মানবিক সাহায্য সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি 2023, এমএসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) বাংলাদেশের বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের মধ্যে অন্যতম উন্নয়ন সংগঠন। এটি জাতীয় পর্যায়ের একটি সুপ্রতিষ্ঠিত ক্ষুদ্রঋন প্রদানকারী সেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা। সম্প্রতি প্রকাশিত মানবিক সাহায্য সংস্থা চাকরি বিজ্ঞপ্তি র যাবতীয় তথ্য নিচে তুলে ধরা হল। সংস্থার ক্ষুদ্রঋণ কর্মসূচীতে জরুরী ভিত্তিতে নিয়োগের জন্য সত,উদ্যমী এবং কর্মঠ প্রার্থীদের আবেদন করার জন্য আহব্বান করা হচ্ছে।
মানবিক সাহায্য সংস্থা জব সার্কুলারের যাবতীয় তথ্য
|
|
প্রতিষ্ঠানের নাম | মানবিক সাহায্য সংস্থা |
চাকরির ক্যাটাগরি | NGO চাকরি |
চলমান বিজ্ঞপ্তি | ০২ |
পদের সংখ্যা | ৩ জন |
বয়স | সর্বোচ্চ ৩০ বছর |
শিক্ষাগত যোগ্যতা | স্নাতকোত্তর |
আবেদনের মাধ্যম | ইমেইলে |
আবেদন ফি | ফ্রী |
আবেদন শুরু | এপ্রিল ২০২৩ |
আবেদন শেষ | ১৫ মে ২০২৩ |
অফিসিয়াল ওয়েবসাইটঃ | https://mssbd.org |
সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর সবার আগে পাবেনnewjobscircular.com চাকরি বিষয়ক পোর্টালে। তাই যেকোনো ধরনের চাকরির খবর পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে। মানবিক সাহায্য সংস্থা জব সার্কুলার 2023 সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে নিচের ছবিটি লক্ষ্য করুন -বিস্তারিত তথ্য দেখুন নিচের ছবিতে।
মানবিক সাহায্য সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি 2023
মানবিক সাহাষ্য সংস্থা জাতীয় পর্যায়ের একটি সুপ্রতিষ্ঠিত ষেচহাসেবী উন্নয়ন সংস্থা হিসেবে ১৯৭৪ সাল থেকে দেশের দরিদ্র জনগোষ্ঠির আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে সফলতার সাথে কাজ করে যাচ্ছে৷ সংস্থার কর্মী/কর্মকর্তা, সুবিধাভোগী এবং অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট মহলের বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের জন্য নীলফামারী জেলার সৈয়দপুরে নামে সংস্থার প্রশিক্ষণ সেন্টার রয়েছে। উক্ত প্রশিক্ষণ সেন্টারের সার্বিক দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত পদে যোগ্য বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে আবেদনপত্র আহবান করা যাচ্ছে৷
পদ: ডেপুটি ডিরেক্টর 01 টি
বেতন: আকর্ষনীয়
বয়স: সর্বোচ্চ ৪৮ বছর
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রী
পদ: এসিস্ট্যান্ট ডিরেক্টর 02 টি
বেতন: আকর্ষনীয়
বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রী
Application Deadline: 15 May 2023
Application Deadline: 15 May 2023
১।পদের নামঃ সিনিয়র ম্যানেজার
শিক্ষাগত যোগ্যতাঃ যে কোন বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর/সমমান পাস।
বয়সঃ সর্বোচ্চ ৪০ বৎসর।
অভিজ্ঞতাঃ ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে স্ব-পদে ন্যুনতম ০১ বছর কমপক্ষে ০৫ বছর অথবা সহকারী শাখা ব্যবস্থাপক পদে শাখা পরিচালনায় ন্যুনতম ০৩ বছর অভিজ্ঞতাসহ কমপক্ষে ০৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।
বেতনঃ ৩৮,০০০ – ৪২,০০০ টাকা।
আবেদনের নিয়মাবলীঃ
সনদের ফটোকপি, বর্তমান/সর্বশেষ কর্মরত প্রতিষ্ঠানের আইডি ‘কার্ডের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে) এবং সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজ রঙ্গীন ছবিসহ “নির্বহী পরিচালক, মানবিক সাহায্য ( সেল সেন্টার ৪ র্থ তলা), ২৯,ত পশ্চিম পান্থপথ, ঢাকা-১২০৫” বরাবর আবেদন করতে হবে যা’সরাসরি হাতে হাতে/ডাক/কুরিয়ার যোগে পাঠাতে হবে। আবেদন পত্র ও খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ্য করতে হবে।
Manabik Shahajya Sangstha (MSS) Job Circular 2023
