বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বাংলাদেশ পুলিশ একাডেমি উপমহাদেশের অন্যতম সেরা প্রশীক্ষন কেন্দ্র। এটি রাজশাহীর পদ্মা নদীর পাড়ে সারদায় অবস্থিত ।১৯১২ সালের জুলাই মাসে এটি প্রতিষ্ঠিত হয়। সারদা পুলিশ একাডেমি ,রাজশাহী তে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ।শিক্ষক /শিক্ষিকা ও কর্মচারী পদে নিয়োগ দেওয়া হবে।

পদসমূহে  যথাযথ শিক্ষাগতযোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে ।

১।পদের নাম  ঃ সহকারী শিক্ষক

পদের সংখ্যা  ঃ ১১ টি (বাংলা-০১,ইংরেজি-০১,গণিত-০২,পদার্থ-০১,রসায়ন-০১,জীববিজ্ঞান-০১,হিসাব বিজ্ঞান-০১,আইসিটি-০১,কৃষি শিক্ষা -০১, ড্রইং -০১)।

শিক্ষাগত যোগ্যতা  ঃ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক /সমমান।

বেতনঃ আলোচনা সাপেক্ষ।

২।পদের নাম  ঃঅফিস সহকারী কাম হিসাব সহকারী

পদের সংখা  ঃ ১ টি।

শিক্ষাগত যোগ্যতা  ঃ ব্যবসা বিভাগে এইচএসসি বা সমমান পরীক্ষায় পাশ হতে হবে।

বেতন  ঃ আলোচনা সাপেক্ষে।

আবেদনকারীকে ১৫ ডিসেম্বর ২০২৩ এর মধ্যে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতির বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে ।আবেদনকারীকে সকল পরীক্ষায় কমপক্ষে ২য় বিভাগ থাকতে হবে ।আবেদনকারীর বয়স ৩৫ বছরের অধিক হতে পারবে না ।

সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর সবার আগে পাবেন এই ওয়েবসাইটে। তাই যেকোনো ধরনের চাকরির খবর পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে ।বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহী নিয়োগ  সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে নিচের ছবিটি লক্ষ্য করুন -বিস্তারিত তথ্য দেখুন নিচের ছবিতে

বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

job circular notice

বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার কোর্স সমূহ  ঃ

  1. মৌলিক কোর্স – এসপি, সার্জেন্ট, সাব-ইন্সপেক্টর, কনস্টেবলদের জন্য
  2. রিফ্রেশার্স কোর্স – ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর, সার্জেন্ট, প্রধান কনস্টেবলদের জন্য
  3. বিশেষ কোর্স – ইন্সপেক্টর, প্রধান কনস্টেবল, কনস্টেবল এবং অন্যান্য বিভাগের সদস্যদের জন্য
  4. ডিএডি, এনএসআইদের জন্য বিশেষ কোর্স
  5. বনরক্ষীদের জন্য বিশেষ কোর্স

অবকাঠামোঃ 
বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা ২৪২.৬৬ একর এলাকা বেষ্টিত ।এই  সম্পত্তি ১৯১০ সালে ব্রিটিশ সরকার ২৫০০০ টাকায় ক্রয় করে। ১৯১২ সালের জুলাই মাসে একাডেমী প্রতিষ্ঠার কাজ শুরু হয়। রাজশাহী শহর থেকে প্রায় ২০ মাইল পূর্বে পদ্মাপাড়ের সারদাহ্-এর বড়কুঠি ব্যবহার হচ্ছে অফিসার্স মেস হিসেবে আর ছোটকুঠি হলো প্রিন্সিপালের বাসভবনএছাড়াও রয়েছে আরো প্রাচীন ইমারত।


বাংলাদেশ পুলিশ একাডেমির বর্তমান অধ্যক্ষ,bangladesh police academy faculty of member,বাংলাদেশ পুলিশ একাডেমির sardah,বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা,bangladesh police training 2019,বাংলাদেশ পুলিশ একাডেমী সারদা রাজশাহী নিয়োগ,বাংলাদেশ পুলিশ একাডেমি কোথায়,bangabandhu sheikh mujib national police academy,বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ,bangladesh police academy gallery,বাংলাদেশ পুলিশ একাডেমি রাজশাহীbangladesh police academy job circular,বাংলাদেশ পুলিশ একাডেমী কতটি,bangladesh police rank,বাংলাদেশের একমাত্র পুলিশ একাডেমি কোথায় অবস্থিত,বাংলাদেশ পুলিশ একাডেমী সারদা রাজশাহী,bangladesh police officers name list,সারদা পুলিশ ট্রেনিং,রাজশাহী পুলিশ ট্রেনিং সেন্টার,সারদা পুলিশ একাডেমী কবে এবং কে প্রতিষ্ঠা করেন,সারদা পুলিশ একাডেমির প্রথম অধ্যক্ষ,বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ,নিউ জবস সার্কুলার ডট কম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com