সিও এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ অনুসারে ১৫ ক্যাটাগরিতে ৭৮৮ টি পদের জন্য জনবল নিয়োগ দিবে। দৈনিক প্রথম আলোতে প্রকাশিত হয়ছে ১১ আগস্ট ২০২৩ তারিখে। Socio Economic Health Education Organization কে সংক্ষেপে SEHEO বা সিও বলে। পদভেদে সর্বোচ্চ ৩০,৩৫,৪৫,৫০ বছর হলেও আপনি আবেদন করতে পারবেন।
SEHEO, সমাজকল্যাণ বিভাগ, এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি (MRA) এবং যুব উন্নয়ন বিভাগে নিবন্ধিত একটি এনজিও। অলাভজনক এনজিও উন্নয়ন সংস্থা যা দরিদ্র মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে চলেছে। ক্ষুদ্রঋণ, কৃষি, হাঁস-মুরগি ও পশুসম্পদ, মৎস্য চাষ, পুষ্টি ও স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি এর প্রধান কর্মসূচি ও প্রকল্প গুলি অন্যতম।
সিও এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
সিও এনজিও নিয়োগ ২০২৩ এর আলোকে পদভেদে মাসিক বেতন হবে ১৬,০০০-৬০,০০০/-৭০,০০০/- টাকা পর্যন্ত। ১৫ ধরনের এসব পদের জন্য আবেদনের সময়সীমা ০৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত করা হয়েছে। এনজিওতে চাকরি করার মানসিকতা ও আগ্রহ থাকলে আপনি সিও এনজিও নিয়োগের জন্য আবেদন করতে পারেন।
কর্মস্থল | SEHEO NGO এর যেকোন অফিসে |
কোন ধরনের চাকরি | এনজিও চাকরি |
নিয়োগ প্রকাশের তারিখ | ১১ আগস্ট ২০২৩ |
পদের সংখ্যা | ৭৮৮ টি |
যোগ্যতা | অষ্টম শ্রেণী,এসএসসি,এইচএসসি,স্নাতক |
বিজ্ঞপ্তির উৎস | জাতীয় দৈনিক প্রথম আলো |
আবেদনের মাধ্যম | ডাকযোগে |
আবেদনের শেষসীমা | ০৯ সেপ্টেম্বর ২০২৩ |