সিসিডিবি এনজিও নিয়োগ ২০২৩ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সিসিডিবি জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা, যে সংস্থা বিভিন্ন জেলায় সংস্থার উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম পরিচালনার জন্য নিম্নোক্ত পদে লোক নিয়োগ করা হবে।আগ্রহী ও যোগ্য ব্যক্তিদের আবেদন করার আহবান করা হচ্ছে।
সিসিডিবি এনজিও জব সার্কুলার ২০২৩ এর যাবতীয় তথ্য
|
|
প্রতিষ্ঠানের নামঃ | সিসিডিবি এনজিও |
চাকরির ক্যাটাগরিঃ | বেসরকারি চাকরি |
চলমান বিজ্ঞপ্তি | ০২ |
পদের সংখ্যা | নির্দিষ্ট নয় |
বয়স | বিজ্ঞপ্তি অনুযায়ী |
শিক্ষাগত যোগ্যতা | বিজ্ঞপ্তি অনুযায়ী |
আবেদনের মাধ্যম | অনলাইন,সাক্ষাৎকার |
আবেদন ফি | বিজ্ঞপ্তি থেকে দেখে নিন |
আবেদন শুরু | ১৭ ডিসেম্বর ২০২৩ |
আবেদন শেষ | ৩১ ডিসেম্বর ২০২৩ |
অফিসিয়াল ওয়েবসাইটঃ | https://ccdbbd.org/ |
সিসিডিবি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
CCDB Job Circular 2023 ছাড়াও সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর সবার আগে পাবেন newjobscircular.com ওয়েবসাইটে।সিসিডিবি এনজিও জব সার্কুলার এর আবেদন পক্রিয়া,আবেদনের সময়সীমা, যোগ্যতাসহ যাবতীয় তথ্য দেখতে নিচের ছবিটি লক্ষ্য করুন। CCDB Job Circular 2023 apply এ উল্লিখিত পদে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী নিয়ে উল্লেখ করা হলোঃ
১. পদের নাম: শাখা ব্যবস্থাপক: কাজের প্রকৃতি: শাখা-পর্যায়ে স্বাধীনভাবে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করতে
হবে। যোগ্যতা: স্নাতকোত্তর পাশসহ (৩টি দ্বিতীয় বিভাগ) ক্ষুদ্রধণ কার্যক্রমে শাখা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে
২ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সর্বসাকুল্যে মাসিক বেতন ২৭,০০০/- (সাতাশ হাজার)
টাকা। বয়স: ৩২-৪০ বছর । মোটর সাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
২. পদের নাম: হিসাবরক্ষক: কাজের প্রকৃতি: স্বাধীনভাবে শাখা-পর্যায়ে হিসাব সংক্রান্ত যাবতীয় কাজ পরিচালনা
করতে হবে। যোগ্যতা: বি.কম. পাশসহ (২টি দ্বিতীয় বিভাগ) ক্ষুদ্রখণ কার্যক্রমে শাখা হিসাবরক্ষক হিসেবে
কমপক্ষে ২ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সর্বসাকুল্যে মাসিক বেতন ২২,০০০/- (বাইশ
হাজার) টাকা । বয়স: ৩০-৩৮ বছর।
৩. পদের নাম: মাঠ সংগঠক: কাজের প্রকৃতি: কদ্রধণ কার্যক্রমে ঋণ বিতরণ ও আদায়ের কাজ পরিচালনা করতে
হবে। যোগ্যতা: ন্যুনতম এইচএসসি পাশ। দুটি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ অথবা ২.৫ জিপিএ থাকতে হবে।
জাতীয় পর্যায়ের এনজিওতে খণ কার্যক্রমে কমপক্ষে ২ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
সর্বসাকুল্যে মাসিক বেতন ১৮,০০০/- (আঠারো হাজার) টাকা। বয়স-সীমা: ২২-৩২ বছর। বাইসাইকেল
চালানো বাধ্যতামূলক।
আবেদনের নিয়ম ও শর্তঃ
উক্ত পদসমূহে ৬ মাস পর স্থায়ীাকরণ করা হবে এবং সংস্থার প্রচলিত বেতন স্কেল অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাদি প্রদান করা হবে। এছাড়া প্রার্থীদের যোগদানের সময় ৩০০ টাকার নন-জুঁডিশিয়াল স্ট্যাম্পে জামানতনামা, সর্বশেষ শিক্ষাবর্ষের মূল সনদপত্র এবং ১ ও ২ নং পদের জন্য ১৫,০০০ টাকা এবং ৩ নং পদের জন্য ১০,০০০ টাকা সিকিউরিটি মানি (সুদসহ ফেরতযোগ্য) হিসেবে জমা দিতে হবে।
আগ্রহী প্রার্থীদের আগামী ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখের মধ্যে স্বহস্তে লিখিত দরখাস্ত, সদ্য তোলা পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি ও জীবন-বৃততান্তসহ (অভিজ্ঞতার বিবরণসহ) এইচআরএমডি বিভাগ, সিসিডিবি, ৮৮ সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা-১২১৬ – এই ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে। দরখাস্তে অবশ্যই সচল মোবাইল নম্বর উলখ করতে হবে।
কিওয়ার্ডঃ
সিসিডিবি এনজিও নিয়োগ,ইনডেভার এনজিও নিয়োগ,গার্ক এনজিও নিয়োগ,পদক্ষেপ এনজিও নিয়োগ,বীজ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি,আশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি,নবলোক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি,প্রশিকা এনজিও নিয়োগ
ক্রেডিট অফিসার