বিডিএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। বিডিএস একটি সু-প্রতিষ্ঠিত উন্নয়ন সংস্থা যা পিকেএসএফ ও সরকারী ব্যাংক এর আর্থিক সহায়তায় পরিচালিত যাহার এমআরএ সনদ নম্বর ০৩১৬০-০২৭০২-০০৩৫৫। সংস্থা মাইক্রোফিন্যান্স কর্মসূচীতে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করছে।
বিডিএস এনজিও জব সার্কুলার এর যাবতীয় তথ্য
|
|
প্রতিষ্ঠানের নাম | বিডিএস এনজিও |
চাকরির ক্যাটাগরি | বেসরকারি চাকরি |
বিজ্ঞপ্তি প্রকাশ | ২৬ এপ্রিল ২০২৪ |
পদের সংখ্যা | অসংখ্য |
বয়স | বিজ্ঞপ্তি অনুযায়ী |
শিক্ষাগত যোগ্যতা | স্নাতক/ উচ্চ মাধ্যমিক/মাধ্যমিক |
আবেদনের মাধ্যম | অনলাইন |
আবেদন ফি | বিজ্ঞপ্তি অনুযায়ী |
আবেদন শুরু | ২৭ এপ্রিল ২০২৪ |
আবেদন শেষ | ৩১ মে ২০২৪ |
অফিসিয়াল ওয়েবসাইট | www.bdsbd.org |
Bangladesh Development Society BDS Job Circular 2023 ছাড়াও সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর সবার আগে পাবেন newjobscircular.com ওয়েবসাইটে।বিডিএস এনজিও জব সার্কুলার এর আবেদন পক্রিয়া,আবেদনের সময়সীমা, যোগ্যতাসহ যাবতীয় তথ্য দেখতে নিচের ছবিটি লক্ষ্য করুন। BDS Job Circular 2023 apply এ উল্লিখিত পদে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী নিয়ে উল্লেখ করা হলোঃ
বিডিএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
দেশের অন্যতম সেরা বিডিএস এনজিও ০৬ ধরনের পদে নিয়োগ বিজ্ঞপ্তি এর যাবতীয় তথ্য,আবেদন পদ্ধতি নিচে তুলে ধরা হলঃ
০১। পদের নামঃ ফাইন্যান্স ম্যানেজারঃ বয়সসীমা : অনুধ্ব ৪২ বছর। হিসাববিজ্ঞান/ফাইন্যান্স বিষয়ে স্নাতকোত্তর/স্নাতক পাসসহ MS OFFICE এর যাবতীয় কার্যক্রমসহ অটোমেশনের কাজে পারদর্শী । মাইক্রোফিন্যান্স প্রতিষ্ঠানে কমপক্ষে ৩ (তিন) বছরের হিসাব ব্যবস্থাপনাসহ, বাজেটিং, কক্ট্রোলিং, মনিটরিং, রিপোর্টিং ও নিরীক্ষা বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবীশকাল ০৬ (ছয়) মাস। মাসিক বেতন : ৪৩,০০০/- পরবর্তীতে ৪৫,০০০/- টাকা । নিজস্ব বৈধ লাইসেলসহ মোটরসাইকেল থাকতে হবে।
০২। পদের নামঃ কর্মসূচী সমন্বয়কারীঃ বয়সসীমা : অনূধ্ব ৪০ বছর । স্নাতকোত্তর/স্নাতক পাশসহ ও MS OFFICE এর যাবতীয় কার্যক্রমসহ অটোমেশনের কাজে পারদশী। মাইক্রোফিন্যান্স প্রতিষ্ঠানে মাঠপর্যায়ে কমপক্ষে ৩ (তিন) বছরের অভিজ্ঞতা । শিক্ষানবীশকাল ০৬ (ছয়) মাস। মাসিক বেতন : ৪৩,০০০/- পরবর্তীতে ৪৫,০০০/- টাকা । নিজস্ব বৈধ লাইসেন্সসহ মোটরসাইকেল থাকতে হবে ।
