কাস্টমস বন্ড কমিশনারেট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩, Customs Bond Commissionerate CBC Job Circular 2023 প্রকাশিত হয়েছে ১১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে। কাস্টমস বন্ড কমিশনারেট এর নিম্নবর্ণিত ০৯ ধরনের মােট ৬১টি শূন্য পদ পূরণের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনার আগ্রহ ও যােগ্যতা থাকলে আবেদন করতে পারেন।
কাস্টমস বন্ড কমিশনারেট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
প্রতিষ্ঠানের নাম কী? | কাস্টমস বন্ড কমিশনারেট |
চাকরির ধরন কী? | সরকারি চাকরি |
কোন জেলা? | সকল জেলা |
ক্যাটাগরি | ০৯ টি |
শুন্য পদের সংখ্যা | ৬১ টি |
বয়স কত হতে হবে? | অনুর্ধ্ব ৩০-৩২ বছর |
শিক্ষাগত যোগ্যতা | HSC, Honors |
আবেদনের মাধ্যম কী? | অনলাইন |
আবেদন ফি | ২২৩,১১২ টাকা |
আবেদনের শেষ তারিখ কবে? | ২২ নভেম্বর ২০২৩ |
➤➤ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি
➤➤ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট নিয়োগ বিজ্ঞপ্তি
কাস্টমস বন্ড কমিশনারেট নিয়োগ ২০২৩
দেশের সকল কাস্টমস বন্ড কমিশনারেট কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এর সংক্ষিপ্ত বিবরন তথা শূণ্য পদের নাম, নিয়োগ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, গ্রেড, বয়সসীমা ইত্যাদি নিচে দেয়া হলোঃ
Source: Daily Ittefaq, 23 October 2023
Application Deadline: 22 November 2023
কাস্টমস বন্ড কমিশনারেট কাজ কি?
- শিল্প বান্ধব নতুন প্রতিষ্ঠানকে বন্ড লাইসেন্স প্রদান করা।
- পূর্বের লাইসেন্সধারী প্রতিষ্ঠান যথাযথ নিয়ম মানছে কিনা তা মনিটর করা
- পূর্বের লাইসেন্সধারী প্রতিষ্ঠান প্রতিবছর নবায়ন ও অডিট করা
- হোম কনজাম্পশন বন্ড থেকে যথাযথ রাজস্ব আদায় নিশ্চিত করা
- ডিউটি ফ্রি শপ ও ডিউটি পেইড, ডিপ্লোম্যাটিক বন্ড প্রতিষ্ঠান অডিট ও মনিটরিং,
- নিদিষ্ট সময়ের মধ্যে পণ্য রপ্তানী বা খালাস নিতে অক্ষম হলে বন্ডারকে ঐ পণ্য সংশ্লিষ্ট শুল্ককর দাবীনামা জারী করে আদায় করা মানে মেয়াদউত্তীন পণ্যের যথাযথ ব্যবস্থা নেয়া।
- হোম কনজাম্পশনের ক্ষেত্রে ডিউটি পেমেন্ট করে এক্স বন্ড অন্য ক্ষেত্রে সেকশন ১০৫ অনুযায়ী পণ্য রপ্তানি করছে কিনা তা মনিটর করা। উল্লেখ্য যে রপ্তানির ক্ষেত্রে কোন ডিউটি পরিশোধের বিষয় নেই।
- বন্ড লাইসেন্সধারী নাম সর্বশ প্রতিষ্ঠান যারা রপ্তানিকারক সেজে অনিয়ম করে তা তদন্ত করে লাইসেন্স বাতিল।
- রপ্তানির বিপরীতে প্রকৃত বৈ:মুদ্রা আসছে কি না তা যথাযথ মনিটরিং।