ও কর্মস্থলে নিখরচায় থাকার সুবিধা আছে।
  2. ২উপরোক্ত সকল পদে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের সময় প্রার্থীর পক্ষে একজন জামিনদারকে ৩০০/- টাকার  স্ট্যাম্পে স্বাক্ষর করে জামিনদার হতে হবে।
  3. আগ্রহী  প্রার্থীরা খামের, উপর পদের নাম্‌ উল্লেখপূর্বক আবেদনপরু এবং সাথে সম্প্রতি তোলা ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি,জীবনবৃত্তান্ত,অভিজ্ঞতা,সংশ্লিষ্ট পরীক্ষার পাশের সনদপত্রের ফটোকোপি ,জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও যোগাযোগের জন্য সেলফোন নম্বর উল্লেখ করে ৩০ সেপ্টেম্বরের মধ্যে উক্ত ঠিকানায় পাঠাতে হবে।

 

2 thoughts on “গুড নেইবারস বাংলাদেশ নিয়োগ ২০২৪ (আবেদন ইমেইলে)”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com