০৩। পদের নামঃ ম্যানেজার (অডিট) বয়সসীমাঃ অনুর্ধ্ব ৩৫ বছর । হিসাববিজ্ঞান/ফিন্যান্স বিষয়ে স্নাতকোত্তর/স্নাতক পাস হতে হবে। মাইক্রোফিন্যান্স প্রতিষ্ঠানে ২ (দুই) বছর নিরীক্ষা কার্য পরিচালনার অভিজ্ঞতা । MS OFFICE এর যাবতীয় কার্যক্রমসহ অটোমেশনের কাজে পারদর্শী । শিক্ষানবীশকাল ০৬ (ছয়) মাস। মাসিক বেতন : ৩৩,০০০/- পরবর্তীতে ৩৫,০০০/- টাকা । নিজস্ব বৈধ লাইসেন্স সহ মোটরসাইকেল থাকতে হবে।
০৪। পদের নামঃ শাখা ম্যানেজারঃ বয়সসীমা : অনূর্ধ্ব ৪০ বছর। স্নাতকোত্তর/স্নাতক পাস হতে হবে। MS OFFICE এবং
অটোমেশনের কাজে পারদর্শী । মাইক্রোফিন্যান্স প্রতিষ্ঠানে কমপক্ষে ২ (দুই) বছরের অভিজ্ঞতা । শিক্ষানবীশকাল ০৬ ছয়) মাস। মাসিক বেতন : ২৫,০০০/- পরবর্তীতে ২৭,০০০/- টাকা । নিজস্ব মোটরসাইকেল থাকতে হবে।
০৫। পদের নামঃ হিসাব রক্ষক কাম সুপারভাইজারঃ বয়সসীমাঃ অনূর্ধ্ব ৪০ বছর। স্নাতকোত্তর/স্নাতক এমএস ও অটোমেশনের কাজে পারদশী। । নিজস্ব মোটরসাইকেল থাকতে হবে।মাইক্রোফিন্যান্স প্রতিষ্ঠানে কমপক্ষে ২ (দুই) বছরের অভিজ্ঞতা
মাসিক বেতন হবে শিক্ষানবীশকাল ০৬ (ছয়) মাস। মাসিক বেতন : ২৫,০০০/- পরবর্তীতে ২৭,০০০/- টাকা
০৬। পদের নামঃ ফিল্ড অফিসারঃ বয়সসীমাঃ অনূর্ধ্ব ২৫-৩০ বছর। স্নাতকোত্তর/স্নাতক/এইচএসসি পাস হতে হবে। নিজস্ব মোটরসাইকেল বা বাইসাইকেল থাকতে হবে।মাইক্রোফিন্যান্স প্রতিষ্ঠানে কমপক্ষে ২ (দুই) বছরের অভিজ্ঞতা। মাসিক বেতন হবে শিক্ষানবীশকাল ০৬ (ছয়) মাস। মাসিক বেতন :২০,০০০/- পরবর্তীতে ২২,০০০/- টাকা ।
অন্যান্য শর্তাবলী ও সুবিধাদিঃ সংস্থার নীতিমালা অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের সময় জামানত (ফেরতযোগ্য) প্রদান করতে হবে এবং সংস্থার নিয়মানুযায়ী সকল সুবিধা প্রাপ্ত হবে৷ আবেদনকারীর পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত মোবাইল নম্বরসহ আবেদনপত্র আগামী ৩১/০৫/২০২৪ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক, “বিডিএস ভবন”, ৫ সদর রোড, বরিশাল ঠিকানায় ডাকযোগে/কুরিয়ারে/সরাসরি প্রেরণ করতে হবে । খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। বিজ্ঞপ্তিটি ওয়েব সাইটে পেতে ভিজিট করুন www.bdsbd.org সংস্থা নারীদের সম-সুযোগে বিশ্বাসী । তদবির প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে।
Bangladesh Development Society BDS NGO Job Circular 2024
Source: Prothom Alo, 26 April 2024
Application Deadline: 31 May 2024