সমাজসেবা অধিদপ্তরের অধীন ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ১৬ তম গ্রেডে বেতন স্কেলে ২০৯ টি পদে সমাজকর্মী (ইউনিয়ন ) নিয়োগ দেয়া হচ্ছে। উচ্চ মাধ্যমিক, এইচএসসি, স্নাতক পাসে আবেদন করতে পারবেন।
Union Somaj Kormi Job Circular 2024 প্রকাশ করেছে যার পদ সংখ্যা ২০৯ টি। আগ্রহী ও যোগ্য ব্যক্তিদের অনলাইনে আবেদন করার জন্য আহব্বান করা হচ্ছে। আবেদন করা যাবে আগামী ১৮ জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত।
ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ তথ্য
|
|
প্রতিষ্ঠানের নাম | সমাজসেবা অধিদপ্তর |
চাকরির ক্যাটাগরি | সরকারি চাকরি |
বিজ্ঞপ্তি প্রকাশ | ১১ জুন ২০২৪ |
পদের সংখ্যা | ২০৯ টি |
বয়সসীমা | ১৮-৩০ বছর |
শিক্ষাগত যোগ্যতা | স্নাতক/উচ্চ মাধ্যমিক |
আবেদনের মাধ্যম | অনলাইন |
আবেদন ফি | ২২৩ টাকা |
আবেদন শুরু | ১২/০৬/ ২০২৪ |
আবেদন শেষ | ১৮/০৭/২০২৪ |
অফিসিয়াল | www.dss.gov.bd |
সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ 2024
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন ধরনের পদসমূহের পারে বর্ণিত শর্তে বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। নিম্নলিখিত শর্তাবলী আবেদন ফরম পুরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে :
অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী
- ১২/০৬/২০২৪ খ্রিঃ তারিখে সাধারণ প্রার্থীর বয়সসীমা ১৮-৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পৃত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
- সরকারি, আধা সরকারি ও স্থায়স্্রশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে।
- পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি ওয়েবসাইটে http://dss.teletalk.com.bd আবেদনপত্র পুরণ করতে পারবেন।
- Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় : ১২/০৬/২০২৩ খ্রিঃ সকাল- ১০.০০ টা।Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় : ১৮/০৭/২০২৪ খ্রিঃ, বিকাল ০৫.০০ ঘটিকা |।
- উক্ত সময়সীমার মধ্যে USER ID প্রাপ্ত প্রার্থীগণ ONLINE-এ আবেদনপত্র Submit -এর সময় থেকে পরবর্তী ঘন্টার মধ্যে এসএমএস-এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
- ONLINE এ আবেদনপত্রে প্রার্থী তার স্থাক্ষর (দৈর্ঘা ৩০০ * প্রস্থ ৮০) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ * প্রস্থ ৩০০) স্ক্যান করে নির্ধারিত স্থানে UPLOAD করবেন।
- ONLINE আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদনপত্র SUBMIT করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
- প্রার্থী ONLINE-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
- আবেদন ফি ২০০ টাকা। টেলিটক সার্ভিস চার্জ ২৩ টাকা সহ মোট ২২৩ টাকা আবেদন করতে দরকার পড়বে। টেলিটক প্রি-পেইডের মাধ্যমে অফেরতযোগ্য হিসেবে ২২৩ টাকা ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
- সার্কুলার এ উল্লেখিত পদসসীমা কম বেশি হতে পারে।
Union Somaj Kormi Job Circular 2024
Source: 11 June, Bangladesh Pratidin
Application Deadline: 18 July 2024