মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ধীন মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত এবং বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড কতৃক অনুমোদিত “মহিলা কৃষি পশিক্ষণ ইনস্টিটিউট” তুলাতলা, মোরেলগঞ্জ, বাগেরহাটে জানুয়ারী-মার্চ/২০২৩ খ্রিঃ সেশনে আবাসিক ভিন্তিতে প্রশিক্ষপর্থী ভর্তির নিমিতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশের যে কোন এলাকার শুধুমাত্র ১৬ হতে ৪০ বছর বয়স সমার মহিলাদের (প্রতিবন্ধীদের অধিকার) নিকট হতে নিম্নোক্ত শর্তে সাদা কাগজে হতে লিখিত/অফিস হতে সংগৃহীত নির্দিষ্ট ভর্তি ফরমে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ এর যাবতীয় তথ্য
|
|
প্রতিষ্ঠানের নামঃ | মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট |
চাকরির ক্যাটাগরিঃ | |
চলমান বিজ্ঞপ্তি | ০১ |
পদের সংখ্যা | ০২ |
বয়স | বিজ্ঞপ্তি অনুযায়ী |
শিক্ষাগত যোগ্যতা | |
আবেদনের মাধ্যম | অনলাইন |
আবেদন ফি | বিজ্ঞপ্তি অনুযায়ী |
আবেদন শুরু | ১৫ জানুয়ারি ২০২৩ |
আবেদন শেষ | ২৩ জানুয়ারি ২০২৩ |
অফিসিয়াল ওয়েবসাইটঃ | http://dwa.portal.gov.bd/ |
মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২
মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ ছাড়াও সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর সবার আগে পাবেন newjobscircular.com ওয়েবসাইটে।
১।পদের নামঃ কম্পিউটার অফিস এপ্লিকেশন্স
আসন সংখ্যাঃ ৪০ জন
কোর্সের মেয়াদঃ ৩৬০ ঘন্টা
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি বা সমমান
২।পদের নামঃ ড্রেস মেকিং এন্ড টেইলরিং
আসন সংখ্যাঃ ৪০ জন
কোর্সের মেয়াদঃ ৩৬০ ঘন্টা
শিক্ষাগত যোগ্যতাঃ জেএসসি বা সমমান
৩।পদের নামঃ বিউটি পার্লার
আসন সংখ্যাঃ ২০ জন
কোর্সের মেয়াদঃ ৩৬০ ঘন্টা
শিক্ষাগত যোগ্যতাঃ জেএসসি বা সমমান

Application Deadline: 31 December 2022
কিওয়ার্ডঃ যুব উন্নয়ন প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩,কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ভর্তি,কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ভর্তি 2023,যুব উন্নয়ন প্রশিক্ষণ ২০২৩,কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট গাজীপুর,উপজেলা যুব উন্নয়ন প্রশিক্ষণ,যুব উন্নয়ন ড্রাইভিং প্রশিক্ষণ,যুব উন্নয়ন প্রশিক্ষণ বিজ্ঞপ্তি 2023
Leave a Reply