সমন্বিত ৭ ব্যাংক সিনিয়র অফিসার লিখিত প্রশ্ন ও সমাধান ২০২৪

সমন্বিত ৭ ব্যাংক সিনিয়র অফিসার লিখিত প্রশ্ন ও সমাধান নিয়ে নিউজব সার্কুলার কাজ শুরু করেছে।বাংলাদেশ ব্যাংকের অধীনে সমন্বিত ৭ ব্যাংক সিনিয়র অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তির পর লিখিত পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা শেষ হওয়ার পর বাংলাদেশ ব্যাংকের সিনিয়র অফিসার লিখিত পরীক্ষার প্রশ্ন দেখতে চান অনেকে আবার অনেকে সমাধানসহ প্রশ্নপত্র দেখতে যান।

২০ জানুয়ারি ২০২৩ তারিখে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ব্যাংকের সিনিয়র অফিসারের লিখিত এমসিকিউ পরীক্ষা। বাংলাদেশ ব্যাংকের অধীনে সকল ব্যাংকের সিনিয়র অফিসার প্রশ্ন সমাধান নিচে দেয়া হবে।

সিনিয়র অফিসার সিলেবাস

ইংরেজি,গণিত, বাংলা, সাধারণ জ্ঞান, কম্পিউটার, জেনারেল এই ০৬ টি বিষয়ে মোট ১০০ টা প্রশ্ন থাকবে। ৬০ মিনিট বা এক ঘন্টার পরীক্ষা হয়ে থাকে। Senior Officer পদের MCQ প্রশ্নের প্রত্যেকটি প্রশ্নের মার্কস ০১ নাম্বার। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ মার্কস কাটা যাবে।

যারা সমন্বিত ৭ ব্যাংক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন বা নতুন করে বাংলাদেশ ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিয়োগের জন্য প্রস্তুতি গ্রহণ শুরু করেছেন,  তারা ০৭ ব্যাংক এর প্রশ্ন সমাধান খুজে থাকে। তো চলুন Bangladesh Bank Senior Officer Question 2023 solution দেখে আসি ইমেজ ও টেক্সট ভার্শনে। 

 

 

১.প্রশ্ন ) উপসর্গ কোনটি?

উত্তর: অতি

২.প্রশ্ন ) ‘ বঙ্গদর্শন ‘ পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়?

উত্তর: ১৮৭২ সালে

৩.প্রশ্ন ) কোনটি বিশেষণ বাচক শব্দ?

উত্তর: জীবনী

৪.প্রশ্ন ) কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে?

উত্তর: ওরা কি করে?

৫.প্রশ্ন ) কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে?

উত্তর: পাঠক

৬.প্রশ্ন ) বাংলাদেশে “সিরাজউদ্দোলা” নাটকটি কে রচনা করেছেন?

উত্তর: সিকানদার আবু জাফর

৭.প্রশ্ন ) “দ্রবণ” শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায়-

উত্তর: দ্রো + অন

৮.প্রশ্ন ) “হেড মৌলভী” কোন কোন ভাষার শব্দ সহযোগে গঠিত?

উত্তর: ইংরেজি + ফার্সি

৯.প্রশ্ন ) কোন চরণটি সঠিক? উত্তর: সঠিক উত্তর নাই

[সঠিক উত্তর: ধন্য ধান্য পুষ্প ভরা]

১০.প্রশ্ন ) “নষ্ট হবার স্বভাব যার” এক কথায় কি হবে?

উত্তর: নশ্বর

১১.প্রশ্ন ) “সংশয়” এর বিপরীতার্থক শব্দ কোনটি?

উত্তর: প্রত্যয়

১২.প্রশ্ন ) বিভক্তিযুক্ত ধাতু ও শব্দকে কি বলে?

উত্তর: পদ

১৩.প্রশ্ন ) কোন দ্বিরুক্তি শব্দজুটি বহুবচন সংকেত করে?

উত্তর: পাকা পাকা আম

১৪.প্রশ্ন ) বাংলা ভাষায় প্রথম সার্থক কমেডি নাটক কোনটি?

উত্তর: ভদ্রার্জুন

১৫.প্রশ্ন ) “মাগো ভাবনা কেন” গানটির গীতিকার কে?

উত্তর: গৌরীপ্রসন্ন মজুমদার

১৬.প্রশ্ন ) খনার বচন এর মূলভাব কি?

উত্তর: শুদ্ধ জীবনযাপন রীতি

১৭.প্রশ্ন ) কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে?

উত্তর: ত্রিভুজ

১৮.প্রশ্ন ) কোনটি মৌলিক শব্দ?

উত্তর: কোনটিই নয়

১৯.প্রশ্ন ) নিচের কোন শব্দ ণত্ব বিধি অনুসারে “ণ” এর ব্যবহার হয়েছে?

উত্তর: প্রবণ

২০.প্রশ্ন ) কোন বাক্যটি শুদ্ধ?

উত্তর: দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়

২১.প্রশ্ন ) “মাটির ময়না” চলচ্চিত্রের নির্মাতা কে?

উত্তর: তারেক মাসুদ

২২.প্রশ্ন ) “নীল দর্পণ” নাটকটির মূল বিষয়বস্তু কি?

উত্তর: নীলকরদের অত্যাচার

২৩.প্রশ্ন ) কোনটি কাজী নজরুল ইসলাম রচিত নয়?

উত্তর: পদ্মপুরান

২৪.প্রশ্ন ) রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কি?

উত্তর: গৌড়ীয় ব্যাকরণ

২৫.প্রশ্ন ) “চৌ-হদ্দি” শব্দটি কোন কোন ভাষার শব্দযোগে হয়েছে?

উত্তর: ফারসি+আরবি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com