রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) জাতীয় পর্যায়ের একটি বেসরকারি সংস্থা । ১৯৮২ সাল থেকে দরিদ্র জনগোষ্ঠির উন্নয়নের লক্ষে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি পালন করে আসছে যার মধ্যে ঋণ কার্যক্রম অন্যতম। সমাজসেবা অধিদফতর এর নিবন্ধনভূক্ত মাইক্রোক্রেডিট রেগুলাটেরি অথরিটি এর লাইসেন্সপ্রাপ্ত ও পল্লী কর্ম সহায়ক ফাডন্ডেশন এবং বাণিজ্যিক ব্যাংকসমুহের আর্থিক সহায়তায় পরিচালিত ঋণ কার্যক্রম এর ঢাকা,চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় কার্যক্রম বাস্তবায়নের জন্য নিম্নক্ত পদসমূহে লোকবল নিয়োগের জন্য অনলাইন আবেদন করার আহব্বান করা হচ্ছে।
রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) জব সার্কুলারের যাবতীয় তথ্য
|
|
প্রতিষ্ঠানের নামঃ | রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) |
চাকরির ক্যাটাগরিঃ | বেসরকারি চাকরি |
চলমান বিজ্ঞপ্তি | ০১ |
পদের সংখ্যা | ১৩৬৩ জন |
বয়স | সর্বোচ্চ ৪০ বছর |
শিক্ষাগত যোগ্যতা | স্নাতক/স্নাতোকোত্তর/উচ্চ মাধ্যমিক/মাধ্যমিক |
আবেদনের মাধ্যম | অনলাইন |
আবেদন ফি | ২০০ |
আবেদন শুরু | |
আবেদন শেষ | ০১ ডিসেম্বর ২০২৩ |
অফিসিয়াল ওয়েবসাইটঃ | rrf-bd.org |
সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর সবার আগে পাবেন এই ওয়েবসাইটে newjobscircular.comতাই যেকোনো ধরনের চাকরির খবর পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে ।আরআরএফ জব সার্কুলার সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে নিচের ছবিটি লক্ষ্য করুন -বিস্তারিত তথ্য দেখুন নিচের ছবিতে।
রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
পদের নাম: সহকারী পরিচালক (মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম)
পদের সংখ্যা: ০২টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর এবং সকল পরীক্ষায় কমপক্ষে ২য় বিভাগ থাকতে হবে।
অভিজ্ঞতা: ঋণ কার্যক্রমের সংশ্লিষ্ট/সমপদে কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতাসহ নূন্যতম ২৫-৩০ টি শাখা অফিস পরিচালনার দক্ষতা থাকতে হবে।
শিক্ষানবিশকালে বেতন : ৫৫,০০০/-টাকা।
স্থায়ীকরণের পর বেতন : ৬০,৫৮৪/- টাকা (অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে)
আবেদনের নিয়মাবলী:
- আগ্রহী প্রার্থীগন অনলাইনে আবেদন ফরম আগামী ০১ ডিসেম্বর, ২০২৩ খ্রিঃ তারিখের মধ্যে পুরণ করতে পারবে।
- অনলাইনে প্রাপ্ত আবেদন সমূহ বাছাই পূর্বক নির্বাচিত প্রার্থীদের তালিকা ও পরীক্ষার সময়সূচি মোবাইল এসএমএস এর
মাধ্যমে প্রকাশ করা হবে। - অনলাইনে প্রাপ্ত আবেদন সমূহ বাছাই পূর্বক নির্বাচিত প্রার্থীগনকে পরীক্ষায় অংশগ্রহনের সময় নির্বাহী পরিচালক, রুরাল
রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ), আরআরএফ ভবন, সিএন্ডবি রোড, কারবালা, যশোর-৭৪০০ বরাবর স্থ-
হস্তে লিখিত আবেদন পত্র, জীবন বৃত্তান্ত (মোবাইল নম্বর ও জাতীয় পরিচয় পত্রের নম্বর আবশ্যক), পাসপোর্ট সাইজের
সদ্য তোলা ২ কপি ছবি ও সকল পরীক্ষা পাশের সনদ পত্রের সত্যায়িত কপি, অভিজ্ঞতার সনদ পত্র, নাগরিকল্ব
সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও অনাস্ীয় দুইজন বিশিষ্ট ব্যক্তির রেফারেন্স সহ পরীক্ষার কেন্দ্রে উপস্থিত
হতে হবে।
RRF NGO Job Circular 2023
অন্যান্য সুযোগ-সুবিধা
সকল পদের ক্ষেত্রে মাসিক বেতন ছাড়াও সংস্থার চাকরি বিধিমালা অনুযায়ী বৈশাখী ভাতা সহ বছরে ৩ টি উৎসব ভাতা, সিপিএফ, গ্রাচুয়িটি, দূরত্ব ভাতা, মাতৃকালীন ও পিতৃ কালীন ছুটি, যাতায়াত ভাতা এবং দুর্ঘটনাজনিত বীমার সুবিধা প্রদান করা হবে।
অন্যান্য শর্তাবলীঃ
- সকল পদের জন্য ৬ মাস শিক্ষানবিশ হিসেবে দায়িত্ব পালন করতে হবে। রেজিস্ট্রেশন ফি ২৫০/- টাকা (অফেরতযোগ্য) নগদ প্রদান করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এক্ষেত্রে কোন প্রকার টিএ, ডিএ প্রদান করা হবে না।
- চাকরিতে যোগদানের পূর্বে নির্ধারিত নগদ (ফেরতযোগ্য) জামানত জমা এবং সংস্থার চাহিদা অনুযায়ী নিশ্চয়তা প্রদান করতে হবে এবং পিতা/দায়িত্বশীল ব্যক্তিকে জামিনদার হিসাবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে ।
- সকল পদে প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। পরীক্ষার সময় সকল মূল সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের মূলকপি সঙ্গে আনতে হবে। সংস্থার বিভিন্ন কর্ম-এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে। অধ্যায়নরতদের আবেদন করার প্রয়োজন নেই।
- সংস্থার নীতিমালা অনুযায়ী স্টাফ প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, সিটি ভাতা, কর্মস্থলে আবাসন সুবিধা, সাপ্তাহিক ছুটি ২ দিন, চিকিৎসা তহবিল, স্টাফ কল্যান তহবিল হতে আর্থিক সুবিধা, আবাসন ঋণ, প্রভিডেন্ট ফান্ড ঋণ, মোটরসাইকেল ও কম্পিউটার ঋণ ও স্টাফদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি।
রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন নিয়োগ, রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন নিয়োগ 2023, রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন নিয়োগ ২০২৩, রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩, রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি, রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি 2023, আরআরএফ নিয়োগ, rrf job circular, rrf job circular 2023, RRF job, rrf job, RRF Job circular 2023, www.rrf-bd.org job circular 2023, rural reconstruction foundation job, rural reconstruction foundation job circular 2023, rrf ngo job circular, rrf ngo job circular 2023, rrf jobs, RRF Job Circular 2023 pdf, rrf-bd.org/jobs/online