১) সকল পদে শিক্ষানবীশকাল ০৬ মাস। তবে কর্মক্ষেত্রে দক্ষতার ভিত্তিতে সকলপদে শিক্ষানবীশকাল হ্রাস/বৃদ্ধি করা হতে পারে
২) শিক্ষাজীবনে কোন পরীক্ষায় তৃতীয় শ্রেণী/বিভাগ গ্রহণযোগ্য নয়।প্রার্থীকে সংস্থার ষে কোন কর্মএলাকায় কাজ করতে আগ্রহী হতে হবে
৩) ১ ও ২নং পদের পদের প্রার্থীদের মটর সাইকেল চালানো এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক এবং ৩নং পদের প্রার্থীদের বাইসাইকেল চালানো বাধ্যতামূলক,
৪)পদের প্রার্থীর কম্পিউটারে ওয়ার্ড, একৃংতেরল, বাংলা ও ইংরেজি টাইপিং এবং ইন্টারনেট ব্যবহার জানা বাধ্যতামূলক
৫)যোগদানের সময় সকল পদের জন্য মা/বাবা/আপন ভাই/বোন/নিকটতম আত্্ীয় দ্বারা (কমপক্ষে একজন)
জামিনদার হিসাবে নিশ্চয়তা প্রদান করতে হবে
(৬) চাকুরীতে যোগদানের সময় সংস্থার নিয়মানুযায়ী ২নং পদের প্রার্থীকে ১৫,০০০/- টাকা এবং ০৩নং পদের প্রার্থীকে ১০,০০০/- টাকা (সংস্থা ত্যাগকালে লভ্যাংশসহ ফেরৎযোগ্য) জামানত/সিকিউরিটি হিসাবে প্রদান করতে হবে।
gmail: hr.manabik@gmail.com
শর্তাবলীঃ
(১) সকল পদে শিক্ষানবীশকাল ০৬ মাস। তবে কর্মক্ষেত্রে দক্ষতার ভিত্তিতে সকলপদে শিক্ষানবীশকাল হ্রাস/বৃদ্ধি করা হতে পারে
(২) শিক্ষাজীবনে কোন পরীক্ষায় তৃতীয় শ্রেণী/বিভাগ গ্রহণযোগ্য নয়। প্রার্থীকে সংস্থার যে কোন কর্মএলাকায় কাজ করতে আগ্রহী হতে হবে
(৩) প্রার্থীদের বাইসাইকেল চালানো বাধ্যতামূলক, তবে বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মটর সাইকেল চালানোয় পারদর্শীরা অগ্রাধিকার পাবেন
(৪) যোগদানের সময় সকল পদের প্রার্থীর জন্য মা/বাবা/আপন ভাই/বোন/নিকটতম আত্মীয় দ্বারা (কমপক্ষে একজন) জামিনদার হিসাবে নিশ্চয়তা প্রদান করতে হবে
(৫) চাকুরীতে যোগদানের সময় সংস্থার নিয়মানুযায়ী প্রার্থীকে ১০,০০০/- টাকা (সংস্থা ত্যাগকালে লভ্যাংশসহ ফেরৎযোগ্য) জামানত/সিকিউরিটি হিসাবে প্রদান করতে হবে।
আবেদনের নিয়মঃ আগ্রহী প্রার্থীকে বর্তমান/সর্বশেষ কর্মরত প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি, পূণার্ঙ্গ জীবন বৃত্তান্ত ও সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজ রঙ্গীন ছবিসহ আবেদন আগামী ১৫/০৭/২০২৩ইং তারিখের মধ্যে “নির্বাহী পরিচালক, মানবিক সাহায্য সংস্থা (এমএসএস), ২৯, পশ্চিম পান্থপথ (৪র্থ তলা) ঢাকা-১২০৫” বরাবর হাতে হাতে/ডাক/কুরিয়ার যোগে পাঠাতে হবে। খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে।
manabik shahajya sangstha job circular
Job Responsibilities
1.Develop overall operational plan/training plan/materials development of ECD activities;
2.Support to the resource centre facilitator, animators in implementing monthly/bi-monthly.learning and reflection sessions to improve the teaching learning activities;
3.Provide on-site supports to ensure proper uses and preservation of materials at resource centres;
4.Assist in developing appropriate tools to measure the impact of training on learning aids/toy making activities;
5.Design/assist in developing different training courses and training materials for the program in the areas of ECCD;
6.Assist to initiate research/studies in your areas of work and assist in other research / studies as stated in program proposal;
7.Nurture informal learning network with other organizations doing education program in urban slum areas;
8.Keep relationship with GO & NGO relevant stakeholders;
MSS NGO Job Circular in 2023
9.Responsible for reporting and documentation including e-MIS;
10.Assist in annual planning and budgeting of ECCD component;
11.At least 70% field visit (within Dhaka city);
12.Any other task(s) assigned by the management.
