বাংলাদেশ রাবার বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ [rubberboard.gov.bd job circular 2023] প্রকাশিত হয়েছে।পরিবেশ, বন,জলবায়ু পরিবর্তনের আওতাধীন বাংলাদেশ রাবার বোর্ডে (বিআরবি) লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অস্থায়ীভাবে রাজস্ব খাতের ০১ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীদের বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে http://brb.teletalk.com.bd ওয়েবসাইটে দরখাস্ত আহব্বান করা হচ্ছে।
বাংলাদেশ রাবার বোর্ড জব সার্কুলার ২০২৩ এর যাবতীয় তথ্য
|
|
প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ রাবার বোর্ড |
চাকরির ক্যাটাগরি | সরকারি চাকরি |
পদের সংখ্যা | ০১ |
বয়স | ১৮ -৩০ বছর |
আবেদন শুরু | ২৫ জুন ২০২৩ |
আবেদন শেষ | ২৫ জুলাই ২০২৩ |
আবেদনের মাধ্যম | অনলাইনে |
অফিসিয়াল ওয়েবসাইট | http://www.rubberboard.gov.bd |
পদের নামঃ একান্ত সচিব
পদের সংখ্যাঃ ০১ টি
গ্রেডঃ ১০; ১৬,০০০-৩৮,৬৪০/-
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক সমমান
বাংলাদেশ রাবার বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ ইমেজ
Application Deadline: 25 July 2023
Bangladesh Rubber Board Job Circular 2023 : আবেদনের শর্তাবলী
১। বাংলাদেশ রাবার বোর্ড (কর্মচারী) চাকুরি প্রবিধিমালা, ২০২৩ অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে;
২। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং ২৫-০৬-২০২৩ তারিখে আবেদনকারীর বয়স অনূর্ধ ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা /শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর। মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যাদের (নোতি-নাতনি) বয়সের উর্ধসীমা
৩০ (ত্রিশ) বছর। বয়সের ক্ষেত্রে এফিডেফিট গ্রহণযোগ্য নয়।
৩। আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলীঃ
কে) পরীক্ষায় অংশগ্রহণের জন্য ইচ্ছুক প্রার্থীগণ http://www.rubberboard.gov.bd/ এর ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
(খ) আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ২৫ জুলাই ২০২৩, বিকাল ০৫:০০ টা।
উক্ত সময়সীমার মধ্যে কেবলমাত্র USER ID প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র SMS এর সময় থেকে পরবর্তী ৭২(বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধমে পরীক্ষার ফি জমা দিতে গারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পরে SMS এর মাধ্যমে ফি জমাদান এবং অনলাইনে কোন আবেদন গ্রহণ হবে না।
(গ) ফি জমাদানের পূব পর্যন্ত আবেদনপত্র সংশোধনের সুযোগ রয়েছে ।প্রার্থীদের আবেদনের প্রিন্ট কপি দেখে নিশ্চিত হয়ে ফি জমা দিতে হবে। ফি জমালে দিলে আবেদনপত্রে আর কোন সংশোধনের সুযোগ থাকবে না।
৪। প্রার্থীকে আবেদনের সময় প্রাথমিকভাবে কোন কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে, পরীক্ষা গ্রহণের পর কেবল উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় আবেদনপত্রে উল্লিখিত তথ্যাদির সমর্থনে নিম্নলিখিত প্রয়োজনীয় কাগজপত্র মুল কপি প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। সকল সত্যা়না প্রত্যয়ন ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সম্পাদিত হতে হবে।
৫। সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি।
৬। প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার জ্ঞানের সমর্থনে সনদের সত্যায়িত কপি।
৭। চাকরির আবেদন ফরমে উল্লিখিত স্থায়ী ঠিকানা, নিজ জেলা ও জাতীয়তা সমর্থন সংশ্িষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ পৌরসভার মেয়র/ সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার/ কাউ্সিলর কর্তৃক ইস্যুকৃত (নিজ জেলা উল্লেখকরত:) জাতীয়তার সনদের মূল/ সত্যায়িত কপি।
ভিশন: স্বয়ংসম্পূর্ণ টেকসই রাবার শিল্প প্রতিষ্টা ও পরিবেশ উন্নয়ন।
মিশন
- আধুনিক পদ্ধতিতে উন্নত মানের রাবার চাষ নিশ্চিত করা।
- ইজারাকৃত জমির যথাযথ ব্যবহারের মাধ্যমে রাবার উৎপাদন বৃদ্ধি করা।
- রাবার চাষে ও শিল্পে বিরাজমান সমস্যার সমাধান করা।
- বিদেশে রপ্তানির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখা।
- রাবার চাষে দরিদ্র জনগোষ্ঠীকে নিয়োজিত করে দারিদ্রতা নিরসন করা।
- রাবার শিল্পের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ।