শিল্প মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩, MOIND Job Circular 2023 প্রকাশিত হয়েছে। শিল্প মন্ত্রণালয় হচ্ছে বাংলাদেশ সরকারের একটি মন্ত্রণালয়।শিল্প মন্ত্রণালয়টি সাধারনত শিল্প খাতে উন্নয়ন, প্রসারন, বাংলাদেশের শিল্পখাতের সহনীয় উন্নয়ন সংশ্লিষ্ট নতুন নীতি, কৌশল এসবের দায়িত্বপ্রাপ্ত।সম্প্রতি প্রকাশিত শিল্প মন্ত্রালয় চাকরি বিজ্ঞপ্তি-Ministry of industries MOIND Job Circular 2023 যাবতীয় তথ্য নিচে তুলে ধরা হল। আগ্রহী ও যোগ্য ব্যক্তিদের আবেদন করার জন্য আহব্বান করা হচ্ছে।
শিল্প মন্ত্রণালয় জব সার্কুলার এর যাবতীয় তথ্য
|
|
প্রতিষ্ঠানের নাম | শিল্প মন্ত্রণালয় |
চাকরির ক্যাটাগরি | সরকারি চাকরি |
চলমান বিজ্ঞপ্তি | ০৩ |
পদের সংখ্যা | ০৪ |
বয়স | বিজ্ঞপ্তি অনুযায়ী |
শিক্ষাগত যোগ্যতা | স্নাতক/ উচ্চ মাধ্যমিক/মাধ্যমিক |
আবেদনের মাধ্যম | অনলাইন |
আবেদন ফি | বিজ্ঞপ্তি অনুযায়ী |
আবেদন শুরু | ফেব্রুয়ারি ২০২৩ |
আবেদন শেষ | মার্চ ২০২৩ |
অফিসিয়াল ওয়েবসাইট | www.moind.gov.bd |
সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর সবার আগে পাবেন newjobscircular.com ওয়েবসাইটে। তাই যেকোনো ধরনের চাকরির খবর পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে। শিল্প মন্ত্রণালয় জব সার্কুলার 2023 সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে নিচের ছবিটি লক্ষ্য করুন-বিস্তারিত তথ্য দেখুন নিচের ছবিতে।শিল্প মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
শিল্প মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
শিল্প মন্ত্রণালয়ে রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসসূহে অস্থায়ীভিত্তিতে বিধি মোতাবেক প্রদেয় অন্যান্য ভাতাদিসহ পদের
পার্শ্ব বর্ণিত বেতন স্কেল অনুযায়ী সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে www.moind.gov.bd নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহবান করা যাচ্ছেও
Source: Daily Jugantor, 03 March 2023
Application Deadline: 02 April 2023
Ministry of industries MOIND Job Circular 2023
Application Start: 09 February 2023
Application Deadline: 07 March 2023
Source: Prothom Alo, 17 February 2023
Application Deadline: 16 March 2023
- সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে থাকতে হবে। বীর মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র/কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে ১৮-৩২ বছর হতে হবে। কেবলমাত্র উপযুক্ত এবং ত্রুটিমুক্ত আবেদনকারী নিয়ােগের জন্য লিখিত বা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
- আবেদনকারী প্রার্থীদেরকে লিখিত পরীক্ষা, ব্যবহারিক/সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ অথবা ডিএ প্রদান করা হবে না।
- প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা, ভুয়া বা ভুল প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা সরাসরি বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে
- জনবল নিয়োগের ক্ষেত্রে নিয়ােগবিধি অনুযায়ী বাছাইকৃত প্রার্থীকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কেবলমাত্র লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণ জানানাে হবে।
- কোন প্রকার কারণ দর্শানাে ব্যতিরেকে কর্তৃপক্ষ উল্লেখিত নিয়ােগ বিজ্ঞপ্তি সংশােধন/বাতিল করতে পারবে।
বিএসটিআই নিয়োগ ২০২৩
শিল্প মন্ত্রণালয়ের সচিবঃ জাকিয়া সুলতানা পদবি সচিব
শিল্প মন্ত্রণালয়ের অধীন সংস্থা কয়টিঃ
শিল্প মন্ত্রণালয়ের অধীন বর্তমানে ৪টি সংস্থা, ৬টি দপ্তর/অধিদপ্তর এবং একটি বোর্ড কাজ করে।
শিল্প মন্ত্রালয় চাকরি বিজ্ঞপ্তি
ভিশন ও মিশন
Vision: Industrially developed middle income country.
Mission: Accelerating Industrialisation through formulating appropriate Industrial policy, reformulating & renovating state-owned enterprises, developing SME’s, micro & cottage industries, protecting standards of products and intellectual property rights and enhancing productivity.