নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভোলায় শূন্য পদে নিয়োগের নিমিত্তে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে যোগ্যতাসম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ফরমে দরখাস্ত আহব্বান করা হচ্ছে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
প্রতিষ্ঠান | নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল |
চলমান বিজ্ঞপ্তি | ০২টি |
মোট পদ | ০৬ টি |
পদের সংখ্যা | ০৬ জন |
বয়স | ১৮-৩০ বছর |
শিক্ষাগত যোগ্যতা | ৮ম শ্রেণি/এসএসসি/এইচএসসি |
আবেদনের শেষ তারিখ | ১০ মার্চ ২০২৩ |
Women and Children Repression Prevention Tribunal Job Circular 2024
Source: Karatoa, 20 May 2024
Application Deadline: 30 May 2024
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নিয়োগ আবেদন পক্রিয়া
- আবেদনপত্র আগামি খ্রিঃ ৩০/০৫/২০২৪ তারিখ বিকাল ৫: ০০টার মধ্যে উক্ত ঠিকানা বরাবর সরাসরি অথবা ডাকযোগে পৌছাতে হবে।
- ইউনিয়ন পরিষদ/পৌরসভার চেয়ারদ্যান/সিটি কর্পোরেশনের কমিশনার কর্তৃক প্রদত্ত মুল চারিত্রিক সনদপন্রেরমুল কপি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে।
- প্রার্থিত পদের জন্য বিচারক (জেলা ও দায়রা জজ), নারী ও শিশু নির্ধাতন দমন ট্রইব্যুনাল, ভোলা এর অনুকূলে ১০০/- টাকার অফেরতযোগ্য ব্যাংক ভ্বাফট/পে-অর্ডার/পোস্টাল অর্ডার দাখিল করতে হবে।
- আবেদনপত্র বাছাই অন্তে লিখিত, মৌখিক ও ব্যবহারিক (প্রযোজা ক্ষেত্রে) পরীক্ষার স্থান ও সময় জানিয়ে প্রার্থীর দাখিলী ফেরত খামে প্রবেশপত্র প্রেরণ করা হবে।
- প্রার্থীদের পরীক্ষার অংশগ্রহণের জন্য কোন প্রকার ভাতদি প্রদান করা হবেনা।
- ত্রুটিপূর্ণ ও অসম্পূর্ণ দরখান্তসমূহ বাতিল বলে গণ্য হবে।
- খামের উপরে পদের নাম এবং নিজ জেলার নাম উল্লেখ করতে হবে।
- চাকুরীরত প্রার্থী/প্রা্থিলীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।