13.Employment Status: Full-time/Contractual Educational Requirements:
14. BSS and MSS from any recognized university. Candidate from Social Science and Education is highly encouraged to apply.
এমএসএস এনজিও নিয়োগ
প্রতিষ্ঠার শুরু থেকে এমএসএস বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। বর্তমানে মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) জাতীয় পর্যায়ের একটি এনজিও হিসেবে হতদরিদ্র, দরিদ্র, ভূমিহীন, শ্রমজীবী, প্রান্তিক চাষী, ক্ষুদ্র ব্যবসায়ী ও ক্ষুদ্র উদ্যোক্তা তথা দেশের পশ্চাৎপদ মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন, নাগরিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সামাজিক ও অর্থনৈতিকভাবে ক্ষমতায়নের প্রক্রিয়ায় নিয়োজিত একটি পরিপূর্ণ প্রতিষ্ঠান। অর্থনৈতিক মুক্তির অন্যতম শর্ত হলো কর্মসংস্থান সৃষ্টি এবং দরিদ্র জনগোষ্ঠীর নিজস্ব পুঁজি গঠন করা। এ মুক্তি অর্জনের লক্ষ্যে দৈনন্দিন আয়বৃদ্ধিমূলক কাজের মাধ্যমে উপার্জন এবং নিয়মিত সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা অপরিহার্য।
দরিদ্রদের সঞ্চিত অর্থ ও ঋণের টাকা উৎপাদনমুখী/আয়বৃদ্ধিমূলক কাজে বিনিয়োগ করে ক্ষমতাহীন দরিদ্র মহিলাদের ক্ষমতায়নের মাধ্যমে এমএসএস দেশের বিভিন্ন জেলায় ও উপজেলায় চাহিদাভিত্তিক কর্মসূচী বাস্তুবায়ন করছে। গতানুগতিক ও প্রথাগত ব্যাংকিং ব্যবস্থার বিকল্প হিসাবে দরিদ্র জনগোষ্ঠীকে ঋণ সুবিধা প্রদানের মাধ্যমে তাদের তথা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে এমএসএস সঞ্চয় ও ঋণ কর্মসূচির পাশাপাশি বিভিন্ন সামাজিক সেবামূলক কর্মসূচী পরিচালনা করে যাচ্ছে।
এস এস এনজিও,এস এস এস এনজিও নিয়োগ,টি এম এস এস এনজিও,টিএমএসএস এনজিও নিয়োগ,এনজিও নিয়োগ,এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ,ইপসা নিয়োগ বিজ্ঞপ্তি ,দিশা এনজিও নিয়োগ ,বাংলাদেশ পল্লী মঙ্গল কর্মসূচী নিয়োগ বিজ্ঞপ্তি ,মানবিক সাহায্য সংস্থা নিয়োগ ,সিও এনজিও নিয়োগ ,সেবা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ,পদক্ষেপ এনজিও নিয়োগ ,Pksf নিয়োগ বিজ্ঞপ্তি,mss ngo job circular ,manobik sahajjo sangstha job circular ,mss ngo job circular ,buro bangladesh job circular ,mamata ngo job circular ,mss job circular september ,all ngo job circular ,non government job circular