উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ  এর  অনুমোদিত সাপেক্ষে  দুর্গম ও কম অগ্রগতিসম্পন্ন এলাকায়  মা ও শিশু স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে নিয়মিত মাঠকমীদের পাশাপাশি  পরিবার পরিকল্পনা বিভাগে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে ইউনিয়নের কর্মলাকায় ১৮-৩০ বছরের বয়সী স্থায়ী  বাসিন্দাদের নিকট হতে “কাজ নাই, ভাতা নাই” ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।  কাজ করতে ইচ্ছুক প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

১। পদের নামঃ Paid peer volunteer

পদের সংখ্যাঃ ১৩ জন

বেতনঃ দৈনিক  ৪০০ টাকা

সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর সবার আগে পাবেন নিউজবস সার্কুলার ওয়েবসাইটে।  তাই যেকোনো ধরনের চাকরির খবর পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট। উপজেলা পরিবার পরিকল্পনা মন্ত্রালয় জব সার্কুলার সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে নিচের ছবিটি লক্ষ্য করুন -বিস্তারিত তথ্য দেখুন নিচের ছবিতে।

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

Source: Daily Bangladesh Pratidin, 15 May 2023

Application Deadline: 24 May 2023

আবেদনের  শর্তাবলী

১) সাদা কাগজে প্রার্থীর নাম, পিতা/স্বামীর নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, ধর্ম, জাতীয়তা, সচল
মোবাইল নষ্বর ও অভিজ্ঞতা উল্লেখপূর্বক মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ও সদস্য সচিব, নিয়োগ ও বাছাই কমিটি, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, মঠবাড়িয়া, পিরোজপুরের বরাবরে আবেদন করতে হবে ।

২) অর্পিত দায়িত্ব পালন এবং কার্যক্রমের অগ্রগতি সন্তোষজনক না হলে কর্তৃপক্ষ নিয়োগ বাতিল করতে পারবেন ।

(৩) প্রতি মাসে Paid peer Volunteer-দের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হবে । যে সকল কর্মীদের কার্যক্রমের অগ্রগতি সন্তোষজনক নয়, তাদেরকে প্রাথমিকভাবে ৩ (তিন) মাসের সময় দিয়ে অগ্রগতি অর্জনের জন্য তাগাদাপত্র দেয়া হবে।

৪) স্বেচ্ছায় দায়িতু হতে অব্যাহতি চাইলে
কমপক্ষে এক মাস পূর্বে কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে ।

৫) অধিদপ্তর থেকে সরবরাহকৃত পোশাক পরিধান করে কর্ম এলাকায় কাজ করতে হবে ।

৬) সদ্য তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের হুবি সত্যায়িত, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি, সংশিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-এর নিকট হতে গৃহীত নাগরিক/চারিত্রিক সনদপত্র/জাতীয় পরিচয়পত্র সত্যায়িত হবে ।
অভিজ্ঞতার (সমাজ কল্যাণমূলক/চাকুরী) সত্যায়িত সনদ ।

৭) নিয়োগ কমিটি জমাকৃত আবেদনপত্র যাচাই-বাছাই শেষে নোটিশ বোর্ডে প্রদর্শিত থাকবে ।

(৮) কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তারিখই যথাযথ বলে বিবেচিত হবে ।

যোগ্যতা 

১) কর্ম এলাকার (ইউনিয়নের) স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বিবাহিত মহিলা ।

২) ন্যুনতম এসএসসি পাস।

৩) শারীরিক ও মানসিকভাবে সুস্থাস্থ্যের অধিকারী (যোগদানের সময় মেডিকেল সার্টিফিকেট দিতে হবে)।

8) সমাজ কল্যাণমূলক কাজ করতে আগ্রহী

৫) বয়স- ১৮-৩০ বৎসর পর্যন্ত ।

৬) দুই সন্তানের অধিক সন্তান বিশিষ্ট দম্পতি অযোগ্য হিসেবে বিবেচিত হবে ।

৭) মুক্তিযোদ্ধা পোব্যদের সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে।

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com